![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। মাগরিবের আজানের সময় পুকুরপাড়,বাঁশঝাড়, তালগাছ, সুপারীগাছ, বাসার ছাদ অথবা অন্ধকার রুমে থাকবেন না। অস্বাভাবিক কিছু.দেখে ফেলতে পারেন।
.
২। গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল আপনার বামপাশ থেকে আপনাকে ক্রস করার চেষ্টা করছে, তবে এটাকে কোনভাবেই বামপাশ দিয়ে ক্রস করতে দেবেন না। আপনার ক্ষতি হতে পারে।
.
৩। চার রাস্তার মোড়ে গভীর রাতে একা দাঁড়াবেন না। আপনি ভুল পথে যাবেন তাহলে। অর্থাৎ, আপনাকে ভুল পথে নিয়ে যাওয়া হবে।
.
৪। যদি দেখেন, বাঁশঝাড়ের কোন একটি বাঁশ কোন কারন ছাড়াই নিচু হয়ে আছে, তবে, ওই বাঁশের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আপনার ক্ষতি হতে পারে।
.
৫। আপনি রাতের বেলা কোন লোকের পিছনেঅনেকগুলো কুকুর লাইন বেঁধে যেতে দেখেন, তবে, ভুলেও ঐ পথে যাবেন না। কারন, লোকের পিছনে কুকুর ঘুরার ব্যাপারটা অনে খারাপ কিছু নির্দেশ করে।
.
৬। ঘুম ভাঙ্গার পর যদি আপনার মনে হয় রুমে অদৃশ্য কেউ একজন আছে, তবে সাহসীকতার সাথে বিষয়টা অবহেলা করুন। আর চুপচাপ রুম থেকে বেরিয়ে যান।
.
৭। রাতে কেউ যদি আপনার নাম ধরে ডাকে, তবে ঐ ডাকে সাড়া দিয়ে বাইরে যাবেন না। যদি যান তো, আর নাও ফিরে আসতে পারেন।
.
৮। রাতে পথ চলার সময় যদি অনুভব করেন কিছু একটা আপনার পিছন পিছন আসছে,কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না, তাহলে সাহস করে পাশাপাশি কোনো কবরস্থানে ঢুকে পরুন। কবরস্থান খুবই পবিত্রস্থান।
.
৯। পুরনো খালি বাড়ি ও স্মশানঘাট যতটা সম্ভব এড়িয়ে চলুন।
.
১০। কখনোই ব্ল্যাক ম্যাজিক নিয়ে পরীক্ষা করবেন না। আপনি কি করছেন তা বোঝার আগেই আপনার অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে।
.
১১। রাতের বেলা কখনোই মাজার বা কবরের পাশদিয়ে ফুল সাউন্ডে গান বাজিয়ে গাড়ি চালাবেন না। দুর্ঘটনা ঘটতে পারে। আশা করি কথা গুলো আপনার মস্তিষ্কে রাখবেন।
(সংগ্রহীত)
সর্বদা আল্লাহকে সরন করুন, তিনিই সকল বিপদ আপদ থেকে মুক্তি দিবেন
১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:১২
তাজুল ইসলাম নাজিম বলেছেন: আপনাকে ধন্যবাদ
২| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:০৩
অপরিচিত সেই আমি বলেছেন: আমার কাছে ৮ এবং ১০ নাম্বারটাকে সঠিক বলে মনে হয়! আর গুলো আসলেই কুসংস্কার।
১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:১১
তাজুল ইসলাম নাজিম বলেছেন: কবরস্থান সত্যিই পবিত্র এটা সত্য! কিন্তু ঐ যে, কেউ একজন আসছে অথচো দেখছি না সেটাই মনের ধাধা! ব্লাক মেজিক বুঝে উঠার আগেই আপনার ক্ষতি .......বুঝতেই তো পারলাম না!
ধন্যবাদ
৩| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৯
মোঃ নেছার উদ্দিন বলেছেন: সবগুলো কুসংস্কার নয়। কিছু বাস্তবতা আছে।
১৮ ই জুন, ২০১৬ সকাল ১১:৫১
তাজুল ইসলাম নাজিম বলেছেন: শেষ মন্তব্যটি পড়!
৪| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৩
শায়মা বলেছেন: এসব পড়ে এখুনি ভয় ভয় লাগছে।
১৮ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৮
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ভয়ের কিছু নেই! মেয়েরা এখন অনেক এগিয়ে! এসবে ভয় পেলে চলে???
৫| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১১:০৭
নতুন বলেছেন: সবই কুসংস্কার না... কিছু বিষয় যৌক্তিতও..
৪। যদি দেখেন, বাঁশঝাড়ের কোন একটি বাঁশ কোন কারন ছাড়াই নিচু হয়ে আছে, তবে, ওই বাঁশের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আপনার ক্ষতি হতে পারে।
- যদি কেউ ইচ্ছা করে বাশটা টেনে নিচু করে রাখে এবং সেটা আপনি পার হবার সময় উপরে উঠে তবে সেটা থেকে আপনি আহত হতে পারেন.... --- এটাও যৌক্তিক...
৬। ঘুম ভাঙ্গার পর যদি আপনার মনে হয় রুমে অদৃশ্য কেউ একজন আছে, তবে সাহসীকতার সাথে বিষয়টা অবহেলা করুন। আর চুপচাপ রুম থেকে বেরিয়ে যান। --- যৌক্তিক<< আপনি যখন ঘুমাচ্ছেন তখন যদি কেউ রুমে ঢুকে আপনার ক্ষতিকরার জন্য তবে ??
.
৭। রাতে কেউ যদি আপনার নাম ধরে ডাকে, তবে ঐ ডাকে সাড়া দিয়ে বাইরে যাবেন না। যদি যান তো, আর নাও ফিরে আসতে পারেন।--- আগে এই ভাবে অনেকেই গ্রামে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলার ঘটনা আছে...
এই গুলির বেশির ভাগই মানুষের অভিঙ্গতার ফলে অনেক আগে থেকে প্রচলিত হয়ে এসেছে....
কালোবিড়াল/ব্লাকম্যাজিক/কাউকে দেখা..... এই সব কুসংস্কার...
১৮ ই জুন, ২০১৬ সকাল ১১:৫০
তাজুল ইসলাম নাজিম বলেছেন: আপনাকে ধন্যবাদ দিতে কৃপনতা কিসের? অসংখ্য ধন্যবাদ! আসলে চিন্তার খোরাক। কে কোন দৃষ্টি ভঙ্গিতে বিচার করে সেটাই মূল বিষয়!
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৩
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। অনেকগুলোই আজ প্রথম শুনলাম।