নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানজুরুল হক

নিজের সম্পর্কে তেমন কিছুই বলার নাই।

মানজুরুল হক › বিস্তারিত পোস্টঃ

নিঃসন্দেহে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সেরা আবিষ্কার মমিনুল

২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

মমিনুল হক ডাক নাম সৌরভ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের ১০২ তম এই বা-হাতি ব্যাটসম্যান ১৯৯১ সালে বিশ্বের সবচেয়ে বড় সৈকত সম্বলিত সমুদ্রস্নাত জেলা কক্সবাজারে জন্ম গ্রহন করেন।



বাংলাদেশের বৃহত্তম ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র বিকেএসপি থেকে ক্রিকেট বিষয়ে অধ্যয়ন করেন এই কৃতি খেলোয়ার। বিকেএসপি থেকে ২০১১ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন।



খেলোয়ারী জীবনের শুরু থেকেই বয়সভিত্তিক ঘরোয়া ক্রিকেটে নির্ভরযোগ্য বামহাতি ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন । ২০০৮-০৯ মৌসুমে ঢাকা বিভাগীয় ক্রিকেট দলের হয়ে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে মমিনুল হকের । ২০১০ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য ।



২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগে বরিশাল বার্নার্স দলের সদস্য হন। খুলনা রয়্যাল বেঙ্গলসের বিপক্ষ ২৮ বলে অপরাজিত ৫৩ রান সংগ্রহ করে দলকে ৪ উইকেটের ব্যবধানে বিজয়ী হতে সাহায্য করেন।



আন্তর্জাতিক পরিমন্ডলে প্রথমে অভিষেক ঘটে একদিনের খেলায়, ২০১১ সালে বাংলাদেশ জাতীয় এ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যান ও প্রথম খেলাতেই দেড়শতাধিক রান সংগ্রহ করে সবার নজর কাড়েন।

টেস্টে অভিষেক ঘটে ৮ মার্চ, ২০১৩ তারিখে শ্রীলঙ্কার গলেতে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণের মাধ্যমে । অভিষেকেই ৫৫ রানের অর্ধ-শতক করেন ও সিরিজে ৫২.০০ রান গড়ে ১৫৬ রান সংগ্রহ করেন।

এখন পর্যন্ত ৫ টি টেস্ট ম্যাচে ৯ ইনিংস খেলে ৫৮৪ রান সংগ্রহ করেন। এর মধ্যে রয়েছে ২টি শতক এবং ২টি অর্ধশতক।

মাত্র পাঁচ টেস্ট খেলে এক ইনিংসে ১৮১ রান করে ভেঙ্গে দিয়েছেন এর আগে বাংলাদেশের পক্ষে আশরাফুলের করা ১৫৮ রানের রেকর্ডটি।

বাংলাদেশের মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে গড়লেন টানা দুই টেস্টে সেঞ্চুরী করার অনন্য কীর্তি।এর আগে ২০১০ সালে ইংল্যান্ড সফরে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা তামিম ২ টেস্টে ২৬৮ রান ছিলো সর্বোচ্চ। তামিম ইকবালের সেই রেকর্ড ছাড়িয়ে দুই ম্যাচে এখন পযন্ত ৩৭৬ রান করেছেন তিনি। এখন পর্যন্ত ২০০৩ সালের পাকিস্তান সফরে ৩ টেস্টে ৪৫টি চার মেরেছিলেন হাবিবুল। এবার দুই টেস্টেই এরই মধ্যে ৫৪ টি চার মেরে হাবিবুল বাশারের রেকর্ডটি কড়েছেন মমিনুল। বাংলাদেশের পক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি চার মারার রেকর্ডের মালিক তিনি।

এক টেস্ট সিরিজে সর্বোচ্চ চার মারার (৫৪টি) রেকর্ড ভাঙার সঙ্গে সঙ্গে হাবিবুল বাশারের ব্যক্তিগত সর্বোচ্চ (২০০৩ সালে করা) ৩৭৯ রানের রেকর্ডটিও ভাঙার পথে মমিনুল। এখন পর্যন্ত মমিনুলের সংগ্রহ ৩৭৬। আর মাত্র ৪ রান করতে পারলেই হাবিবুল বাশারের ৩৭৯ রানের রেকর্ডটিও ভেঙে দিতে পারতেন ছোটখাটো গড়নের মমিনুল। কিন্ত বৃষ্টির কারনে ৫ম দিন খেলাই না হওয়া এই রেকর্ডটি অধরাই রয়ে গেল এই কৃতিমানের। অবশ্য দুই টেস্ট সিরিজের হিসেবে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ডটি ইতোমধ্যে নিজের করে নিয়েছেন মমিনুল।



খুব বেশি ম্যাচ খেলা হয় নি ছোটখাট গড়নের মমিনুলের। তাও তিনি আমাদের চোখে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ভরসার এক মূর্তিমান প্রতীক হিসেবে। শুভ কামনা রইল দেশবাসীর পক্ষ থেকে এই নবীন ক্রিকেটারের জন্যে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.