![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ দুর নিল আকাশ
ছুয়ে দেখেছ কখনও?
আমি দেখেনি কখনও:
ঐ নিল সাগরের নগ্ন
বুকে পা রেখেছ কখনও?
আমি রাখিনি কখনও?
ঐ দুর উজ্ঝল রবির স্পরস
পেয়ছ কি কখনও?
আমি পাইনি কখনও:
তুমি সাদা মেঘের ভেলায় বসে
বসুন্ধরা দেখেছ কি কখনও?
আমার দেখার সাধ্য হয়নি কখণও:
©somewhere in net ltd.