![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)
বেশ ভালো আছি
---- জোবায়ের রহমান
দেখতে দেখতে কেটে গেলো ১২টি মাস
এখন আর তোমার কথা একদম মনে পরে না,
এখন আর নীরবে কাদি না,
জোৎসনা রাতে নিরব হয়ে আকাশ দেখি না,
শুধু চোখ বন্ধ করে বলি ভালো থাকো।
দেখতে দেখতে ভুলে গেছি সকল স্মৃতি
এখন আর কারো জন্য অপেক্ষা করত হয় না,
গোলাপ হাতে প্রেমিক বেসে এখন আর কারো কাছে ছুটে যাই না
আবেগ ভরা চিবুক ধরে কাউকে বলতে হয় না ভালোবাসি,
শুধু বিশ্বাস করি আজও তুমি আমার পাশে।
দেখতে দেখতে হারিয়ে ফেলেছি চেনা কথা গুলো,
এখন আর কেউ অভিমানে বকে না,
ঠোট ফুলিয়ে নরম হাতে এখন আর কেউ চিমটি কাটে না,
মাথার চুল এলোমেলো করে দিয়ে এখন আর কেউ অট্ট হাসি হাসে না,
শুধু জানি রাগলে তোমায় বেশ লাগে।
দেখতে দেখতে স্বপ্ন দেখতে ভুলে গেছি
এখন আর ঘর বাধার স্বপ্ন দেখি না,
বুড়ো বুড়ি হয়ে সারাজীবন সুখে থাকবো বলে গল্প করি না
দু:স্বপ্ন দেখে রাতের আধারে এখন আর কেদে উঠিনা
শুধু জানি তোমাকে অন্যকেউ ছুয়ে দেবে সইতে পারবো না।
দেখতে দেখতে হারিয়ে ফেলেছি প্রিয় কিছু বন্ধু,
এখন আর সবাই মিলে একসাতে আড্ডা দেই না
হাজার মানুষের ভিরে এখন আর কাউকে খুজে বেড়াই না
নিজেকে একা ভেবে এখন আর নির্ঘুম রাত কাটাই না
শুধু জানি কল্পনাতে আজও তুমি মিশে।
©somewhere in net ltd.