নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌফিকতুহিন

আমার ব্লগ হবে গঠনমুলক ও সুশীল।

তৌফিকতুহিন › বিস্তারিত পোস্টঃ

উনি বলেছেন,উনি রাজনীতি করবেন।

২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

আমি এক লোকেরে চিনি,যিনি দারুন পশু-পাখি প্রেমিক।উনি পশু-পাখির কস্ট কোনক্রমেই সহ্য করতে পারেন না।উনার প্রিয় খাদ্য হলো সকালে ছাগলের পায়া দিয়ে নান।আবার গরুর নলাও উনার খুব প্রিয়।অনেকবার গরুর নলার ভিতর থেকে নরম মজ্জা বের করতে গিয়ে ঝাঁকানির সময় উনার চিনা মাটির প্লেট ভেঙ্গে গিয়েছে।এছাড়া মুরগীর রান থেকে উনি মাংশ অদ্ভুত দক্ষতায় ফুলের মতো করে খুলে খেয়ে ফেলেন।আর হাড্ডিটা চুষে চিবিয়ে মজ্জা বের করেন।



কিন্তু অদ্ভুত!উনার সামনে কোন পশু-পাখিকে নির্যাতন উনি সহ্য করেন না।উনার একটা কাঠ বা গাছ চেড়াবার টিম্বার আছে।সেটার নাম এভারগ্রীন টিম্বার।উনি সামনে নাকি রাজনীতি করবেন।আমাকে জানিয়েছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

বোধহীন স্বপ্ন বলেছেন:
কে সে??

২| ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

পানকৌড়ি বলেছেন: আসলে রাজনীতিতো তারাই করে । জনগণের হাড় গোস্ত চিবিয়ে খায় আবার মায়া কান্নাও করে ।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৩

তৌফিকতুহিন বলেছেন: হুম।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

টুনা বলেছেন: জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্য আন্দোলন X( X( । আর এই আন্দোলনে জনগনের চামড়া দিয়ে ডুগডুগি বানিয়ে আনন্দ করছে আমাদের রাজনীতিবিদরা। এদের কাছে সাধারণ পাবলিকের সন্তানদের বার্ষিক পরীক্ষার কোন চিন্তা নেই কিন্তু ও লেবেল পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকে। একজন ক্ষমতায় যেতে মরিয়া অন্যজন ক্ষমতা আঁকড়ে থাকতে মরিয়া। তারাই আমাদের মঙ্গল চিন্তায় মায়া কান্না করে। গরীবের উপর ট্যাক্স বাড়িয়ে দেয় কিন্তু নিজেরা বিলাসবহুল গাড়ী ট্যাক্স ফ্রি কোটায় নিয়ে আসে।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

তৌফিকতুহিন বলেছেন: রাস্ট্রের সব নাগরিককে যেখানে অভিন্ন সুবিধা দেয়ার কথা সেখানে এই এমপি রা শুল্কমুক্ত গাড়ী আনে,এটা পৃথিবীর কোথাও নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.