![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব বেশি কিছু আসলে বলার নেই। ভালো লাগে তাই সময় পেলে দু-চার লাইন লেখার চেষ্টা করি আরকি...............
মুরুব্বিগন,
এই নবিশ গতকাল হতে সাহায্য চেয়ে চাতক পাখির ন্যায় বসে আছে কিন্তু মুরুব্বিদের তরফ হইতে কোন আওয়াজ নাই।ব্যাপারটা আমার মতো নতুন নবিশ এর কাছে বেশ খানিকটা হতাশার।তারপরেও,কুন ব্যাপার না।আবার চেষ্টা চালাই।কেও না কেও হাত বাড়াবেন পরামর্শ নিয়ে,সেই আশাতেই থাকি আপাতত।
ছোট একটা প্রশ্ন মনের আনাচেকানাচে বরই খোঁচাচ্ছে, ভাবলাম যা থাকে কপালে থাকুক,জিজ্ঞেস তো করি।এই সেম পোস্ট টা প্রথম বার করার পরে ১১ জনে ভিসিট করেছেন কিন্তু কেও কোন মন্তব্ব্য করেননি।এর থেকে আমার কি বোঝা উচিত?সাহায্যর বিষয় টা অতিব জটিল নাকি নবিশ রা কিঞ্চিৎ অবহেলিত??
যে সাহায্য টুকু চেয়েছিলাম :নামের বানান পরিবর্তন কি ভাবে করতে পারবো?
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৬
সাহসী সন্তান বলেছেন: আপনি আপনার সমস্যার কথা বিস্তারিত জানিয়ে ফিডব্যাকে মেইল করেন! আপনার ব্লগ নাম, ব্লগের ইউআরএল সহ পরিবর্তিত সঠিক নামের বানানটা উল্লেখ পূর্বক ফিডব্যাকে মেইল করেন, তাহলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে!
ফিডব্যাকের ঠিকানাঃ- [email protected]
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৫
তাজবীর আহােমদ খান বলেছেন: ভাই সাহসী সন্তান,
আপনার ঠিকানা খানি দেবেন ভাই,নিজ দায়িত্তে এসে এক কাপ চা খাওয়াইতাম। গরিবের খরা কাটাইছেন গো ভাই
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০০
তাজবীর আহােমদ খান বলেছেন: কুনো ব্যাপার না।আবার সেই আগের ঘটনার শুরু। সবাই খালি দেখেই যাচ্ছেন, অলরেডি ৮ জন,কিন্তু সাহায্যকারী :০ হা হা