নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌফিকতুহিন

আমার ব্লগ হবে গঠনমুলক ও সুশীল।

তৌফিকতুহিন › বিস্তারিত পোস্টঃ

তুঘলকি কান্ডের সেই বাদশাহ তুঘলক।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

দিল্লীর বাদশাহ মুহম্মদ বিন তুঘলক বিখ্যাত ছিলেন তার পাগলামী ও উন্মুক্ততার জন্য।ছিলেন খামখেয়ালি ও অত্যাচারী শাসক।তার পাগলামীর জন্যই বাংলা ভাষায় তুঘলকি কারবার কথাটি এসেছে।তিনি একবার হঠাত করে ঠিক করলেন,রাজধানী নিরাপদ জায়গা দিল্লী থেকে মধ্য প্রদেশের দেবগিরিতে পাহাড়ের মাঝে নিয়ে যাবেন,সবাই আপত্তি জানালো।এবং হাতে হাতে ফলও পেলো।অতঃপর দেবগিরিতে গিয়ে তার নাম দিলেন দৌলাতাবাদ।এটি এখন ভারতের ঔরঙ্গাবাদের কাছে।



মাত্র ৬ মাস থেকে তার মন উঠে গেলো।তিনি আবার দিল্লী যাবার প্লান নিলেন আর মত প্রকাশ করলেন- একমাত্র জংলী লোক ছাড়া কোন লোক এখানে থাকতে পারে না।সবাই একবাক্যে রাজি হলো।ঐ রাতেই অর্ধেক নগরী সুর্য উঠার আগে রওয়ানা দিয়ে দেয়।অথচ এটি নির্মান করতে গিয়ে উনি রাজকোষ খালি করে রাষ্ট্রে দূর্ভিক্ষ এনেছেন।তুঘলক বাদশা ভাবলো,যাবোই যখন তখন এতোদিন ধরে যে পার্বত্য ডাকাতটা জীবন অতিস্ট করেছিলো তার একটা হেস্তনেস্ত করেই যাই।অতএব ডাকাতের পিছু নিলেন।ঐ ডাকাত রাজস্থানের মরুভূমির দিকে পালিয়ে গিয়ে ডুব মারলো।সবাই মাস ছয় ঐ ডাকাতের পিছে ঘুরে স্বাস্থ্য তিনভাগের দুইভাগ হারিয়ে সিন্ধু নদের দিকে পেরিয়ে আবার পুবমুখী হয়ে দিল্লীর পথ ধরলো।



এদিকে সিন্ধুনদে পাওয়া গেলো এক তেল চকচকা ভিগু মাছ(আমাদের ইলিশের জাত ভাই)।এটি দেখেই তুঘলকের মাথা খারাপ হয়ে গেলো,সে এটি এখনই খাবে।রাজকীয় কবিরাজ নিষেধ করলো,উনি জানালেন সবাই মরুভূমিতে পায়চারী করার সময় যে স্বাস্থ্য হারিয়েছে,তাতে এখন চোখের ক্ষুধায় এটি খেলে নির্ঘাত প্রান হারাবে।অতপর তারা খেলো এবং প্রানটা খোয়ালো।বাদশাও গেলো।



আরেকবার তুঘলক বাদশা সকালে উঠে দূর্গের বারান্দায় এসে শুনলো,পুরো শহর কান্নাকাটি করছে।উনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার?প্রহরীরা জানালো,হুজুর শহরে গুজব রটেছে,আপনি মারা গেছেন?তিনি হুকুম দিলেন,যারা গুজবে কান দেয়,তাদের নির্বিচারে হত্যা করা হোক।আদেশ পালিত হলো।অগনিত নগরবাসী নিহত হলেন।



তো এহেন বাদশা যখন অবশেষে মারা গেলেন এবং তার খবর এসে দিল্লীতে পৌছলো।তখন শহরের অবস্থা শোচনীয়,আগের রাতে রওয়ানা দেয়া সেইসব লোকেরা এসে তাদের দখলদারীত্ব বুঝে নিচ্ছিলো আর অভিশাপ দিচ্ছিলো তুঘলককে।আর যারা দখলদারিত্ব হারাচ্ছিলো,তারাও অভিশাপ দিচ্ছিলো তুঘলককে।এই দুই গ্রুপের অভিশাপের সাথে যুক্ত হচ্ছিলো,ঐ গুজব শুনে কান্নাকাটি করা নিহত লোকদের আত্নীয়দের অভিশাপ।সাথে বিপুল ক্ষুদ্ধ জনগন।



ঐতিহাসিক জিয়াউদ্দীন বরনী ঘটনাকে এভাবে বলেছেন,অতঃপর অত্যাচারী তুঘলক বাদশা মরিয়া ক্ষুদ্ধ জনগন হতে রেহাই পেলেন আর ক্ষুদ্ধ জনগন রেহাই পেলেন অত্যাচারী পাগল তুঘলক বাদশা থেকে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০২

ম্যাংগো পিপল বলেছেন: আমরা কবে রেহাই পাবো ?

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

তৌফিকতুহিন বলেছেন: হুম।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৩

পাঠক১৯৭১ বলেছেন: তুঘলক সে সময়ের জন্য ও এ সময়ের জন্য খুবই বিচক্ষণ রাজা ছিলেন; তী বারবার রাজধানী পরিবর্তন করেছিলেন শত্রুর আক্রমণ ঠেকাতে।

আোরতনীতি কি বলে, রাজকোষ শুন্য হলে দেশে দুর্ভিক্ষ হয়? আপনার মতো বেকুব ইতিহাসে নেই।

রাজকোষ থেক খরচ হলে টাকা মানুষের হাতে যায়, মানুষের অবস্হা ভালো হয়। আপনি বেকুব লোক।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

তৌফিকতুহিন বলেছেন: সবাই কি বুদ্ধিমান হয়?এই যেমন ধরেন আপনি বুদ্ধিমান,কিন্তু আমি বেকুব।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

দূর আকাশের নীল তারা বলেছেন: বর্তমানে আমাদের দেশে দুই তুঘলকী নারী আর এক শয়তান বাস করে। শয়তানের শয়তানী আমরা ৭১ থেকে দেখে আসছি। কিন্তু সেই শয়তানকে দুই তুঘলকী নারী এখন ক্ষমতায় আরোহনের সিড়ি হিসাবে ব্যবহার করে।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

তৌফিকতুহিন বলেছেন: হুম।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

আহলান বলেছেন: তুঘলোক যুগে যুগে ...

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৪

তৌফিকতুহিন বলেছেন: হুম।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

HHH বলেছেন: ওদের তো ভাগ্য ভাল মুক্তি পাইছিল, আমরাকবে মুক্তি পাবো

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

তৌফিকতুহিন বলেছেন: ?

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

এম এ কাশেম বলেছেন: তুঘলোক তো আমাদের দেশে ও
কি করা যায় বলুন তো?

১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

তৌফিকতুহিন বলেছেন: ?

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :D
ব্যাপক জ্ঞান লাভ করলাম

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০

তৌফিকতুহিন বলেছেন: ধন্যবাদ।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

আছিফুর রহমান বলেছেন: পুরাই একটা তুঘলকী কান্ড।
কয়েক দিন পর হবে হাসিনা কান্ড, খালেদা কান্ড।
আর ডিগবাজির অপর নাম, তো হয়েই গেছে এরশাদ।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫

তৌফিকতুহিন বলেছেন: হ ।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২০

ড. জেকিল বলেছেন: ইলিশ এর জাত ভাইরে খাওয়ার পরে রোগে আক্রান্ত হয়ে মারা পরছিলো নাকি ?

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

তৌফিকতুহিন বলেছেন: হ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.