নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি WordPress.org তে একজন PlugIn Developer এবং আমার ঠিকানা হল https://profiles.wordpress.org/tawhidurrahmandear/

তাওহীদুর রহমান ডিয়ার

তাওহীদুর রহমান ডিয়ার › বিস্তারিত পোস্টঃ

আলবেনিয়ার সংবিধান

২৪ শে জুলাই, ২০২১ রাত ১০:০৫



আলবেনিয়া ইউরোপের একটি রাষ্ট্র। এককেন্দ্রিক সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত। অফিশিয়াল ভাষা আলবেনিয়ান। মুসলিম প্রায় ৫৯%, আর খ্রিস্টান প্রায় ১৭%, পাশাপাশি অন্যান্য বিশ্বাসের অনুসারী আছেন।

আলবেনিয়ার সংবিধান হতে আমার কিছু পছন্দের অনুচ্ছেদ সম্পর্কে জানাচ্ছি।

সংবিধান অনুযায়ী কোন রাজনৈতিক দল কোন বর্ন, ধর্ম, আঞ্চলিকতাকে উস্কে দেয়, এরূপ আক্রমণাত্মক কাঠামোতে গঠন করার সুযোগ নেই। দলের সব খরচের হিসাব জনসম্মুখে উম্মুক্ত করতে হবে।

কারো যদি কোন ছোঁয়াচে অসুখ থাকে, তাকে আটক করার সুযোগ আছে।

সংবিধান একটা রাষ্ট্রের মৌলিক ও সর্বোচ্চ আইন, যা প্রত্যেকের জানা উচিৎ। পর্যায়ক্রমে ইংরেজি বর্নমালার ক্রমানুসারে Afghanistan হতে Zimbabwe প্রতিটা রাষ্ট্রের সংবিধান সম্পর্কে আমি আপনাদের জানাব। পরের পোস্টে আলজেরিয়ার সংবিধান।

তথ্যসূত্রঃ ডুনিলেফরা


মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:



সংবিধান কোন ধরণের আইন নয়, ইহা নিয়ে আপনার ধারণা সঠিক নয়; এসব ব্যাপারে সঠিক সংজ্ঞা দিবেন সব সময়।

২৫ শে জুলাই, ২০২১ রাত ৮:২৫

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এক কথায় সব আইনের বাবা। আপনি কষ্ট করে ক্লাস নাইনের পৌরনীতি বইটা পড়েন।

২| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১০:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
BA এর উচ্চারণ ব্/ বা হয় !!
তাহলে আলবানিয়া না হয়ে আলবেনিয়া কেন!!

২৫ শে জুলাই, ২০২১ রাত ৮:২৬

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: Madhuri Dixit কে প্রশ্নটা করতে পারেন, তার নামের উচ্চারণ দীক্ষিত কেন?

৩| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১১:০০

আমারে স্যার ডাকবা বলেছেন: লেখা খুবই সংক্ষিপ্ত। আপনি সংবিধানের ধারা, অনুচ্ছেদ কিছুই উল্লেখ করেন নাই। সংবিধানের লিংক দেয়া উচিৎ ছিলো।
এমন লেখা ফেসবুকের জন্য উপযুক্ত, ব্লগে বড্ড বেমানান

২৫ শে জুলাই, ২০২১ রাত ৮:২৭

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: আমি সম্পূর্ন সংবিধান উল্লেখ করছি না। শুধু যে সকল ইন্টারেস্টিং অংশ, তা উল্লেখ করছি।

৪| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১১:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: অতিশয় উত্তম একখানি সংবিধান দেখিবার সুযোগ করিয়া দিয়া ধন্য করিয়াছেন।

২৫ শে জুলাই, ২০২১ রাত ৮:২৮

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: ধন্যবাদ। নেতিবাচক দিক-ও আছে।

৫| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১১:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আলবেনিয়ার রাজধানী মনে হয় তিরানা। এখানে মোসলমানদের সংখ্যা বেশী। এই দেশ সম্পর্কে এর চেয়ে বেশী কিছু জানতাম না। আপনার পোস্ট থেকে ওদের সংবিধান সম্পর্কে জানলাম। যে ধারাগুলির উল্লেখ করেছেন সেগুলি দরকারি মনে করে ওরা হয়তো সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। ডক্টর কামাল হোসেন সাহেবকে যদি ওরা ভাড়া করতো তাহলে উনি আরও সুন্দর একটা সংবিধান ওদের উপহার দিতে পারতো।

২৫ শে জুলাই, ২০২১ রাত ৮:২৯

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: আমি ধারাবাহিকভাবে পৃথিবীর সকল রাষ্ট্রের সংবিধান নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ইংরেজি বর্নমালার ক্রমানুসারে আসবে। বাংলাদেশের সংবিধান মোটেই সুন্দর না। অল্প কিছু অনুচ্ছেদ ভাল।

৬| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনি বাংলাদেশের সংবিধান পড়েছেন?

২৫ শে জুলাই, ২০২১ রাত ৮:৩০

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: গত বিশ বছরে পৃথিবীর প্রতিটা রাষ্ট্রের সংবিধান ১০ বারের উপরে পড়া হয়েছে।

৭| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন: সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এক কথায় সব আইনের বাবা। আপনি কষ্ট করে ক্লাস নাইনের পৌরনীতি বইটা পড়েন।

আপনি কি ক্লাশ নাইন অবধি পড়েছেন?

৮| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১:২৯

সোনালি কাবিন বলেছেন:

৯| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১:৩১

সোনালি কাবিন বলেছেন:

১০| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১:৩৩

সোনালি কাবিন বলেছেন: (২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন.....

২৬ শে জুলাই, ২০২১ রাত ৩:৪০

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: চাঁদগাজী একজন স্প্যামার। উনার কমেন্ট ও পোস্ট করার অধিকার একাধিকবার এসব কারনে ব্যান করা হয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.