নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌফিকতুহিন

আমার ব্লগ হবে গঠনমুলক ও সুশীল।

তৌফিকতুহিন › বিস্তারিত পোস্টঃ

চিনিলো কেমনে?

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫২

আইয়ুবের আমলে সে জনগনের ভোটাধিকার না দিয়ে বেসিক ডেমোক্রেট মেম্বার বা বিডি মেম্বার বলে কতগুলো টাউট লোকের সৃষ্টি করেছিলো।এরাই প্রথম আবহমান গ্রাম-বাংলার লোকদের মামলা-মোকদ্দমার সাথে পরিচয় ঘটান।কিছু বললেই মামলা,কিছু ঘটলেই মামলা,মানে এক কথায় মামলায় মামলায় সব সয়লাব করে ফেলেছিলো।



সেসময় এক বিডি মেম্বারকে এক ক্ষিপ্ত মহিষ গুতিয়ে মেরে ফেলে।তো পরের দিন,ইত্তেফাকে এটা প্রকাশিত হয় এই শিরোনামে"চিনিলো কেমনে"।খবরে ছাপা হয়,বিডি মেম্বাররা যে জনজীবন অতিস্ট করে ফেলেছে,সেটা সমস্ত জাতি জানে।কিন্তু মহিষটা কিভাবে জানলো?তাই ইত্তেফাকের সাধু ভাষায় তাদের ট্র্যাডিশন অনুযায়ী রিপোর্টিং ছিলো,মহিষটা বিডি মেম্বারকে চিনিলো কেমনে? - (ফয়েজ আহমেদের মধ্যরাতের অশ্বারোহী থেকে)।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: আমি এই গল্পটা বড় মামার কাছে অনেক বার শুনেছি।
তাই আমার নিজেরো মুখস্থ হয়ে আছে।

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৮

তৌফিকতুহিন বলেছেন: আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.