নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.MOMENTS TO COUNT..

বিষণ্ণ বালক

I AM LIKE A SOLDIER IN THE BATTLE FIELD WHO CAN’T HAVE ANY DREAM BUT ONLY MOMENTS. MOMENTS TO COUNT ON. ONE….TWO….THREE…

বিষণ্ণ বালক › বিস্তারিত পোস্টঃ

"The Italian (2005)" এক অনাথ বালকের মাকে খুঁজে বের করার গল্প

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪





The Italian (2005)



(original title: Italyanets )

নাম শুনে মনেহতে পারে এটা বোধয় কোন ইতালিয়ানের গল্প। কিন্তু আসলে তা নয়। বরং The Italian (2005) হিমশীতল রাশিয়ার এক অজ পাড়া গাঁয়ের অনাথ আশ্রমে অভাব-অনাদরে বেড়ে ওঠা স্নেহবঞ্চিত ছোট্ট বালক Vanya-এর গল্প। Vanya, যে কিনা নিজেকে অনাথ আশ্রমে অন্যসব শিশু-কিশোরদের থেকে খুব সহজেই নিজেকে ভাগ্যবান মনে করতে পারত অন্তত এই ভেবে যে তাকে এক ইতালিয়ান দম্পতি খুব সহসাই দত্তক হিসেবে গ্রহন করতে যাচ্ছে। তার আর যাই হোক অন্যসবার মত সারাদিন গ্রামের এদিকে-সেদিকে শিশুশ্রম দিয়ে দিন শেষে আশ্রমে এসে উপার্জনটুকু সিনিয়রদের হাতে তুলে তুলে দেবার মত নিষ্ঠুরতার দিন শেষ হতে চলল।





কিন্তু হটাত একদিনের একটা ঘটনা Vanya-এর সব হিসেবনিকেশ উল্টে দিল। সেদিন এক হতভাগা মা অনাথ আশ্রমে এসে যখন জানতে পারল যে তার ছেলেটিকে অনেকদিন আগেই কেউ দত্তক নিয়ে গেছে তখন তিনি ট্রেনের নীচে আত্মহত্যা করেন। বালক Vanya-এর মনেও আশার সঞ্ছার হল হয়ত একদিন তার মাও ঠিক এমনিভাবে তার খোঁজ করবে। কিন্তু কে তার মা তা একমাত্র হেডমাস্টারের লকারে রাখা পার্সোনাল ফাইল ঘেঁটেই জানা সম্ভব। তার তার জন্য লেখাপড়াটাও জানা চাই। ব্যাস, যেমনি ভাবা তেমনি কাজ। ধিরে ধিরে লুকিয়ে লুকিয়ে লেখাপড়া শেখা অতঃপর প্লান মাফিক একদিন চাবি চুরি করে পার্সোনাল ফাইল হাতে নিয়ে দেখল তাতে কেবল একটি ঠিকানা রয়েছে, মায়ের নাম নেই তাতে।



যেকরেই হোক এখান থেকে ভাগতে হবে Vanya কে। একটিবারের জন্য হলেও যে মায়ের দেখা পাওয়া চাইই চাই। এক প্রত্যূষে অল্প কিছু টাকা সঙ্গীকরে ট্রেনে চেপে বসলো Vanya অজানা সেই ঠিকানার উদ্দেশে। ওদিকে দত্তকদের কাছ থেকে সম্ভাব্য দালালীর পয়সা পাওয়ার সুযোগ হারিয়ে আশ্রমের ম্যাডাম আর তার ড্রাইভার Grisha-ও Vanya-এর পিছু নিয়েছে। যাহোক, অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে উল্লেখিত ঠিকানায় পৌঁছে Vanya দেখল এটাও আরেকটি আশ্রম। তবে দয়ালু সেই আশ্রমপ্রধানের কাছ থেকে পায় মায়ের ঠিকানা। ঠিকানায় পৌঁছে Vanya জানতে পারল তার মা হসপিটালে কাজে গেছেন। কিন্তু হসপিটালে পোঁছে Vanya মুখোমুখি হয় পাকচক্রে আহত এবং সেবা নিতে আসা Grishaর। শেষ পর্যন্ত মানবিকতার কাছে পরাস্ত Grisha Vanya-কে ছেড়ে দেয়। দুরু দুরু বুকে আবার মায়ের সেই ছোট্ট কটেজটার সামনে এসে দাড়ায়। সেখানে কি অপেক্ষা করে আছে Vanya-এর জন্য???





শিশুদের নিয়ে নির্মিত এধরনের মুভিগুলো কেনযেন আমার কাছে অসাধারণ মনে হয়। বিশেষত Vanya চরিত্রে রূপদানকারী শিশুশিল্পী Nikolay Spiridonov অসাধারণ অভিনয় নৈপুণ্য এবং মাতৃস্নেহবঞ্চিত এক বালকের মাকে খুঁজে বেরকরার দৃঢ় সঙ্কল্পের এই রাশিয়ান মুভিটি কখন যে নিজের অজান্তেই আপনার চোখেরকোনে আস্রু জমা করবে তা আপনি নিজেও টের পাবেননা।



Imdb 7.4 (Click This Link)



ডাউনলোড লিঙ্কঃ Click This Link

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১

কাফের বলেছেন: অনেক ভালো লাগলো রিভিউ
মুভিটার গল্পতো অসাধারণ! দেখার প্রচন্ড আগ্রহ হচ্ছে

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

বিষণ্ণ বালক বলেছেন: ঝট পট দেখে ফেলুন। এধরনের মুভি আপনাদের ভাল লেগে থাকলে ভবিষ্যতে আরও বেশী বেশী রিভিউ দেবার চেষ্টা করব।

২| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

তামিম ইবনে আমান বলেছেন: লিঙ্কে সিডার নাই। স্পিড পাওয়া সম্ভব না।
আর মুভিটার ভাষা কি? ইংলিশ না ইতালিয়ান না রাশিয়ান?

রিভ্যু তে প্লাস!

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

বিষণ্ণ বালক বলেছেন: ভাই এটা রাশিয়ান মুভি. হুম... সিড একটু কম। এই লিংকটা ট্রাই করতে পারেন- http://thepiratebay.sx/torrent/4276105/

৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

বশর সিদ্দিকী বলেছেন: অসাধারন লাগল গল্প পরে। অবশ্যই দেখব। আপনাকে অনেক ধন্যবাদ এধরনের একটা মুভির খোজ দেবার জন্য।

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

বিষণ্ণ বালক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। সামনে এরকম আরও মুভি নিয়ে হাজির হবার চেষ্টা করব।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: দূর্দান্ত মুভি মনে হচ্ছে।

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

বিষণ্ণ বালক বলেছেন: দেখে ফেলুন। হতাশ হবেননা কথা দিচ্ছি।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


রিভিউ পড়ে মনে হচ্ছে মুভিটা দেখা দরকার কিন্তু যে লিঙ্ক দিয়েছেন তাতে সিড অনেক কম। আরও ভালো কোন লিংক থাকলে দিয়ে দিতে পারেন।

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

বিষণ্ণ বালক বলেছেন: আসলে এধরনের মুভির দর্শক সীমিত। তাই সিড-লিস-ও কম। এই লিংকটা ট্রাই করতে পারেন- http://thepiratebay.sx/torrent/4276105/

৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

আমাবর্ষার চাঁদ বলেছেন: সুন্দর মুভি..... দেখতে হবে

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

বিষণ্ণ বালক বলেছেন: ভাল মুভির সাথে থাকুন। সুস্থ বিনোদন আমাদের সকলের কাম্য।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

ভষ্ম মানব বলেছেন: এখনি নামাইতাসি..

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

বিষণ্ণ বালক বলেছেন: দেখে কেমন লাগল জানাবেন কিন্তু!

৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

মহামহোপাধ্যায় বলেছেন: দেখার আগ্রহ জাগল। চমৎকার রিভিউ :)

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

বিষণ্ণ বালক বলেছেন: আরেকটু বেশী লিখতে চেয়েছিলাম। ধন্যবাদ আপনাকে।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

কাল্পনিক মন বলেছেন: সাংঘাতিক সুন্দর গল্প ।আপনিও যথাযতভাবেই রিভিউ করেছেন।খুব ভালো লেগেছে।

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

বিষণ্ণ বালক বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

১০| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রিভিউ ভালো লেগেছে। দেখার বেশ ইচ্ছে হচ্ছে। দেখি ডাউনলোড করে ফেলব।

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৫

বিষণ্ণ বালক বলেছেন: ডাউনলোড করে ফেলুন। ঠকবেননা আশা করি।

১১| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

বোকামন বলেছেন:
অনেকদিন পর পোস্ট দিলেন

বেশ ভালো একটি মুভি ।

রিভিউ ভালো লাগলো । শুভকামনা, আরো লিখুন :-)

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৮

বিষণ্ণ বালক বলেছেন: ঠিক তাই। অনেকদিন পর। যতটুকু ভালবাসা দিলেন কি আর বলবো, আপনাদের সাথে থাকার চেষ্টা করব।

১২| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: মুভিটা দেখেছি ভালই লেগেছে।



আপনাকে অনেক ধন্যবাদ পোস্ট দেওয়ার জন্য ।

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২০

বিষণ্ণ বালক বলেছেন: দেখেছেন জেনে ভাল লাগল। আসলে এধরনের মুভি রিভিউ-এ এতটা সাড়া পাব ভাবিনি।

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: নামানি শুরু ......... :) :) :)

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

বিষণ্ণ বালক বলেছেন: ভাল লাগবে নিশ্চিত

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

ডাউনলোড পাগলা বলেছেন: মারাত্মক রিভিউ! পড়ে এখনই দেখতে ইচ্ছা করছে কিন্তু টরেন্ট থেকে ডাউনলোড স্পিড খুবই স্লো। তাই এখান থেকে আইডিএম দিয়ে নামাচ্ছি B:-/

Click "Download" Button >> Enter Captcha >> Create Download Link

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

বিষণ্ণ বালক বলেছেন: ভাই সকাল থেকে মনটা খুব একটা ভাল ছিলনা। কিন্তু আপনার এই নিক, মানে "ডাউনলোড পাগলা" জানার পরই মনটা ফুর ফুরে হয়ে গেল। ব্লগ বোধয় এজন্যই। আর হ্যাঁ। আপনার দেয়া ডাইরেক্ট ডাউনলোড লিংকটা এখানকার অনেকেরই উপকারে আসবে বলে মনে করি। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.