![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I AM LIKE A SOLDIER IN THE BATTLE FIELD WHO CAN’T HAVE ANY DREAM BUT ONLY MOMENTS. MOMENTS TO COUNT ON. ONE….TWO….THREE…
নির্দ্বিধায় বলতে পারি আমার ফ্রেঞ্চ মুভি দেখার হাতেখড়ি আলিওস ফ্রসেয। সেখানে দেখা অনেক মুভির কথাই মনে পড়ে পরবর্তীতে যার বেশ কিছু সংগ্রহ করতে সমর্থ হই। তেমনই আমার দেখা অন্যতম প্রিয় একটি মুভি-
The Big Blue (1988)
অরিজিনাল ফ্রেঞ্চ টাইটেলঃ Le grand bleu
imdb রেটিংঃ 7.4 (http://www.imdb.com/title/tt0095250/)
দৈর্ঘ্যঃ ১৬৮ মিনিট
গ্রীসের বালুকাবেলায় অন্যান্যদের মত বেড়ে ওঠা দুই কিশোর Jacques (Jean-Marc Barr) এবং Enzo (Jean Reno)। সম্পর্কটা যতনা বন্ধুত্তের তারচেয়ে বেশী প্রতিযোগিতার। প্রতিযোগিতা সমুদ্রে ডাইভিং নিয়ে। কে কত গভিরে যেতে পারে কতক্ষণ থাকতে পারে। ঘটনাচক্রে Jacques-এর বাবা এই সমুদ্রেই ডুবে মারাযান। সেদিন Jacques বা Enzo কেউই কিছু করতে পারেনি। তারপর কেটেযায় বেশ কবছর। ততদিনে দুজন দুজনের থেকে অনেকদূরে। Enzo এখন ডাইভিং-এ বিশ্বরেকর্ডের অধিকারী। কিন্তু মনে মনে ঠিকই জানে যেখানেই থাকুক, তাকে হারাতে পারে কেবল একজনই, সে আর কেউ নয় Jacques।
অন্যদিকে Jacques পেরুতে একদল বিজ্ঞানীর গবেষণার বিষয়বস্ত্য। হিমশীতল পানিতে Jacques-এর সাবলীল বেঁচে থাকা বিজ্ঞানীদের দৃষ্টিতে মানুষের চেয়ে ডলফিনের সাথেই বেশী সামঞ্জস্যপূর্ণ মনেহয়। এখানেই পরিচয় Johana-এর সাথে। তারপর পরিনয়। ওদিকে হাল ছাড়েনি Enzo। একসময় ঠিকই Jacques-কে খুজে বের করে। প্রতিযোগিতা জমে ওঠে আর Jacques-ও Enzo-র রেকর্ড ভেঙে ফেলে। কিন্তু ইগো বলে কথা! ডাক্তারের নিষেধ অমান্য করে Enzo তার হারানো রেকর্ড পুনরদ্ধারে ৪০০ ফিট গভীরে ডাইভ দেয়। অবস্থা বেগতিক দেখে Jacques-ও বন্ধু Enzo-কে বাঁচাতে ডাইভ দেয়। কিন্তু ততক্ষণে সব শেষ! মৃত্যুর আগে Enzo বলেযায় সমুদ্রের গভীরে অপার শান্তির কথা। বন্ধর শেষইচ্ছার প্রতি সন্মান জানিয়ে Jacques Enzo-এর মৃতদেহ ছেড়ে দেয় সমুদ্রের অতল গভীরে। এইসব ঘটনা Jacques-কে খুব নাড়া দিয়ে যায়।
ফলশ্রুতিতে নানান শারীরিক এবং মানসিক অস্বাভাবিকতা দেখা দেয়ায় Jacques বিশ্রামাগারে যায় এবং ঘোরেরবসে একদিন দেখে রুমের উপর থেকে ধিরে ধিরে পানি নেমে আসছে আর তাকে ঘিরে আছে একদল ডলফিন। Jacques আস্তে আস্তে নিজেকে ডলফিন ভাবতে শুরু করে।
একদিন এক দুর্যোগের রাতে Jacques ছুটে যায় সমুদ্রতটে। অন্তঃসত্ত্বা Johana-এর নিষেধ অমান্য করে ডাইভ দেয় ৪০০ ফিট গভীর সমুদ্রে। সমুদ্রের সেই নিস্থব্ধ নিকশ কালো অন্ধকারে একটা ডলফিন আসে Jacques-এর কাছে। তারপর তারা হারিয়ে যায় চির অন্ধকারে। Jacques কি তবে মানুষ ভিন্ন অন্যকিছু নাকি সবই মৃত্যুর আগে Jacques-এর ঘোর লাগা?
লোকেশন, আবহ সঙ্গীত, দুর্দান্ত অভিনয় সবকিছু মিলিয়ে এই ছবি আপনাকে নিয়ে যাবে প্যারানরমাল আবেগঘন এক জগতে যা বলে বোঝানো সম্ভব নয় দেখেই অনুধাবন করতে হয়। খুব প্রিয় একটা মুভি শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের সাথে। জানিনা কতটা কি লিখতে পেরেছি তবে আপনাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।
অভিনয়েঃ
Rosanna Arquette – Johana Baker
Jean-Marc Barr – Jacques Mayol
Jean Reno – Enzo Molinari
Paul Shenar – Dr. Laurence
Sergio Castellitto – Novelli
Jean Bouise – Uncle Louis
Marc Duret – Roberto
Griffin Dunne – Duffy
Andréas Voutsinas – Priest (as Andreas Voutsinas)
Valentina Vargas – Bonita
Kimberly Beck – Sally (as Kimberley Beck)
Patrick Fontana – Alfredo
Alessandra Vazzoler – La Mamma (Enzo's Mother)
Geoffrey Carey – Supervisor (as Geoffroy Carey)
Bruce Guerre-Berthelot – Young Jacques
ডাউনলোড লিঙ্কঃ Click This Link
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
বিষণ্ণ বালক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: প্লাস লন ভাই
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
বিষণ্ণ বালক বলেছেন: নিলাম
৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫
গোল্ডেন গ্লাইডার বলেছেন: ্দেখতে হবে তাড়াতাড়ি।
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬
বিষণ্ণ বালক বলেছেন: নিশ্চয়ই !
৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০
নীল বরফ বলেছেন: ধন্যবাদ। ডাউনলোড করে দেখতে হবে। ভাল একখানা মুভির খবর দেবার জন্যে ++++ লন।
২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
বিষণ্ণ বালক বলেছেন: ফ্রেঞ্চ মুভি ভাল লেগে থাকলে এই মুভি অবশ্যই ভাল লাগবে।
৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪
সুত্রধর বলেছেন: ধন্যবাদ , খোঁজ দেবার জন্য।
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫২
বিষণ্ণ বালক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
অথৈ সাগর বলেছেন:
ধন্যবাদ । ছবিটা দেখব । প্রিভিউ ভাল লাগল।