নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌফিকতুহিন

আমার ব্লগ হবে গঠনমুলক ও সুশীল।

তৌফিকতুহিন › বিস্তারিত পোস্টঃ

মোঁচ সমাচার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭

আজ হঠাত করে আমার পুরাতন কাগজ-পত্রের মধ্য থেকে আমারই একটা ৮ম শ্রেনীতে পড়াকালীন একটা ফটো পেলাম।সেটা দেখে আমার স্ত্রী খুবই হাসাহাসি ও টিপ্পনি দিচ্ছে।সে মনে হয় অনেকদিন পর আমাকে ঢিঢ করার একটা উপলক্ষ্য পেলো।সে আমার তখনকার যে হালকা মোঁচের রেখা ফটোটাতে ফুটে উঠছে,সেটা নিয়ে বেশী মজা পাচ্ছে।



এই মোঁচের এই অবস্থাকে আমাদের স্কুলের হুজুর স্যার বলতো পেখম তোলা।তার নিজের নোয়াখালির ভাষায়"হেতের তো দেখি মোঁচে পেখম তুলছে"।



প্রয়াত হুজুর স্যার ক্লাসের মধ্যে একটু বয়স্ক ছাত্রদের সবার সামনেই বলতো,উরি বাউরে,হেতের তো মোঁচে পেখম মেলি গেছে।যাকে বলা সে তখন সব ছেলেমেয়ের সামনে প্রায় অজ্ঞান।



আর আমাদের অংকের নুরুজ্জামান স্যার যদি ক্লাসে কেউ অগোছালো,নোংরা হয়ে যেতো,তাকে বলতো,দেখি তো মনে হয়,শুয়োরের শুয়োর ইগা(এটা) গাত্তার(গর্ত) তে উডি(উঠে) আইছে।



উফ! কি এক জীবন আছিলো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

ভিটামিন সি বলেছেন: আমার ভচ ইন্ডিয়ান তামিল। তামিলরা সবাই মোচ উঠার পর থেকেই মোচ রাখে। তামিল মেয়েরা নাকি মোচ ছাড়া ছেলে পছন্দ করে না। তো যখন আমি এই ভচের আন্ডারে জয়েন করলাম, আমার তো মোচ নাই, এইটা দেখে সে নেক্সট উইকএন্ডে তার মোচ কাইট্টালাইছে। এখন সে মোচ ছাড়া কালা বিলাই। যখন ইন্ডিয়া যায়, তখনই মোচ রাখে। আবার ফিরে এসেই কেটে ফেলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.