নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.MOMENTS TO COUNT..

বিষণ্ণ বালক

I AM LIKE A SOLDIER IN THE BATTLE FIELD WHO CAN’T HAVE ANY DREAM BUT ONLY MOMENTS. MOMENTS TO COUNT ON. ONE….TWO….THREE…

বিষণ্ণ বালক › বিস্তারিত পোস্টঃ

আমি বিষণ্ণ বালক আর কত বিষণ্ণ হব!

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮





ভারত, তুমি একবার ভেবে দেখ চীন সিমান্তে প্রতি মাসে ২-৩ জন ভারতীয় নাগরিককে গুলি করে মেরে ফেলা হচ্ছে। পারতে তুমি সহ্য করতে? দেখ কতটা অসহায় আমরা , আমাদেরকে সহ্য করতে হয়।



হে মহান ভারত, তোমার সমীপে আজ তাই আমাদের এই ক্ষুদ্র স্তুতি , তুমি ভাল থেকো আমাদের রক্তস্নাত হয়ে, তুমি বেড়ে ওঠ আমাদের শোষণ করে।



ভারত মোদের খুব যে দিল

বেশ যে দিল,

আশার চেয়ে অধিক দিল

দুহাত মোদের ভরিয়ে দিল।

যুদ্ধ করার মন্ত্র দিল,

যুদ্ধকালীন অস্ত্র দিল

ওসমানীরে ঘুরতে দিল

অরোরারে কলম দিল।

পাকবাহিনী খেদাই দিল

ট্যাঙ্কগুলো সব রেখে দিল।

খাদ্য দিল, বস্ত্র দিল

ফারাক্কাতে বাঁধটা দিল

চুয়াত্তরের মঙ্গা দিল।

পঁচাত্তরের আগস্ট দিল

পিতাকে মোর শুইয়ে দিল।

এক নায়কের শাসন দিল

বেহায়াকেও মদদ দিল।

বিজলি দিল পানি দিল

পেঁয়াজ দিল চিনি দিল,

মদ হিরোইন তাও দিল।

হাসিনাকে বাতাস দিল

খালেদাকে ইস্যু দিল

তিস্তাতেও বাঁধটা দিল

ন্যায্য হিস্যার ওয়াদা দিল

মমতারেও চেতিয়ে দিল

তিস্তা চুক্তি ভেস্তে দিল।

সর্বোপরি সর্বদাতা,

টিপাইমুখে বাঁধটা দিল।

ভারত মোদের এতই দিল,

বিনিময়ে কিই বা নিল????

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:
ভারত মাতা কি জেয় হোক ! X( X( X( X( X(( X(( X(( X((

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

পথহারা সৈকত বলেছেন: ভারত মতা কি জয়................!! X( X( X( X( X( X( X( X( X(

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

পথহারা সৈকত বলেছেন: ভারত মাতা কি,...... জয়................!! ভারত মাতা কি,...... জয়................!! X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

বিষণ্ণ বালক বলেছেন: নেহি...... নেহি...... নেহি......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.