নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌফিকতুহিন

আমার ব্লগ হবে গঠনমুলক ও সুশীল।

তৌফিকতুহিন › বিস্তারিত পোস্টঃ

একটি নিস্পাপ ভুতের গল্প।

২৯ শে জুন, ২০১৩ রাত ২:০৩



আমরা যখন টু বা থ্রি তে পড়ি,আমাদেরও ভুতের গল্প দারুন প্রিয় ছিলো।সন্ধ্যের পর মাঠের এককোনে ধুনি জ্বালিয়ে ঘাপটি মেরে বসে শুরু

হতো ভুতের গল্প।আমাদের ভুতের গল্পগুলো স্বাভাবিকভাবেই আমাদের বয়স উপযোগী ছিলো(পরে আমরা বড় হয়ে দেখলাম,হলিউডের অনেক হরর মুভিতে যৌনদৃশ্য ছিলো)।আমাদের প্রায় গল্পেই থাকতো,কার ছাদে রাতে কি শোনা যায় বা কে ভরদুপুরে ছাদে উঠে কি দেখেছে,এসব।



কিন্তু আমাদের এই নির্ঝঞ্জাট নিস্পাপ ভুতের গল্পে যৌনতা নিয়ে এলো আমাদের বন্ধু কখগ(ছদ্মনাম,আসল নাম দিলে সমস্যা আছে)।তার প্রায় ভুতের গল্পেই দেখা যেত,পরী এসে কিভাবে সুন্দর ছেলে তুলে নিয়ে পড়ে ফেরত দেয়।তার আলিফ লায়লা বয়ান।তারপর সে একদিন বললো,তার বাড়ির পাশে পাহাড় থেকে কিভাবে এক ভুত এসে তাদের গ্রামের এক মহিলাকে তুলে নিয়ে যায়।পরে ফেরত দেয়।কিন্তু পরে এই মহিলার বাচ্চা হলে দেখা গেলো সেগুলোর রঙ নীল।আমরা যখন অবিশ্বাস করলাম,কখগ তার কয়েকজন আত্নীয়ের নাম করে বললো,ওরা আমাদের এখানে বেড়াতে এলে জিজ্ঞেস করিস।



তার প্রায় গল্পই ছিলো তুলে নিয়ে যাওয়া।ভুত তুলে নিয়ে যাওয়া ছাড়া আর একটি গল্পই সে বলেছে,কিন্তু সেটাও দেখা গেলো তুলে নিয়ে যাওয়া সংক্রান্ত।সেটা হলো-কবে নাকি অঞ্জু ঘোষ রাঙ্গামাটিতে শুটিং এ গিয়েছিলো,কিন্তু শান্তিবাহিনী তাকে তুলে নিয়ে যায়।অবশ্য পড়ে নাকি ফেরতও দেয়।কখগ বলেছিলো-বুঝস তো পড়ে ফেরত দেয়া মানে কি?আমরা বুঝেও না বুঝার ভান করে বলতাম-ভাই,বুঝি নাই,একটু বুঝিয়ে বল।



তো হলো কি,তার অনেকদিন পর যখন কখগ বড় হলো,একরাতে সে শরীরের জ্বালায় টিঁকতে না পেরে কদমতলী রেললাইনের কাছে যায়।কিন্তু অবুঝ পুলিশ তাকে সেখান থেকে ব্যস্ত থাকা অবস্থায় তুলে নিয়ে যায়।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ রাত ২:২৪

নিয়েল হিমু বলেছেন: হাসতে হাসতে অবস্তা শেষ । আপনার বলার ভংগি খুম মজার তো :)


অঃটঃ কদমতলী রেল লাইন সিলেট ?

২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৬

তৌফিকতুহিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।পড়ার জন্য।এটা চট্টগ্রামের কদমতলী।

২| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩১

জ্যাক রুশো বলেছেন: কখগ বলেছিলো-বুঝস তো পড়ে ফেরত দেয়া মানে কি? =p~ =p~ =p~ =p~
কিন্তু অবুঝ পুলিশ তাকে সেখান থেকে ব্যস্ত থাকা অবস্থায় তুলে নিয়ে যায়। !:#P !:#P

২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:১৫

তৌফিকতুহিন বলেছেন: হ্যা ভাই,বুঝলেন তো?

৩| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:২৩

Kawsar banggalii007 বলেছেন: মজাই মজা ........... :D .অনেকটা কুমিরের গল্পের মতো।কিন্তু উনিই আবার অবুজ পুলিশ দ্বারা ..................

২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৭

তৌফিকতুহিন বলেছেন: তাকে তুলে নিয়ে গেলো।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

মেলমুটকিড বলেছেন: মজা পাইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.