![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষিত মেয়েরা divorce দেয় বেশি এ নিয়ে অনেক কথা শুনার সুযোগ হয়েছে। আমি মনে করি মেয়েদের পক্ষথেকে divorce - এর হার বেশি। শিক্ষিত/অশিক্ষিত কোন issue না।
১. ছেলে-মেয়ে উভয় divorce বেশি দিচ্ছে (আমার observation -মেয়েরা এগিয়ে) কারন বর্তমানে media/interenet -র সুবাদে মেয়েরা compare করার সুযোগ পায় বেশি। যেমন একজনের জামাই তাকে সর্বদা বাহিরে খাওয়াতে নিয়ে যায় বা প্রত্যেকদিন একটা করে gift দেয় ইত্যাদি ইত্যাদি।
২. এখানে আজ ভালবাসা নয়, দেনা-পাওনা নিয়েই বেশি সংসার ভেঙে যাচ্ছে।
৩. এর একমাত্র প্রতিকার হচ্ছে একজন আরেকজনকে help করা এবং sacrifice করা।
৪.একজন বোন লিখেছেন মেয়েদের বাচ্চা বানাবার যন্ত্র হিসাবে মেনে না নেয়ার কথা। সে সথিক লেখেছেন যেহেতু বরতমান দুনিয়ায় মহিলারা পুরুষদের সাথা competition করতে গিয়ে বাচ্চা না নেবার পক্ষে। আজ এই শিক্ষিত নারিদের দেখে মনে হয় বেগম রোকেয়া অশিক্ষিত এবং অসুখি ছিল। আজ মনে হয় প্রভু এসব দেখে হতাশ।
৫. সে যাই হোক, মেয়েদের বাচ্চা না নেবার আন্দোলন এবং এর সাথে যোগদিতে গিয়ে যাদের বাচ্চা already আছে তারা বাচ্চার দিকে না তাকিয়ে সংসার ছেড়ে হাটা শুরু করেছে। এই হলো হাল।
কইযে যাবে এই বিশাল সংখক নারি সমাজ ছেলেদের ছেড়ে। নাকি আমাদের যার সাথে ইচ্ছা তার সাথে শুয়ার আন্দোলনই successful হবে কেয়ামতের আগে যদি প্রভু বলতে কেউ থেকেই থাকেন? পারিবারিক বন্ধন কি এতই খারাপ ছিল? যদি খারপি হয় তবে prostitutes রা চোখের পানি কেন ফেলে TV' র পরদায় এসে (e.g.BBC) ।
©somewhere in net ltd.