নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাঈম হোসেন

এক নজরে মো নাঈম হোসেন জন্ম ০৭ ০৭ ১৯৯৩

নাঈম হোসেন › বিস্তারিত পোস্টঃ

হায় প্রেম হায় ভালবাসা।

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:১৯

প্রেম করছ নিজের ইচ্ছায়। প্রেমিকের সাথে যখন-তখন যেখানে-সেখানে ঘুরতে গেছো নিজের ইচ্ছায়। হোটেলে প্রেমিকের সাথে রাত কাটাইছ নিজের ইচ্ছায়। ডেটে গিয়ে শরীরের জায়গায় জায়গায় হাত দিতে দিয়েছ নিজের ইচ্ছায়। একবার কাউকে জিজ্ঞেস কর নাই। কাজটা কি ঠিক নাকি বেঠিক। দিন শেষে প্রেমিক তুমাকে ছ্যকা দিয়ে চলে গেলে তুমার মাথায় বুদ্ধির উদয় হয়। তখন তুমি বল "পৃথিবীর সব ছেলেরাই খারাপ" তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছিলে তা তো বল না। তোমাদের তো এইসব ছেলেই পছন্দ, যারা লুতু-পুতু কথা বলে মেয়েদের মন পটাতে পারে। কখনো কি বুঝার বা জানার চেস্টা করেছো? যে ছেলে তুমার পিছে ঘুরে তুমাকে ইম্প্রেস করছে তার কী ভরসা যে সে অন্য কোন মেয়ের পিছে ঘুরবে না!!! কিন্তু না,,,তার বেপারে কোন কিছু না জেনে তুমি যে নিজেই তার হাতে তুমার সম্ভ্রম তুলে দিয়ে,তার কাছে নিজেকে সস্তা করে দিয়েছ। তা আর স্বীকার করবে না। তুমি ১টা মুর্খ। ওই ছেলে নিশ্চিত বাইরে বলে বেড়াবে "মেয়েটা ভালো না" কথাটা তো আর মিথ্যা না। তাকে এই কথা বলার সুযোগ কে দিল??? তুমিই তো নাকি!!! এরপর পুরুষ জাতিকে গালি দিয়ে, বাবা-মা যার সাথে বিয়ে দিবে তাকে নিয়েই চুপচাপ সংসার করবে। তুমার এই ব্যবহৃত শরীরকে সতীত্বের মিথ্যে মুড়কে পেঁচিয়ে তাকে উপহার দিবে। হ্যা বাবা-মা যা করে সন্তানের ভালোর জন্য করে। তবে আগে কেন নিজে নিজে পছন্দ করতে গেলে??? তখনকি বাবা-মার উপর ভরসা ছিল না?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:২৭

ইফতেখার ভূইয়া বলেছেন: বাস্তবতার দৃশ্য এখন এমনই। দুর্ভাগ্যজনক। :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.