নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি WordPress.org তে একজন PlugIn Developer এবং আমার ঠিকানা হল https://profiles.wordpress.org/tawhidurrahmandear/

তাওহীদুর রহমান ডিয়ার

তাওহীদুর রহমান ডিয়ার › বিস্তারিত পোস্টঃ

করোনাতে প্রথম মৃত্যুর পর সেই ব্যাক্তির জানাজা, আর "আমাকে মসজিদে যেতেই হবে"

২০ শে মার্চ, ২০২০ রাত ২:২৯







ছবিগুলো ইন্টারনেট থেকে পেলাম। বাংলাদেশে করোনাতে প্রথম মৃত্যুর পর সেই ব্যাক্তির সম্ভবত জানাজা-ও হয়নি। ভয়ে কেউ কাছে যায় নাই। একজন ম্যাজিস্ট্রেট দূর থেকে শুধু মনিটর করেছেন। লাশের সংখ্যা আরও বাড়লে গণকবর হবে। এমনকি দাফনের লোকের সংকটে পরবেন। হয়ত চাইনিজ স্টাইলে পুড়িয়ে ফেলতে পারে - যাতে বিপুল সংখ্যক লাশের থেকে জীবাণু ছড়াতে না পারে।

ইটালি থেকে মেয়ে বেড়াতে এসেছিল। যে কিনা হোম কোয়ারিন্টিনের নিয়ম মানে নাই। ফলে বাংলাদেশে অবস্থানরত বাবা এই ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আর মেয়ে সুস্থ হয়ে ইটালি ফিরে যায়। পিছনে বাবাকে 'খুন' করে চলে গেলো।

যিনি মারা গেলেন, ইনিও মসজিদে নামাজ পড়তে গেছেন, ইচ্ছামত ভাইরাস ছড়িয়েছেন।

আর নিজে মারা যাবার পর তার লাশ দেখার ভাগ্য কারো হয় নাই। নিজের পরিবারের কেউ যায় নাই। আর আত্মীয় বা প্রতিবেশী বা সহকর্মী তো শেষ দেখা দেখতে যাবার প্রশ্নই উঠে না।

আপনি কি এরকম নিজের বা নিজের পরিবারের কারো এরকম মৃত্যু চান?

যদি আপনি বিদেশে থাকেন, তাহলে ভুলেও বাংলাদেশে ফেরত আসবেন না। আর আসলেও ১৪ দিন বাসায় নিজের রুম থেকে বের হবেন না, সবার থেকে আলাদা থাকুন।

যারা মসজিদে যাবার জন্য আগ্রহ দেখাচ্ছেন, তারা কি চাচ্ছেন দলে দলে মুসলমান মারা যেয়ে মসজিদ পার্মানেন্টভাবে খালি হয়ে যাক? আপনার এই জিদে কার মুনাফা হবে? কিছুদিন ঘরে একা নামাজ পড়লে ইসলাম ধ্বংস হয়ে যাবে? যদি আপনি বা আপনার পরিবারের কেউ বিদেশ থেকে না এসে থাকেন - তাহলে ঘরে বাবা, ভাই, চাচা, দুলাভাই সবাইকে নিয়ে জামাত করলে কি সমস্যা হবে? এখানে ঈমানের পরীক্ষার কিছু নাই। বাংলাদেশের ৯০% মানুষ মুসলিম, আর বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্থ রাষ্ট্র। সারাদিন যখন দুর্নীতি চলে তখন ঈমানী জোশে কেউ কি বলছেন, "আজকে থেকে কাউকে ঘুষ দিব না, হারাম কামাই করব না। নিজের জীবন গেলে যাবে কিন্তু মুখ দিয়ে একটা মিথ্যা কথা বলব না। কোন জায়গায় অন্যায় হতে দেখলে পুলিশ, মাস্তান, প্রভাবশালী রাজনীতিবিদ যেই হোক, সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করব।"

যারা মুখে মাস্ক পরছেন না, এই কথা বলছেন যে আল্লাহ যখন মৃত্যু দিবে তখন হবে। আপনারা কি জীবনে ফার্মেসিতে যান নাই? তখন কি ঈমানের জোর ছিল না? তখন কি জন্য শুধু আল্লাহর উপর ভরসা করে প্যারাসিটামল খাওয়া বাদ দেন নাই?

করোনা-য় পূর্ন চিকিৎসা পেলে মৃত্যুর হার সাধারণত ৩% - সেটা তাও বৃদ্ধরা। আপনার পরিবারে বা আত্মীয়-স্বজনের মধ্যে বৃদ্ধ নাই? আর যারা জীবিত থাকবে তাদের ফুসফুসের পার্মানেন্ট ড্যামেজ হবে ৩০% অর্থাৎ আপনি পরবর্তীতে কোন ভারী কাজ করতে পারবেন না। সারাজীবন অল্পতেই অসুস্থ হবেন। গড় আয়ু অনেক কমে যাবে। যার বয়স এখন ২০ বা ৩০ তিনি হয়ত ৪৫ বা ৫৫ তেই বিদায় নিবেন।

সিদ্ধান্ত আপনার।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২০ রাত ২:৩৪

নেওয়াজ আলি বলেছেন: একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫২

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: বে আল্লাহ আমাদের যে মস্তিষ্ক দিয়েছে, সেটা আমরা ব্যবহার না করলে আল্লাহর অবমাননাই হবে।

২| ২০ শে মার্চ, ২০২০ রাত ২:৫৩

শের শায়রী বলেছেন: যৌক্তিক পোষ্ট, ভালো লাগা লেখায়।

৩| ২০ শে মার্চ, ২০২০ রাত ২:৫৯

চাঁদগাজী বলেছেন:


দরকারী কথা

৪| ২০ শে মার্চ, ২০২০ ভোর ৪:০১

খায়রুল আহসান বলেছেন: কথার চেয়ে ছবিগুলো বেশী ইফেক্টিভ হবে বলে মনে করি। শুধু কথায় বাঙালিরা কান দিতে চায় না।
ইটালী থেকে মেয়েটা এসে তার বৃদ্ধ বাবাকে খুন করে চলে গেল--- এ কথাটাও হয়তো অনেক বেপরোয়া ব্যক্তির মনে রেখাপাত করবে, যদি তিনি বা তারা এ লেখাটি পড়ে থাকেন।
ভাল লিখেছেন, ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৩

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: শেয়ার করেন, নিজের ফেসবুক ওয়ালে। বিশেষ করে যারা ফেসবুক চালায় না তাদের মধ্যে দেখান। যেমন আপনার বাসার গৃহকর্মী আর ড্রাইভার

৫| ২০ শে মার্চ, ২০২০ ভোর ৪:৫০

অনেক কথা বলতে চাই বলেছেন: আপনার লেখার শেষ প্যারাটা পরে মাথা ঘুরাচ্ছে। ২০% থেকে ৩০% ফুসফুস হয়ে যেতে পারে।

একটা কথা খটকা লাগলো। মেয়েটা দেশে ফেরত গেলো? যেখানে মানুষ ইতালি থেকে পালিয়ে চলে এল, সেখানে সুস্হ হয়ে আবার চলেও গেল? মানুষ কি এখন ইতালি যেতে চায় বা পারে?

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৪

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: মন্ত্ররীর নিজের বক্তব্য। ইউটিউবে ফুটেজ আছে। সে বাবার মৃত্যুর আগেই গেছে।

৬| ২০ শে মার্চ, ২০২০ ভোর ৪:৫২

অনেক কথা বলতে চাই বলেছেন: Hong Kong doctor বলছে ৩০% reduction-এর কথা।

৭| ২০ শে মার্চ, ২০২০ ভোর ৬:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: কিছু মোল্লা দেখলাম মসজিদে যাওয়ার জন্য ঈমানী জোসে খুবই চেচামেচি করছে, আবার কেউ কেউ স্বপ্নে করোনার সাথে কথা বলে তাকে ঠেকানোর ফর্মুলাও নিয়ে নিয়েছে। আবার আরেক জন দেখলাম অলরেডি স্বপ্নে পাওয়া ঔষধ বিক্রি করা শুরু করেছে। ভারতের গোমু্ত্র খাওয়া আর গোবর থেরাপির আবিস্কর্তাদের সাথে এদের বেশ ভালো মিল......দুই গ্রুপই বাস্তবতা বিবর্জিত।

৮| ২০ শে মার্চ, ২০২০ সকাল ৯:০৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ইটালী থেকে মেয়েটা এসে তার বৃদ্ধ বাবাকে খুন করে চলে গেল...............।
যৌক্তিক পোষ্ট |

৯| ২০ শে মার্চ, ২০২০ সকাল ১০:৪৬

সাগর শরীফ বলেছেন: আসলে আতঙ্ক থাকলেও বেশীরভাগ মানুষই এখনো অসচেতন। যারা সচেতন আছেন ভাগ্য তাদের সহায় হোক, আর অসেচতন মানুষদের এখনো সচেতন হওয়া দরকার! আর সেদিক থেকে ধরলে যে কোন জনবহুল স্থান পরিত্যাজ্য। আর বাকি থাকল জামায়াতে নামায! গত শুক্রবার জুম্মায় কাবাঘরে নামায পড়েছে গুটিকয়েক মানুষ! একজন মুসলমান হিসেবে এটা দেখা আসলেই অনেক কষ্টদায়ক তাতে যাই হয়ে যাক না কেন! এটা তো মানতে বাধ্য থাকতেই হবে। তাতে ধর্মীয় গোড়ামি বলেন আর যাই বলেন।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৫

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: কিছুদিন ঘরে বাবা, ছেলে, ভাই, চাচা জামাত করলে কিন্তু ইসলাম ধ্বংস হবে না।

১০| ২০ শে মার্চ, ২০২০ সকাল ১০:৪৭

ফেরদাউস আল আমিন বলেছেন: ঘটনা কোথায়, কিছুই লিখলেন না!

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৬

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: গত এক সপ্তাহের পত্রিকা পড়েননি?

১১| ২০ শে মার্চ, ২০২০ সকাল ১১:১৫

নতুন বলেছেন: সচেতন না হলে এই রোগ আরো ছড়াবে।

১২| ২০ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৬

নীল আকাশ বলেছেন: এইদেশে মানুষ কোন কালেই নিয়মকানুন মেনে চলতে চায়নি। নিয়ম ভাঙ্গা এদের স্বভাব!

১৩| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: দেশের মানুষ আসলে খুব আতংকে আছে।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৭

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: আসল আতঙ্ক শুরু হবে দুই বা তিন সপ্তাহ পর হতে।

১৪| ২০ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৬

তানভীরএফওয়ান বলেছেন: Where the oldman died? Dhaka or outside ?plz reply

২২ শে মার্চ, ২০২০ রাত ১২:১৭

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.