![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)
জীবনের জন্য আবেগ যতটা দরকার ঠিক ততোটা এর থেকে দুরে থাকার প্রয়োজন। আবেগ সেখানেই উত্তম যেখানে তার প্রয়োজন। আমাদের সামাজের বেশির ভাগ মানুষ অকারনে আবেগ বিলায়। যার প্রতিফলন সরূপ মেনে নিতে হয় ব্যর্থতা আর পরাজয়ের গ্লানী। তাই বলবো সব সময় আবেগকে নিয়ন্ত্রন করার চেষ্টা করবেন, যেখানে আবেগ দরকার হবে ঠিক সেখােই আবেগকে কাজে লাগাবো। এক কথায় বলবো আবেগ আমাদের পরম বন্ধু আবার আবেগ আমাদের শত্রু।
----- জোবায়ের রহমান
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৭
নুর ইসলাম রফিক বলেছেন: আবেগ আমাদের পরম বন্ধু আবার আবেগ আমাদের শত্রু।