![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরীক্ষার খাতায় বানিয়ে বানিয়ে লেখার জন্য আমাদের দুই বন্ধু সিদ্ধহস্ত ছিলেন।এর মধ্যে রফিকের কথাই বলা যাক।এসএসসিতে আমাদের ভাব-সম্প্রসারন এসেছিলো-বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে ।আমিও যথাক্রমে লেখা শুরু করলাম।বেশীরভাগ জনেরই সেটা কমন ছিলো।যেহেতু রফিক আমার সামনে ছিলো,তো তার খাতা কিছুটা দেখা যাচ্ছিলো।সে শুরু করেছিলো একেবারে ভাব-সম্প্রসারনের আপ্ত-বাক্যটি দিয়ে,যেনো -বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে- এই কথাটি আরবীতে ছিলো,আর সে বাংলা অনুবাদ করেছে।
সে লিখলো,উপরের এই কথাটির মানে হলো,বনের পশু বনেই অধিক সুন্দর আর মায়ের শিশু মায়ের কোলে।এখন যদি বনের পশু মায়ের কোলে আর মায়ের শিশু বনের কোলে দেয়া হয়,দুটোই মারা যাবে।এরপর সে শুরু করলো,পৃথিবীর সেই সেই উদাহরন,যা স্মরনাতীত কাল থেকে সবাই জানে,এবং সেটাই সে আবার মনে করিয়ে দিচ্ছে।যাতে সবার মনে গেথে যায়।সে পৃথিবীর কি কি কার কোলে সুন্দর আর কি কি অসুন্দর তার একটা দুই-তিন পৃষ্টাব্যাপী লিস্ট দেয়।
আমার ধারনা,যেই পরীক্ষক এই খাতা কেটেছিলো,সে এটা দেখে মুখে গ্যাজলা উঠে মিরকি ব্যারাম উঠে সেই খাতার উপর মরে পড়েছিলো।
১৪ ই মে, ২০১৪ রাত ১২:৫৫
তৌফিকতুহিন বলেছেন: আচ্ছা।
২| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
স্পেলবাইন্ডার বলেছেন:
১৪ ই মে, ২০১৪ দুপুর ২:২৯
তৌফিকতুহিন বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৭
আল মামুনুর রশিদ বলেছেন: ভাই আমিও এসব করতাম।