নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনটা সঠিক কিভাবে বুঝবো

তুহীদ

তুহীদ › বিস্তারিত পোস্টঃ

বাচ্চাদের নিয়ে ভাবনা আজ-কাল

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৬

১টি পরিসংখ্যানে দেখা গেছে প্রায় ৯০% speration চাওয়া হয় মেয়েদের পক্ষথেকে। কিন্তূ কেন তাদের এই seperation চাওয়া after 5/10/15 years পরে, এ ব্যাপারে সঠিক আলোচনা হতে পারে কিন্তূ আমার চোখে পরে নি । তাই কিছু প্রশ্ন থেকেই যায় এবং যাবে যে, কেন তাদের নিজ জামাইকে বুঝতে ১বছরের বেশি সময় লাগলো।

আজ বাচ্চাকাচ্চা হয়ে যাবার পর তাদের চলে যাবার প্রচেষ্টাকে নারীঅধিকার আন্দোলনের কর্মীরা বিভিন্ন ভাবে justify করার চেষ্টা করছেনা । কিন্তূ আমার চোখে একটা justifcation ও সঠিক নয়। সকল কথার মাঝে মোদ্দা কথা হলো ২টি -
১। বাচ্চা হবার পরে (প্রায় ১ বছর) কেন ভাল না লাগার আলোচনা হবে । নাকি তাদের জামাই নতুন ভাবে তাদের সামনে, বাচ্চা হবার পর। কেন বাচ্চাদের ইচ্ছাকে বড়দের ইচ্ছার উপর প্রাধান্য দেয়া হবে না যখন বচ্চার ফেলফেল করে তাকিয়ে থাকে, যেহেতু কথা বলতে পারেনা, বাবা-মা উভয়ের পথ চেয়ে।
২। যেখানে জামাই মারামারি করে না অথবা কোন রোগ নেই যা স্ত্রীর মৃত্যুর কারণ হতে পারে [এই বিষয়টি elaboration -র দাবি রাখে], সেখানে কেন seperation আসবে।

আমরা কিসের সমাধান দিতে চাই এই সমাজে যে সমাজে বিয়ে প্রথা এখনও ৯৫% হলেও আছে। হ্যা আমাদের আরও ১০০ বছর অপেক্ষা করতে হবে দেখার জন্য ৯৫% - বিবাহ বহিঃর্ভুত সম্পর্ক এবং বাচ্চা হওয়া । কিন্তূ তখন আমরা আর থাকবনা এবং বাচ্চাদের এই ইচ্ছেটাকে এভাবে লেখা বা ভাবা হবে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২০

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ১। বাচ্চা হবার পরে (প্রায় ১ বছর) কেন ভাল না লাগার আলোচনা হবে । নাকি তাদের জামাই নতুন ভাবে তাদের সামনে, বাচ্চা হবার পর।
২। যেখানে জামাই মারামারি করে না অথবা কোন রোগ নেই যা স্ত্রীর মৃত্যুর কারণ হতে পারে [এই বিষয়টি elaboration -র দাবি রাখে], সেখানে কেন seperation আসবে।

দেরিতে বিচ্ছেদ হতেই পারে। জামাই প্রবাসি, কথা দিয়েছিল দুই বছরের মধ্যে বউকে বিদেশ নিয়ে যাবে। কিন্তু চার বছরেও তা করতে পারেনি। আবার জামাই কর্পোরেট, বউ সরকারি ব্যাংকার। বদলির কারণে কয়েক বছর আলাদা থাকার পর ভাবল এভাবে সারা জীবন চলা সম্ভবনা তাই ডিভোর্স দরকার। এই জুটিদের তালাক একান্তই দরকার। বিচ্ছেদ না হলে তাদের সমস্যা বাড়বে বই কমবে না।

২| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৪

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: সবার আগে উচিত (বিশেষ করে ছেলেদের) নিজেদের লাইফস্টাইলের সাথে সামন্জস্যপূর্ণ জীবনসঙ্গী নির্বাচন করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.