|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
বইভক্ত বন্ধুরা, 
ঢাকার মিরপুরে কারা কারা আছেন?
আমি আপনাদের তিনটা লাইব্রেরির সন্ধান দিচ্ছি!
লাইব্রেরিতে বসে বই পড়তে পারবেন, বাসায় নিয়ে পড়তে পারবেন।
সাথে বোনাস হিসাবে ভ্রাম্যমাণ লাইব্রেরির মিরপুরের রুটিন ... 
১. আলোঘর লাইব্রেরী
মিরপুরের সবচে সমৃদ্ধ লাইব্রেরি “আলোঘর লাইব্রেরী”। প্রায় ৭,০০০ বই আছে আলোঘর লাইব্রেরীতে। দেশি-বিদেশি বইয়ের মাধ্যমে আলোঘর তার সংগ্রহশালা সমৃদ্ধ করছে। এখানে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মজীবনী, ভ্রমণ কাহিনী, ধর্মীয় বই, গবেষণাধর্মী বই, অনুবাদ গ্রন্থ ইত্যাদি। এছাড়া বিভিন্ন পাঠ্যবইও পাওয়া যায়। সকল জাতীয় দৈনিক পত্রিকা পড়ার ব্যবস্থা আছে। এছাড়া ৫টি জাতীয় দৈনিক পত্রিকার গত কয়েক বছরের সকল সংখ্যা সংরক্ষিত আছে। বিভিন্ন ম্যাগাজিনের ভাল সংগ্রহ আছে আলোঘর লাইব্রেরিতে। 
যে কেউ আলোঘর লাইব্রেরীর সদস্য হতে পারবে। বাসায় বই নিয়ে পড়ার জন্য কোন সিকিউরিটি মানি রাখতে হয় না বা বই প্রতি কোন ভাড়া নেই। কোন মাসিক বা বাৎসরিক চাঁদা নেই। শুধু সদস্য হওয়ার সময় এককালীন ২৫ টাকা দিতে হয়, সারা জীবনের জন্য, এবং বই হারিয়ে ফেললে পাঠককে নতুন বই বা তার মূল্য পরিশোধ করতে হয়। 
একসাথে প্রায় ৬০ জন পাঠক আলোঘর লাইব্রেরীতে বসে বই পড়তে পারেন। আলোঘর ছুটির দিনসহ সপ্তাহের সাতদিনই খোলা থাকে। সকাল ৯:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত খোলা থাকে। তবে শুক্রবার দুপুর ১২:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত জুম্মার নামাজের জন্য বন্ধ থাকে। 
লাইব্রেরিটি একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান “দিশা” কতৃক প্রতিষ্ঠিত। মিরপুর দুয়ারীপাড়া বাসস্টপ থেকে ঢালের দিকে যেতে হাতের ডানে মেইন রোডের পাশে আলোঘর লাইব্রেরী, ওয়াসা স্টাফ কোয়ার্টারের উলটোদিকে। 
সহজে পৌঁছানর জন্য লাইব্রেরিটি গুগল ম্যাপে দেখুনঃ
https://plus.google.com/107116698639328608482 
[.......]
২. সৃষ্টি পাঠোদ্যান
মিরপুরের অনেক পুরনো একটি লাইব্রেরি “সৃষ্টি পাঠোদ্যান”। প্রায় ৩,০০০ বই আছে এই লাইব্রেরীতে। উল্লেখযোগ্য জাতীয় দৈনিক পত্রিকা পড়ার ব্যবস্থা আছে। বিভিন্ন এক্সক্লুসিভ ম্যাগাজিনের উল্লেখযোগ্য সংগ্রহ আছে। 
যে কেউ লাইব্রেরীর সদস্য হতে পারবে। একসাথে মোট ২০ জন পাঠক লাইব্রেরীতে বসে বই পড়তে পারেন। বই প্রতি কোন ভাড়া নেই, তবে বাসায় বই নিয়ে পড়ার জন্য কোন সিকিউরিটি মানি রাখতে হবে। অল্প কিছু মাসিক চাঁদা আছে। সেটাও অনেকে দিতে চান না। ফলে ব্যাক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত এই লাইব্রেরির অস্তিত্ব হুমকির সম্মুখীন। প্রতিষ্ঠাতা হলেন আশরাফুল আলম সিদ্দিক। বাজেটসল্পতার জন্য এই লাইব্রেরি কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে বলা মুশকিল, সবচে ভাল হয় প্রথম দিন যাওয়ার পূর্বে +8801711310483 নম্বরে ফোন দিয়ে জেনে নিলে। রূপনগর আবাসিক এলাকার ১৯ নম্বর সড়কে তা অবস্থিত। 
সহজে পৌঁছানর জন্য লাইব্রেরিটি গুগল ম্যাপে দেখুনঃ
https://plus.google.com/113577651182029505221 
[.......]
৩. আত্মবিকাশ পাঠচক্র
মিরপুর ১২ নম্বর সি ব্লকে মসজিদের ঠিক কোনাকুনি প্লটে অল্প একটু জায়গা নিয়ে স্বল্প পরিসরে গড়ে উঠেছে এই লাইব্রেরি।সম্ভবত এলাকার অবসরপ্রাপ্ত মুরুব্বিদের উদ্যোগে তা এক দশকেরও পূর্বে প্রতিষ্ঠিত।
যে কেউ লাইব্রেরীর সদস্য হতে পারবে। একসাথে মোট ১০ জন পাঠক লাইব্রেরীতে বসে বই পড়তে পারেন। বই প্রতি কোন ভাড়া নেই, তবে বাসায় বই নিয়ে পড়ার জন্য কোন সিকিউরিটি মানি রাখতে হবে। অল্প কিছু মাসিক চাঁদা আছে, শিক্ষার্থীদের জন্য অর্ধেক। 
সহজে পৌঁছানর জন্য লাইব্রেরিটি গুগল ম্যাপে দেখুনঃ
https://plus.google.com/111075837554554696478
[.......][.......][.......]
আমি নিজে একসময় এই তিনটি লাইব্রেরির ক্ষুধার্ত পাঠক ছিলাম, পাশাপাশি বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির। অবশ্য উল্লেখিত কোন লাইব্রেরিতে ব্যস্ততার জন্য ২০১৫ হতে, এবং কিছু লাইব্রেরিতে আরও আগে হতে আর যাওয়া হয়নি। এখানে মিরপুর এলাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির যেই বাসটি নিয়মিত আসে, তার রুটিন দিয়ে দিচ্ছি। 
শনিবার: 
@ বিসিআইসি কলোনী, চিড়িয়াখানা রোড, মিরপুর-১ : বিকাল ৩টা হতে ৪টা, 
@ আনসার ক্যাম্প (বাস স্ট্যান্ডের পাশে) মিরপুর-১ : বিকাল ৪টা হতে ৫টা, 
@ কল্যাণনপুর হাউজিং এস্টেট : বিকাল ৫টা হতে ৬টা, 
@ ডি টাইপ কলোনী, পাইকপাড়া, মিরপুর : বিকাল ৬টা হতে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত, 
@ বি.এ.ডি.সি কলোনী, মিরপুর : সন্ধ্যা ৭:৩০ হতে ৮ টা পর্যন্ত 
রবিবারঃ
@ ঈদগাহ মাঠ,মিরপুর – ১ : বিকাল ৩টা হতে ৪টা, 
@ শেরে বাংলা জাতীয় ষ্টেডিয়াম, মিরপুর-২ : বিকাল ৪টা হতে ৫টা, 
@ ইনডোর স্টেডিয়াম, মিরপুর-৬ : বিকাল ৫টা হতে ৬টা, 
@ আরামবাগ, মিরপুর : বিকাল ৬টা হতে সন্ধ্যা ৭টা, 
@ শিয়ালবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ : সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা, 
@ ঢাকা কমার্স কলেজ, মিরপুর-১ : রাত ৮টা হতে ৯টা পর্যন্ত 
সোমবারঃ 
@ পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী : বিকাল ৩টা হতে ৪টা, 
@ ইস্টার্ন হাউজিং, (পল্লবী ২য় পর্ব), মেইন রোড : বিকাল ৪টা হতে ৫টা, 
@ ইস্টার্ন হাউজিং কমপ্লেক্স : বিকাল ৫টা হতে ৬টা, 
@ ঈদগাহ মাঠ, ডি ব্লক, মিরপুর-১২ : বিকাল ৬টা হতে সন্ধ্যা ৭টা, 
@ ঈদগাহ মাঠ, (লাল মাঠ), সি ব্লক, মিরপুর-১২ : সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা, 
@ সাংবাদিক আবাসিক এলাকা, কালসী রোড, মিরপুর : রাত ৮টা হতে ৯টা পর্যন্ত 
বুধবারঃ
@ মোহাম্মদপুর কৃষি মার্কেটের বিপরীত দিকে : বিকাল ৩টা হতে ৪টা, 
@ শেরে বাংলা নগর কলোনী : বিকাল ৫টা হতে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত, 
@ আগারগাঁও তালতলা কলোনী : সন্ধ্যা ৬.৩০ হতে রাত ৮টা, 
@ আগারগাঁও নিউ কলোনী : রাত ৮টা হতে ৯টা পর্যন্ত 
বৃহস্পতিবারঃ 
@ মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল, সাউথ গেট : বিকাল ৩টা হতে ৪টা,
@ মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, শ্যামলী : বিকাল ৪টা হতে ৫টা, 
@ তাজমহল রোড, মোহাম্মদপুর : বিকাল ৫টা হতে ৬.৩০ পর্যন্ত
শুক্রবারঃ 
@ হাউজিং ষ্টাফ কোয়ার্টার, মিরপুর-১৪ : সকাল ৯টা হতে ১০টা, 
@ হারমান মেইনার স্কুল, মিরপুর-১৩ : সকাল ১০টা হতে ১১টা, 
@ গোল্ডেন এনজেল স্কুল, ব্লক সি, মিরপুর-১০ : সকাল ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত 
ধন্যবাদ,
তাওহীদুর রহমান ডিয়ার 
 ১ টি
    	১ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৫:৪৮
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৫:৪৮
তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: পুনশ্চঃ আপনাদের কারো বাসা যদি এই লাইব্রেরির আশেপাশে হয়, তবে মোবাইলের ক্যামেরায় ছবি তুলে গুগল ম্যাপে দিতে পারেন, ভবিষ্যতে অন্যদের কাজে লাগবে। আর যদি আপনার উইকিপিডিয়া-য় কিভাবে ইংরেজি ও বাংলায় প্রবন্ধ তৈরি করতে হয়, তা জানা থাকে তবে এই তিনটি লাইব্রেরি নিয়ে আর্টিকেল করতে পারেন, ভবিষ্যতের অনুসন্ধানীর কাজে লাগবে। আমি বহু পূর্বে উল্লেখিত প্রথম লাইব্রেরির একটি লিঙ্ক https://en.wikipedia.org/wiki/Aloghar_Library পেয়েছিলাম, এখন তা উধাও!