![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনকে কোরআনের সাথে মিলিয়ে পড়া বলতে যা বুঝায় - যেমন আজকে Valentine's Day (এটা আমাদের খ্রিস্টিয়ান ভাইদের একটি সংস্কৃতি (pls seek ref)), এ বেপারে ইসলাম কি বলে? প্রশ্ন করা এবং উত্তর খুজা কোরআনে যেহেতু জীবনকে কোরআনের সাথে মিলিয়ে পড়ার আলোচনা হচ্ছে ।
অনেকে আবার বলেন ধর্মকে আনবেন না সব বেপারে। আমি এ বিষয় আগেই পরিষ্কার করেছি যে কোরআন কোনো ধর্মীয় বই না এটা একটা guidance (Quran 2:185), সঠিক/বেঠিক আমাদের কে বুঝাবার জন্য (Quran 8:29) । যদি আপনি নিজেই সঠিক/বেঠিক বুঝেন তবে কোরানের (আল্লাহর) উপর বিশ্বাস করার দরকার কেনো।
এবার যাওয়াযাক আজকের মূল বিষয়ে।
কোরআন Valentine's Day বেপারে ২ টি কথা বলে:
১. যখন কোনো বিষয়ে আমাদের মাঝে মতভেদ হয় তখন আল্লাহ (Quran 42:10) এবং মুহাম্মদ (সা (Quran 4:59) উপর নির্ভর করতে বলে।
২. মুহাম্মদ (সা হচ্ছেন আমাদের একমাত্র, আমার বাবা-মা না, অনুকরণীয় বেক্তি (Model) (Quran 33:21) ।
এখন মুহাম্মদ (সা এই দিবস পালন করসেন কিনা? এই রকম দিবস বানাবার সুযোগ ছিলো কিনা?
সক্ষিপ্ত উত্তর হলো না।
১. এই ধরনের দিবস তার পক্ষে বানানো সম্ভব ছিলো কিন্তূ তিনি বানান নাই এবং আমাদের পালন করতে বলেন নাই।
২. বরং ওনি অনেক ক্ষেত্রে অন্য ধর্মের সংস্কৃতির বিপরীত করতে বলসেন (pls seek ref)।
এখন বেক্তিকেই decide করতে হবে যে সে কি এটা celebrate করবে কিনা। আসলে আমাদের বাংলাদেশী ভাই-বোনদের মাঝে তাওহীদ (আল্লাহকে কেনো বিশ্বাস করি) এখনো পরিষ্কার না তাই ইসলামিক সংস্কৃতির আলোচনা আমার কাছে উল্লেখযোগ্য মনে হয় না এই স্টেজে। আগে তাওহীদ ঠিক করেন যে আল্লাহকে কেনো বিশ্বাস করেন। অন্য বিষয়ে (e.g. Valentine's Day) তারপর কথা হবে।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪
বুকা ছেলে বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩
বিজন রয় বলেছেন: ++
সবকিছু আর কি বলে দিতে হয়।