নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি WordPress.org তে একজন PlugIn Developer এবং আমার ঠিকানা হল https://profiles.wordpress.org/tawhidurrahmandear/

তাওহীদুর রহমান ডিয়ার

তাওহীদুর রহমান ডিয়ার › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস এর বিরুদ্ধে আমাদের সামনে ৩টি অপশন আছে।

১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৫



১. টীকা বা ঔষধ হচ্ছে স্থায়ী সমাধান। কিন্তু মনে রাখবেন, হেপাটাইটিস বি, চিকেনপক্স, যক্ষ্মা, পোলিও ইত্যাদির টীকা আবিষ্কারে দশকেরও বেশি সময় লেগেছে। এইডস ১৯৮২ তে চিহ্নিত হয় যেটা এই পর্যন্ত বিশ্বব্যাপী আনুমানিক ৩ কোটি ২০ লাখ মানুষের প্রাণ নিয়েছে। আজকে পর্যন্ত এইডসের কোন টীকা নাই।

২. দীর্ঘ সময়ব্যাপী লকডাউন একটি পুরোপুরি অসম্ভব ব্যাপার। এটা ইতিমধ্যে অর্থনীতি ধ্বংস করা শুরু করেছে। এমনকি ধরুন একটানা ৩০ দিন একটি রাষ্ট্রের সবাই কঠোরভাবে লকডাউন মেনে ভাইরাসের বিস্তার বন্ধ করল। কিন্তু পরবর্তীতে অন্যান্য রাষ্ট্র থেকে কেউ আসেন, তিনি যদি জীবাণুর বাহক হন, সেক্ষেত্রে আবার নতুন করে জীবাণু ছড়ান শুরু করবে। তাই লকডাউন উঠিয়ে "সারাজীবনের জন্য মাস্কসহ সামাজিক দূরত্ব" হবে তখন সমাধান।

৩. পরাজিতদের মত ভাগ্যর মুখোমুখি হওয়াই শেষ উপায়। কোন মাস্ক হবে না, কোন গ্লাভস হবে না, কোন প্রটেকশন হবে না। যাই ঘটুক, আমরা ভাগ্যকে বরন করব।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: করোনা নিয়ে মনে মনে Optimistic চিন্তায় থাকি । নির্দেশনা অনুযায়ী যা যা করার তাই করছি এবং প্রার্থনা তো আছেই। কিন্তু সারা বিশ্ব ব্যাপী করোনার দাপটের যেই না News দেখি, ওমনি Pessimistic হয়ে যাই । কী একটা দুরূহ মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন যাচ্ছে আল্লাহ্ মালুম ।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৩:১৫

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: আমি আশাবাদী হতে চাই। তবে সব অপশন দেখালাম।

২| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: লক ডাউনের সফলতা দুএকটা দেশ পাচ্ছে। তাই টিকা না আশা পর্যন্ত লক ডাউনই কার্যকরী সমাধান। নিয়তির হাতে আত্মসমর্পণ কোনও সমাধান নয়। WHO lock down তুলে নিতে কঠোরভাবে নিষেধ করছে।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৩:১৬

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: যাদের ফিক্সড ইনকাম আছে, তাদের পক্ষে সম্ভব। দিনমজুর টাইপ কারো কাছে অসম্ভব।

৩| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

পলাতক মুর্গ বলেছেন: আরেকটা অপশন আছে। করোনা এক্সপোজার হয়ে হার্ড ইমিউনিটি ডেভলপ করা। এই সাইডটা নিয়ে এখনও পর্যন্ত অরগানাইজড ভাবে কোন কাজ হয়েছে বলে আমার জানা নাই। তবে এই পদ্ধতি রিস্ক ফ্রি না, মৃত্যু হতে পারে।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৩:১৭

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: এখন পর্যন্ত যারা সুস্থ হয়েছে তাদের কারো এন্টিবডি তৈরি হয়নি। বরং অনেকে দ্বিতীয়বার আক্রান্ত হয়েছে।

৪| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কোথাও আশা আলো দেখতে পেলাম না আপনার লেখায়!
শেষ পর্যন্ত প্রকৃতির কাছেই সমর্পণ করতে হবে ।
প্রকৃতির প্রতিশোধ বড় নির্মম হয়।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৩:১৭

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: বাস্তবতার মুখোমুখি হই

৫| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩২

নেওয়াজ আলি বলেছেন: কবে কখন পৃথিবী স্বাভাবিক হবে আল্লাহ জানে

৬| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: করোনা মনে হচ্ছে আর্মিকে ভয় পায়। নুরু ভাইয়ের ম্যাপ তাই বলছে।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৩:১৮

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: ?

৭| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪০

ক্ষুদ্র খাদেম বলেছেন: /:) :( :((

৮| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৭

আমিনভাই বলেছেন: এমন করলে কেমন হয় সবাই PPE পরে চলাফেরা কাজ কর্ম সব করে যাচ্ছি। শুধু কর্মজীবীরা । আর পরিবারের অন্যান্য সদস্যরা খুব বেশি প্রয়োজন না হলে ঘরেই থাকবে। এমন অনেক প্রতিষ্ঠান আছে সব কর্মীরা PPE পরে কাজ করে। ঠিক সেইরকম পুরো দেশটাই। এর ভিতর যদি আক্রান্ত হয়ে যাই তাহলে ভাগ্য যা আছে তাই।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৩:১৮

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: PPE চারদিনের বেশি ভাল থাকে না। দাম অনেক বেশি। এটা সমাধান?

৯| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

নতুন বলেছেন: আজকে পর্যন্ত এইডসের কোন টীকা নাই।

করোনার টিকা আসবে কয়েক মাসের মধ্যে। কারন এটা এইডসের মতন অত জটিল ভাইরাস না।

এখন মোটামুটি সব দেশেই করনার সমাধানে কাজ করছে তাই এটার সমাধান হবে।

সব শেখ অপসন হিসেবে সবাইকে করোনায় এক্সপোজ করলে যারা সারভাইব করতে পারবে তারা এন্টিবডি তৌরি করবে এবং পরে আর আক্রান্ত হবে না। কিন্তু সেটা খুবই নিদ`য় সিন্ধান্ত। বত`মানের প্রযুক্তিতে কেউই এই পথে যাবেনা।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৩:১৯

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: এখন পর্যন্ত যারা সুস্থ হয়েছে তাদের কারো এন্টিবডি তৈরি হয়নি। বরং অনেকে দ্বিতীয়বার আক্রান্ত হয়েছে।

তবে বর্তমানের আপগ্রেডেড টেকনোলজিতে সময় কম লাগতেও পারে।

১০| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৯

সাইন বোর্ড বলেছেন: নির্ভরযোগ্য কোন যুক্তি পেলাম না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.