![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আব্দুল মান্নান তার স্ত্রীর হাতে খুব কমই টাকা দিতেন। নিজেই সব বাজার-সদাই করতেন । প্রচুর রাগারাগিও করতেন। তারপর একদিন রাজনীতি করে জেলে গেলেন ।এখন তার স্ত্রীর কাছে দলীয় লোকেরা সংসারের খরচ পৌছে দেন । আসলে তার স্ত্রী এতোগুলো নগদ টাকা আগে কখনো হাতে পেতেন না।আর বাড়তি পাওনা এখন আর স্বামীর রাগারাগি নেই। একটা শুনশান নিরবতা । তার স্ত্রীর খুব একটা খারাপ লাগে না। বরং তিনি ভাবেন,বাহ ! রাজনীতি তো বেশ জিনিস!
এখন তিনি বুঝতে পারেন, কেনো কেউ একজন দুনিয়ার সব মানুষ মেরে ফেলবেন তবুও গদি না ছাড়ার জন্য অটল থাকবেন। কিসের নির্বাচন আর কিসের লজ্জা!
০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:১১
তৌফিকতুহিন বলেছেন: হুম ।
২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:১৩
মামুন রশিদ বলেছেন: বাহ, রাজনীতির অন্য একটা দিক সুন্দর করে তুলে ধরলেন ।
০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:১২
তৌফিকতুহিন বলেছেন: ঠিক।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন তিনি বুঝতে পারেন, কেনো কেউ একজন দুনিয়ার সব মানুষ মেরে ফেলবেন তবুও গদি না ছাড়ার জন্য অটল থাকবেন। কিসের নির্বাচন আর কিসের লজ্জা!
অনুগল্পে বিশাল বাঁশ