| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তানভীর হাসান টেনি
"মৃত্যু ভয় যেদিন কেটেছে সেদিনই আমার মরণ হয়েছে"
-মামা ধানমন্ডি যাবেন?
-না যাইতাম না।
-তাহলে কোথায় যাবেন?
-যাইতাম না।
(স্বর্গে যাবেন? যাইতাম না।)
কোন রিকশাওয়ালাই যেতে রাজি না।একজন রাজি হল যাবে কিন্তু ভাড়া ৫০ টাকা।দৈনিক ইনকাম ৪০ টাকাও না! রিকশাওয়ালাকে কেন ৫০ টাকা দিবো?
অবশেষে পাশে দাড়িয়ে কিছু খাওয়া শুরু করলাম।প্রথমে কেক পরে ডাব খেলাম।খাওয়ার পর নাকি সকল মুশকিলের আহসান ঘটে।আপাতত রিকশাওয়ালার মনের পাথর গলে পানি হোক তাই চাওয়া।
-মামা ৫০ টেকা!!
-কেরে?
-ডাব খাইলেন কেক খাইলেন তয় কি ১০ টেকা দিবেন?
রিকশার জন্য ওয়েট করতে গিয়ে ধানমন্ডি যাওয়ার রিকশা ভাড়াটা শেষ!!
এখন কি উপায়? ছেঁড়া জিন্সের তলদেশ খুজেও একটি ১০ টাকা নোট পেলাম না।ধানমন্ডি কিভাবে যাবো? শার্টের বোতাম খুলে রিকশাওয়ালাকে গিয়ে বলবো আমি এলাকার নামকরা মাস্তান?
গিয়ে বলবো অমুক এমপি আমার পরিচিত?
না মানুষ ঠকাতেও ভালো লাগছেনা।তার থেকে নিজেকেই ঠকাই।মানুষকে কষ্ট দেয়া সহজ কিন্তু নিজেকে কষ্ট দেয়া এত সহজ না।সবাই নিজেকে খুবই ভালোবাসে।আমিও ব্যতিক্রম না।
পায়ে হেটেই আমার যাত্রা শুরু।কিন্তু কিছুদুর হাটতেই চোখে পড়লো সেই রিকশাওয়ালাকে।যে একটু আগে আমাকে যাবেনা বলে আমার পায়ের পাতার কাছে পানের পিক ফেলেছিল। সে এক মেয়েকে রিকশায় নিয়ে কোথায় যেন যাচ্ছে।
মেজাজটাই খাড়া হয়ে গেল।একটু আগে নিজেকে ভালোবাসার কষ্ট দেয়া মূলক উক্তিটি সাথে সাথেই ভুলে গেলাম।দৌড়ে রিকশাওয়ালার কাছে গিয়ে তার কলার চেপে ধরলাম।
-এখন কই যাস?
-ধানমণ্ডি যাই।
-আমি কইলাম যাস নাই এখন যাস! হারামজাদা নারীবাদী রিকশা ড্রাইভার।থাবড়া মাইরা তোর শার্টের বোতাম ছিরালামু।
(রিকশায় আরোহণকারী মেয়েটি তখন রেগে গেল)
-কি ব্যাপার আপনি এমন ব্যবহার করছেন কেন?
-KFC থেকে মুরগী নিয়ে এসে রিকশাওয়ালাকে দেই? দেই? এইটা আমার আর ওর ব্যাপার।আপনি চুপ থাকেন নাইলে নেমে যান।
-দেখেন আপনি কিন্তু বেশি করছেন।
-এই হারামজাদাকে আমি বললাম যাবি কিনা।সে বলে না।এখন আপনাকে নিয়ে যাচ্ছে।তার জন্য আমি রাস্তার পাশে দাড়িয়ে রিকশা ভাড়া খেয়েও ফেলেছি।সে হা বললে এই পরিস্থিতি তা হতোনা।
-আচ্ছা তাহলে আপনি যান।আমি নেমে যাই।
(আমার মন নরম হয়ে গেল।একটু বেশি করে ফেললাম?আমি তো হেটেই ভালোভাবে যাচ্ছিলাম।ধানমন্ডির রাস্তায় আমি তো হেটে যাওয়াই পছন্দ করি।তবে আজ কেন খেপে গেলাম?)
-ওকে আপু সরি আপনি যান।বেশি বলে ফেলছি।
রিকশাওয়ালা তাকিয়ে আছে আমারদিকে।স্বাভাবিকভাবে তাদেরকে কেউ কলারে ধরলে তারাও পাল্টা জবাব দেয় সেই লোকের টাইে ধরে।কিন্তু আমার সাথে এমন করেনি।
-মামা যাও।সামনে পান্থপথ সিগানল!! দেখে রাস্তা পার হবা।লাল বাতি জ্বললে প্যাডেল মাইরনা।
আমি ফুটপাথে হাটা শুরু করলাম।মোটা আটার রুটি আর গুড় দিয়ে খেয়ে চলছে একদল ক্ষুধার্ত মানুষ আরেকদল নেশার ক্ষুদায় গাজা নামক এক দ্রব্য ধরিয়ে আশেপাশের মানুষকে সাঁজা দিয়ে যাচ্ছে।আমি হাটতে হাটতে অন্যমনস্ক হয়ে যাই।তখনই কে যেন ডাক দিল "এই যে এই যে বলে"।
নাম ধরে ডাকতে পারেনা?আমার নাম সে না জানতে পারে কিন্তু একটা নাম সে দিয়ে সেই নামেও তো ডাকতে পারে।কেন শুধু শুধু এই ঐ বলে মেজাজ খারাপ করিয়ে দিবে?
রিকশার ঘটনা ভুলেই গিয়েছিলাম।আমার চলার ফুটপাথ ঘেঁষে রিকশাটি দাঁড়ালো।মেয়েটি হুড থেকে মাথা বের করে বলল।
-চলুন একসাথেই যাই,যদি আপনার আপত্তি না থাকে।
-আমার আপত্তি নেই।কিন্তু রিকশাওয়ালা কি বলে? তিনি তো মালিক মানুষ।আমি আপনি তার কাছে মনিবের মতো।
রিকশাওয়ালা মুচকি হাসি দিল।
-আমি মেয়েটির পাশে বসেই তার দিকে তাকালাম।আমি তাকে চিনিনা।সেও আমাকে চিনেনা।সে আমাকে কতক্ষণ সহ্য করবে? একটু পরেই কি বলবে "এই আপনি নেমে যান"।
এই করেই তো বলবে।এখনও যে নাম জানেনা।
সমাপ্ত
তানভীর মাওমুদুল হাসান
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫১
তানভীর হাসান টেনি বলেছেন: হা ভাই কাজটা একটু খারাপ হয়ে গেছে ![]()
২|
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২০
ফ্রিঞ্জ বলেছেন:
হালকা লুলায়িত
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫২
তানভীর হাসান টেনি বলেছেন: যাক পুরাটা লুলায়িত মনে হয়নি ![]()
৩|
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: -আমি কইলাম যাস নাই এখন যাস! হারামজাদা নারীবাদী রিকশা ড্রাইভার।থাবড়া মাইরা তোর শার্টের বোতাম ছিরালামু।
মজা পাইছি খুব
মেয়েটার যায়গায় আমি হলে আপনাকে রিক্সায় নিতাম না
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৩
তানভীর হাসান টেনি বলেছেন: আপনি আবার চিন্তা করেন!! এভাবে কেউ না করে নাকি।
মেয়েটা তো আমাকে ঠিকই নিলো।
৪|
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬
শিশেন সাগর বলেছেন: দারুণ লিখেছেন। তবে এমন দয়াবতীর দেখা পাইনি, এমন রিক্সা চালকের পেয়েছি অনেক।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
তানভীর হাসান টেনি বলেছেন: এমন দয়াবতীর দেখা পাওয়া কষ্টসাধ্য।
আমি তো পাইছি ![]()
৫|
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯
এবং ব্রুটাস বলেছেন: হাহাহাহাহ নারীবাদী রিক্সাওয়ালা
খুব সুন্দর বলেছেন।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
তানভীর হাসান টেনি বলেছেন: ধন্যবাদ
৬|
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯
গোবর গণেশ বলেছেন: চান্দি ঠান্ডা রাখা কষ্ট হয় যখন বলে যাবনা। কোথাও যাবে না। যেখানেই বলুন যাবে না। গত পরশুদিন এক রিক্সা ওয়ালা আমার কাছে এমন এক ভাড়া চাইলো, যেখানে স্বাভাবিক ভাড়া তার অর্ধেক। কি করতে ইচ্ছা করে বলেন। মুঞ্চায় ধইরা গিরা ভাইঙ্গা আলগা কইরা ফালাই।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
তানভীর হাসান টেনি বলেছেন: হ ভাই
৭|
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩
কোডব্লকার বলেছেন: নারীবাদী রিক্সাওয়ালা
খালি হাসতেছিই হা হা হা
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
তানভীর হাসান টেনি বলেছেন: ![]()
৮|
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫
শাকিল ১৭০৫ বলেছেন: শুরু না হইতেই শেষ :-& :-&
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
তানভীর হাসান টেনি বলেছেন: কিছু জিনিষ শুরুতেই শেষ হতে ক্ষতি কি!!
৯|
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
এন ইউ এমিল বলেছেন: এই বুঝি রবিঠাকুরের সেই ছোট গল্প? "হইয়াও হইলোনা শেষ"
হারামজাদা নারীবাদী রিকশা ড্রাইভার।থাবড়া মাইরা তোর শার্টের বোতাম ছিরালামু।
চরম মজা পাইছি
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
তানভীর হাসান টেনি বলেছেন: ![]()
১০|
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২০
সাইফুলহাসানসিপাত বলেছেন: সুন্দর ।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮
তানভীর হাসান টেনি বলেছেন: ধন্যবাদ ![]()
১১|
১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: s r jony বলেছেন:
শুরুতেই শেষ কইরা দিলেন!!!!!!!!!!!!!!!!
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
তানভীর হাসান টেনি বলেছেন: হা ভাই কাজটা একটু খারাপ হয়ে গেছে ![]()
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
s r jony বলেছেন:
শুরুতেই শেষ কইরা দিলেন!!!!!!!!!!!!!!!!