নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌফিকতুহিন

আমার ব্লগ হবে গঠনমুলক ও সুশীল।

তৌফিকতুহিন › বিস্তারিত পোস্টঃ

আমার বন্ধু হারুন।

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:৫৪

আমার বন্ধু হারুন শুধু আমারই না, মোটামুটি সবার প্রিয়। সে তাবলিগ করে।বেজায় সহজ সরল। সে মাঝে মাঝে একটা কথা বলবে,যার রেশ বন্ধুদের মধ্যে অনেকদিন থাকে ।সে অনেকদিন পর পর একটা গল্প বলবে, যা যারা শুনেছে তারা ভুলতে সময় লাগবে। আমার এখন মনে নাই,তবে কায়সার ভাই কিছু গল্প মনে রাখতে পারে।এহেন হারুন প্রায় কথায় কথায় বলে সে কোনঠাসা।এই কোনঠাসা আর আদ্যপ্রান্ত কথাটা তার বেশ প্রিয়।

ছোটকাল থেকে আমরা যেকোন ব্যাপারে তার কাছে গেলে সে প্রথমেই জানায়,সে কিরকম কোনঠাসা।এই জন্য পিকনিক বা অন্য যেকোন ব্যাপারে তাকে জানালে সে আগে নিশ্চিত হয় টাকা-পয়সার ব্যাপার আছে কিনা। সেটা থাকলেই সে জানায়, আমরা কি জানি না,সে কিরকম কোনঠাসা।একটি টাকাও তার পক্ষে দেয়া সম্ভব না। আর যদি শুনে পিকনিক ট্যুর বিনা পয়সার।তাহলেও সে জানায়, যদিও পরিস্থিতি অত্যান্ত কোনঠাসা ,তবুও আমাদের দিকে চেয়ে সে যাবে।

বেশ কিছুদিন আগে এই হারুনকে মাঝরাতে মোবাইলে কেউ একজন ফোন করে জানায়,সে গ্রামীন ফোন থেকে বিশেষ বোনাস পুরষ্কার হিসেবে ৭৫০০০ টাকা পেয়েছে।এখন যেই নাম্বার থেকে ফোন এসেছে সেইখানে ১২০০০টাকা বিকাশ করলেই সে তার বোনাস টাকাটা পেয়ে যাবে। কিন্তু হারুন সেই কাস্টমার কেয়ারকে যথারীতি জানায় সে কিরকম কোনঠাসা। তাই তারা কি কস্ট করে তাকে ১২০০০টাকা ডিডাক্ট করে ৭৫ হাজারের বাকি টাকা ৬২ হাজার তাকে বিকাশ করে দেবে। এরপরই সেই কাস্টমার কেয়ার আর মেজাজ ঠিক রাখতে না পেরে তাকে এই মাঝরাতে অকথ্য ভাষায় গালাগালি করে। হারুন যতোই বলে সে সহজ সরল লোক,ততোই তারা ক্ষেপে আরো জঘন্য সব গালাগালি করে। হারুন খুব মর্মাহত হয় এদের ব্যবহারে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.