নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনটা সঠিক কিভাবে বুঝবো

তুহীদ

তুহীদ › বিস্তারিত পোস্টঃ

বাবা হওয়া এত সহজ নয়

০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৪:১২

কিছু স্ত্রিরা "বাবা হওয়া এত সহজ নয়" বলে জামাইদের ছোট করে দেখে এবং নিজেকে অনেক বড় মনে করেন। কিন্তূ বাবা যে সারাদিন আমাকে এবং আমার আম্মাকে খাওয়ানোর তাগিদে রাস্তায় রাস্তায় মেধা, শ্রম এবং সময় দিয়ে আসে এ বিশয় ঘরে বসে থাকা বউ এবং বাচ্চারা বুঝেও না বুঝার বেশি ধরে থাকে।
"নিজের স্বামীকে আঘাত করে কথা" না বলে বা "নিজের স্বামীর ব্যাপারে negative অবস্থান" না নিয়ে, তাকে সহযোগিতা করার মত কোনো উপায় আছে কিনা। সহযোগিতা করা কি ভালোবাসার বহি:র্প্রকাশ নয়? নাকি সহযোগিতা domination কে প্রশ্রয় দেয়? কেউ যদি সহযোগিতাকে dominate করা মনে করেন তবে ভাল বন্ধুর role কি? সমাজ থেকে আজ ভালবাসা উঠে গেছে তাই উপসংহার টানতে সময় লাগে না যে "বাবা হওয়া এত সহজ নয়"। জোর করে, যে বাবা হবার যোগ্যতা রাখেন, তার সাথে সংসার করে নাটকের মঞ্চয়ান না করলে কি হয় না।

মজার বেপার হলো কে আপনাকে শিখালো "বাবা হওয়া এত সহজ নয়" উক্তি। খোজ নিয়ে দেখবেন যারা শিখাল তাদের নিজেদের কোন পারিবারিক অবস্থান নেই। তাই তারা যা ভাললাগে তাই বলেন এবং নিজের স্বাধীনতার নাম মনখারাপ করে বসে থাকেন।

N.B. I didn't attempt to undermind women (That's ur negativity). I however urged them not to say anything which hurts their husbands. Indeed, if I seek the right ans to this debate, we have to help each other (Quran 5:3), not attack/hurt each other.

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:২০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: লেখাটির উদ্দেশ্য পুরাপুরি বুঝতে পারিনি।

২| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:১৫

জাহিদ রুবেল বলেছেন: লেখক অনেক ক্ষোভ থেকে লিখেছেন বুঝতে পারছি,কিন্তু বিষয় গুলো আরো পরিষ্কার করে উপস্থাপন করলে পাঠকের বুঝতে সহজ হত

৩| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:০৪

কানিজ রিনা বলেছেন: সব টুকু না বুঝলেও বুঝেছি,বাবার খেতাব
সরকারী ভাবেই সব সার্টিফেকেটে থাকবেই
যে সব বাবা কুত্তার মত জনম দিয়ে সরে
পরে, তাদের বেলায়ও বাবা নামের সার্টিফি-
কেটে বাবা নাম ধারী অমানুষের পরিচয়
থাকে। কিছু বাবা শুধু মাত্র দৈহিক চর্চার
আনন্দে সন্তান জনম হয় জারজে।
আর কিছু বাবা সন্তানের ব্যায় ভার বহন
করলেও সব দায় দায়ীত্ব্য পড়ে মায়ের উপর।
এসব বাবারা আনন্দে উন্মত্ব উন্মাদ আতলামী
মাতলামীতে বিভোর থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.