![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরুর দালাল বলতেছে,মামু আপনি এটা লিয়ে নেন।হামি বুইলছি ইরকম দুধাবাল বলদ আপনে পুরা বাজারে দুইটা পাবেন না।ইটা হামাদের চাঁপাইয়ের(চাঁপাই নবাবগঞ্জ) সলিড গরু।
আরে রাখো তোমার সলিড গরু।গরু তো দেখতেছি ঝিমাইতেছে।শ্বাস-প্রশ্বাসও তো খুব লম্বা লম্বা করে নিতেছে।সত্যি করে বলোতো,এটারে কি তোমরা ইঞ্জেকসন টিঞ্জেকসন দিছোনি কোন?আমার তো মনে লাগে,এটারে বাজার থেকে নিতে রাস্তায়ই মরতে পারে।
মামা,ইগলান কি বলেন,হামি গ্যারান্টি দিলাম এর।লম্বা রাস্তায় জার্নিতে গরু হয়রান,অন্য কিছু লয়।এর পর কিছুমিছু হলে আল্লার কিরে আপনাকে হামার বিবি দিয়ে দিবো,আপনি লিয়ে লিবেন।
মিয়া,আর কোন খেয়ে দেয়ে কাম নাই।এমনিতেই তো টাকা দিয়ে গরু কিনে সেই গরু মারা গেলে আমার বিবি আমার জীবন বরবাদ করে দেবে,তার উপর তোমার বিবিরে নিয়ে হাজির হলেতো ঐ মরা গরুর সাথে আমারে কবর দিয়ে দিবে।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫
তৌফিকতুহিন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
আজমান আন্দালিব বলেছেন: হাহাহা...