![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"মৃত্যু ভয় যেদিন কেটেছে সেদিনই আমার মরণ হয়েছে"
১।
যখন দেশের জন্য কোন যুদ্ধে যান তখন কি গোলাগুলি বন্ধ করে পাশের সহ যোদ্ধাকে জিগাবেন....
-ভাই আফনে আস্তিক না নাস্তিক?
-আপনার জাত কি?
-আপনি কখনও আমার ধর্ম নিয়া কটু কথা কইছেন?
যদি দেখেন আপনার মন মত উত্তর না পান তখন কি বন্ধুক ফালাই দিয়া চলে আইবেন?
পেছনে ফিরে তাকাবেন।আর সাথে সাথে দেখবেন শত্রু পক্ষের গুলি আপনার শরীরে।ঠিক ঐ মুহূর্তে আপনাকে বাচানোর চেষ্টা করে যাবে আপনার সেই সহযোদ্ধাটি যাকে কিনা আপনি ভুল বুঝেছিলেন।
হিন্দু মুসলমান বৌদ্ধ ক্রিস্টান যেই ধর্মেরই হন না বুকে হাত দিয়ে কইতে পারবেন না যে আপনি অন্য ধর্মের "ধর্ম গুরুদের" নামে কটু কথা কখনও কন নাই।অনেকে নিজের ধর্মরে সেরা মনে করে।নিজের ভেতরে সাম্প্রদায়িকতার মুড়ির টিন নিয়ে ঘুরে।নাস্তিকরা নিজের ধর্ম সহ সব ধর্ম নিয়ে ফাইজলামি করে কিন্তু আপনি নিজেরটা বাদ দিয়ে করেন।
আমার ধর্ম আমার কাছে তার ধর্ম তার কাছে।কিন্তু দেশ?
কারও কাছে না।দেশ আমাদের মা।আমরা সেই মায়ের পেটে জন্ম নেয়া নানান ধর্মের মানুষ।মায়ের উপর কেউ যদি হামলা করে তখন ভাইয়ে ভাইয়ে ধর্ম নিয়ে মারামারি না করে আগে মাকে বাঁচানোই সবার দায়িত্ব।
আর যদি মনে করেন অন্য ধর্মের মানুষ কখনই আপনার ভাই হতে পারেনা তাহলে আপনার মুড়ির টিন থেকে মুড়ি বের করে চাবাইতে থাকেন
২।
সোনা ব্লগ থেকে হুমকি।রাজীব খুন।
এখন আমার দেশ থেকে উস্কানি।কয়জন খুন হবে?
সোনা ব্লগ বন্ধ হইছে।আমার দেশ কেন হবেনা?
নাকি দেশে দাঙ্গা লাগার পর বন্ধ হবে?
লেখালেখির স্বাধীনতা মানে কি মৃত ব্যক্তির ইস্যু নিয়ে মানুষের মাঝে ধ্বংসাত্মক মনোভাব সৃষ্টি করা?
ধর্ম অবমাননার জন্য রাজীবের বিরুদ্ধে কিন্তু মামলা করতে পারতো।কিন্তু তা না করে এখন হত্যা জায়েজ করে মানুষকে উস্কে দিচ্ছে এক বিপদের দিকে।মৃত্যুর আগে তার ব্লগগুলি নিয়ে তারা পোষ্ট দেয়নি কেন? এখন তাদের উদ্দেশ্য কি?
একজন মৃত ব্যক্তিকে নিয়ে খারাপ কথা কিভাবে বলে মানুষ?সে যতই খারাপ হোক না কেন সে এখন মৃত।আর কথার পিঠে কথা বলতে পারবেনা।
কি করবে মাহমুদুর রহমান?
কি আর করবে?
লেজ আছে লেজ নাড়াবে।
মাহমুদুর রহমান,আসিফ নজরুল ও পিয়াস করিমের বিরুদ্ধে শাহবাগ সমাবেশ থেকে হুমকির বিষয়ে উদ্বেগ জানাতে গিয়ে গরম পানি দিয়ে মেকআপ ধুয়ে ফেলতে পারে ম্যাডাম।
সত্যিই সেলুকাস।
আরে না সেলুকাস না দালালদের জন্য মায়া কান্না করবে সেটাই স্বাভাবিক।এই সব কর্মকাণ্ডের পর "স্বাধীনতার ঘোষক জিয়া" যখন দাবী করে থাকে দলটি তখন কি মন চায়না একটা থাবড় দেই?
থাবড় জামাতই দিতেছে দিবেও।
অবস্থান কবে পরিষ্কার করবে বিএনপি?
তাদের এই কোস্টকাঠিন্য কবে দূর হবে?
নাকি দল বেধে জামাতকে নিয়ে এগিয়ে যাবে দূর বহুদুর?
কই যাবে?
ঢাকা থেকে ইসলামাবাদ?
তানভীর মাহমুদুল হাসান
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
তানভীর হাসান টেনি বলেছেন: ঘুম ভাঙ্গাইতে হবে।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
পীরসাহেব বলেছেন: সি-ফোর ট্রিটমেন্ট দিতে হবে মামুদচোরার আস্তানায়।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
তানভীর হাসান টেনি বলেছেন: দেয়া শুরু হোক
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
Palol বলেছেন: নাস্তিকরা নিজের ধর্ম সহ সব ধর্ম নিয়ে ফাইজলামি করে কিন্তু আপনি নিজেরটা বাদ দিয়ে করেন। shohomot
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
তানভীর হাসান টেনি বলেছেন: ধন্যবাদ
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
মুকরিমুল ইসলাম আরিফ বলেছেন: ভাই পড়লাম খুব মনোয়োগ দিয়ে। মন্তব্য করার ইচ্ছে ছিল কিন্তু …
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
নিষ্কর্মা বলেছেন: থাবড় জামাতই দিতেছে দিবেও।
অবস্থান কবে পরিষ্কার করবে বিএনপি?
তাদের এই কোস্টকাঠিন্য কবে দূর হবে?
নাকি দল বেধে জামাতকে নিয়ে এগিয়ে যাবে দূর বহুদুর?
কই যাবে?
ঢাকা থেকে ইসলামাবাদ?
ব্লগে লিখলে বিম্পির বা মেডামের ঘুম ভাঙবে না!