![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)
বহূরুপী নারী
----- জোবায়ের রহমান
নারী তুমি ছলনাময়ী, নরী তুমি ছদ্দবেসী
নারী তুমি রক্ত হাতে ঠান্ডা মাথার খুনি।
নারী তুমি যতই করো রূপের বাহাদুরি
নারী তুমি থকবে বেচে পুরুষ কব্জাধরি।
নারী তুমি প্রেমময়ী, নারী তুমি মায়াবিনী,
নারী তুমি সঙ্গীনী হয়ে জীবন পথ যাত্রি।
নারী তুমি পাশে থেকে দু:খ করো ভাগ,
নারী তুমি আবেগ দিয়ে বিলিন করো রাগ।
নারী তুমি বুদ্ধিমতি, নারী তুমি প্রতিবাদি,
নারী তুমি সংগ্রাম করে টিকে থাকার মন্ত্র।
নারী তুমি ঠোট ফোলানো বড্ড বেশি অভিমানী,
নারী তুমি আদর মাথা ছোট্ট বোন আবেগী।
নারী তুমি স্নেহময়ী, নারী তুমি কষ্টপ্রেমি,
নারী তুমি অভাব এলে মিথ্যাবাদি মা।
নারী তুমি অন্য দিয়ে জীবন করো দান,
নারী তুমি থাকো সুখে রাখবো তোমার মান।
নারী তুমি বুহুরূপি, নরী তুমি মুখশধারী,
নারী তুমি জানার চেয়ে থাকো বহু দুর।
নরী তুমি তেমনই নারী যেমন দেখে তোমার চোখ,
নারী তুমি সবার কাছে শ্রোদ্ধাভাজন হোক।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৪৬
দুখাই রাজ বলেছেন: ভালো লিখেছেন ভাই । শুভ সকাল ।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪২
জোবায়ের রহমান বলেছেন: আমি বানানে খুব দুর্বল
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বেশ কিছু বানান ভুল আছে, আরেকটু যত্নবান হবেন আশা করি !
নারীই আমাদের সঙ্গী/
ভালোবাসার- সহযাত্রী !
ভালো থাকুন ।