![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১- 'রমেল একটা চাঁদাবাজ'- এ তথ্যে কারো সন্দেহ আছে?
২- 'পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী ইউপিডিএফ গ্রুপের চাঁদা আদায় করতে গিয়ে সে দুই ট্রাকভর্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের মালামাল পুড়িয়ে দিয়েছে'- এ কাজে কারো সমর্থন আছে?
৩- 'রমেল নানিয়াচর এলাকার ত্রাস এবং উপজাতি সন্ত্রাসীদের চেয়েও নিজ থেকে অধিক চাঁদা ধার্য করা বিস্ময় বখাটে ছিলো'- এ তথ্যে কারো বিরোধ আছে?
৪- 'একটা চাঁদাবাজের নেতৃত্বে যখন আগুন দেয়া হয়। তখন অগণিত ক্ষুদ্র ব্যবসায়ীকে নিঃস্ব করায় তাকে প্রধান আসামী করে মামলা করা হয়'- এই মামলার বিরুদ্ধে কারো আপত্তি আছে?
৫- 'রমেল সেই মামলার প্রধান আসামী হিসেবে আটক করা হয়'- তার আটকে কারো কোন আপত্তি আছে?
৬- 'স্বাভাবিক ভাবেই রমেলকে জিজ্ঞাসাবাদ করা হয়, ঐ অঞ্চলে সক্রিয় উপজাতী সন্ত্রাসীদের অন্যসব গ্যাং ও সদস্যদের আইনের আওতায় আনা যায়'- এতে কারো সমস্যা হচ্ছে?
৮- 'দেশকে বিচ্ছিন্ন করার চক্রান্ত রাষ্ট্রদ্রোহী চক্রান্ত। এই কাজে যারা জড়িত থাকে তাদেরকে আশপাশের কোন দেশেই সহজ জিজ্ঞাসাবাদ করা হয়না। ভারতে দেখুন, পাকিস্তানে দেখুন!'- একজন দেশদ্রোহী চিহ্নিত পাহাড়ী সন্ত্রাসী ক্যাডারকে জিজ্ঞাসাবাদে কার কার আপত্তি থাকতে পারে?
৯- 'রমেলকে আটকের সময় সে আহত হয়। সেই আঘাতের সাথে যুক্ত হয় রমেলের হার্টের দূর্বলতা। কে না জানে, উপজাতিরা স্বাভাবিক ভাবেই মাদকাসক্ত! সেখানে চাঁদাবাজরা অবৈধ টাকার জোরে মাত্রাতিরিক্ত মাদক গ্রহন করে। সেই মাদকাসক্ত রমেল যখন দীর্ঘদিন থেকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়'- তখন তাকে সোজা দাগে 'বিচারবহির্ভূত হত্যা' বলা যায় কি?
১০- তর্কের খাতিরে একেও 'বিচার বহির্ভূত হত্যাই' ধরে নিলাম। প্রশ্ন হল, প্রতিদিন এমন অগণিত হত্যাকান্ড এদেশে ঘটছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বত্র! প্রতিদিন আমরা এসব হত্যার নিন্দা করি, কিন্তু চিহ্নিত বুদ্ধিজীবি নামক দালালগুলো নিরব থাকে। কিন্তু রমেলের মত দেশদ্রোহীর মৃত্যুতে হঠাত করে নিরব থাকা বাম বুদ্ধিজীবি গুলো এত হৈ চৈ উঠালো কেন?
#ওপরে করা প্রশ্নগুলিতে যাদের তীব্র আপত্তি আছে! তারাই হৈ চৈ করছেন। আর ঐসব টাকায় কেনা ইতর শ্রেণীর বুদ্ধিজীবির সাথে সাথে, পার্বত্য নিয়ে অসচেতন থাকা মানুষগুলো রমেলকে নিজেদের ছেলে বলে মনে করতে শুরু করেছেন!
দেশদ্রোহী অপশক্তি নিপাত যাক!
পার্বত্য জনপদ সন্ত্রাস মুক্ত হয়ে শান্তি পাক।
২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৯
তাজুল ইসলাম নাজিম বলেছেন: দেখেন!
২| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১
আহা রুবন বলেছেন: সন্ত্রাসীকে তো হিরো বানিয়ে তুলছেন
২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৩
তাজুল ইসলাম নাজিম বলেছেন: যে দলীয় চাহিদা মতো নির্দিষ্ট চাঁদার আদায়ের পরেও অতিরিক্ত চাঁদার দাবিতে ট্রাকে আগুন ধরিয়ে দিতে পারে সেতো হিরোই
৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: হুম।
২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৩
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ
৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৭
সেলিনা জাহান প্রিয়া বলেছেন:
২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬
তাজুল ইসলাম নাজিম বলেছেন: বিচার হবে কি?
৫| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৪
তাজুল ইসলাম নাজিম বলেছেন: বিচার হবে কি?
৬| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৬
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: একদিন হতেই হবে
৭| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সন্ত্রাসীরা নিপাত যাক...
৮| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৯
জীবনকেসি বলেছেন: ওই কয়েকটা দালাল ঢাকায় বসে চাঁদার টাকার ভাগ পায় সম্ভবত। কিংবা ভাড়া খাটে।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনার তথ্যও কিছু দিন, আমরা দেখি