![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৬ দফা প্রণয়নকালের তৃতীয় শ্রেণির নেতা বলায় বর্ষীয়ান সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসাকে মানসিক ভারসাম্যহীন ও মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে অ্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
একইভাবে সাবেক সাবেক ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকীর শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া বক্তব্যকে উন্মাদের প্রলাপ বলেছে দলটি।
একই আলোচনা সভায় প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকীর শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া বক্তব্যকে উন্মাদের প্রলাপ উল্লেখ করে হানিফ বলেন, ‘তাকে (নূরে আলম সিদ্দিকী)) স্মরণ করে দিয়ে বলতে চাই, জাতির জনকের জীবদ্দশায় তাঁর ঐতিহাসিক ধানমন্ডিস্থ ৩২নং-এর বাসভবনের ফ্লোরে গড়াগড়ি খেয়ে ছাত্রলীগের সভাপতির পদটি বাগিয়ে নিয়েছিলেন।
ঘটনা যদি আদৌ সত্যি হয় তাহলে মুজিবের মধ্যে অবশ্যাই থার্ডক্লাস নেতার মানসিকতা ছিল।কারণ,একজন প্রকৃত নেতা যোগ্যতা দেখে পদ বন্টন করে কে পা ধরে কাঁধল কে তেল মারল তা দেখে পদ বন্টন করেনা।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৯
আবিরে রাঙ্গানো বলেছেন: শেখ মুজিবকে দিল দরিয়া প্রমানের চেষ্টা। শেখ হাসিনাও তো অনেক দিল দরিয়া। আবুলকে মন্ত্রী বানাইছিলো তো এজন্যই।