![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাড়ার ক্রিকেট কি লীগ কিংবা জাতীয় দলের ম্যাচ সব ক্রিকেট ম্যাচের উত্তেজনায় প্রায় একই রকম।ভাল করলে আনন্দ খারাপ করলে মন খারাপ বকাঝকা।খেলার অংশ এটাই।এবং এটাই স্বাভাবিক ।
কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটি মেনে না নেওয়াদের মধ্যে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের জুড়ি নেই।
২২জানুয়ারীর দর্শককে মাদার*দ গালি দিয়ে আবারও আলোচনায় তামিম।তামিম শুধু গালি এবং ব্যাট দিয়ে পিটানোর হুমকি দিয়েই ক্লান্ত হয়নি ।তামিমের আক্রমনাত্বক মনোভাবের কারণে নিরাপত্তাকর্মীরা বিসিবির নিরাপত্তা উপদেষ্টা কর্নেল (অব.) মেজবাউদ্দিন সেরনিয়াবাতের কক্ষে এক তরুনকে ধরে নিয়ে গেছে । সেখানে তরুণ নিজেকে কেবল নির্দোষই দাবি করেননি, দাবি করেছেন তামিমের বড় ভক্ত হিসেবে। সেরনিয়াবাত নিজেই বলেছেন তা, 'ওই তরুণ নাকি তামিমকে বলেছিলেন, আরো সময় ধরে ব্যাটিং করলে ম্যাচটি দুরন্ত রাজশাহী জিততে পারত। কিন্তু তামিম নাকি সেটিকে ভুল বুঝে মনে করেছিলেন তাকে গালিগালাজ করা হয়েছে।
শুধু দর্শকদের না মাঠে,মাঠের বাইরে অনেক নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে তামিম বহুবার।কখনো অহংকারী আচরণের জন্য কখন প্রতিপক্ষকে আক্রমনের জন্য।বাজে আচরণের কারণে নিষিদ্ধ পর্যন্ত হয়েছিল তামিম।
৩.১.২০১২ ওল্ড ডিওএইচএস ও ভিক্টোরিয়ার ম্যাচ চলার সময়কার ঘটনা। ওল্ড ডিওএইচএসের ক্রিকেটার ফয়সাল হোসেনের এলবিডব্লিউ আউট নিয়ে আপত্তি করেন সতীর্থরা। এ সময় ভিক্টোরিয়ার তাঁবু থেকে লুত্ফর রহমান তাঁদের উত্ত্যক্ত করার চেষ্টা করেন। আশরাফুল বিষয়টা মাঠের আম্পায়ার আনিসুর রহমানের নজরে আনলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তামিম।ঘটনা নিয়ন্ত্রনে আনতে বেশ বেগ পেতে হয় আম্পায়ারদের ।শেষে পরের ম্যাচে নিষিদ্ধ করা তামিম ইকবালকে ।
চিকিৎসার প্রয়োজনে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বিমানের বিজনেস ক্লাস না দিয়ে ইকোনমি ক্লাসের টিকিট দেওয়া হলে ভিসা ফর্ম ছিঁড়ে ফেলেছিলেন। আকরাম খান এবং মাশরাফির চেষ্টায় পরে ব্যাপারটা সামাল দেওয়া হয়।
ইনজ্যুরড অবস্থায় আন্তর্জাতিক সিরিজ চলাকালে স্কোয়াডে না থেকেও ।অন্যায়ভাবে ড্রেসিংরুমে প্রবেশের অ্যাক্রিডিটেশনের জন্য করেছিলেন হম্বিতম্বি।
বিপিএলে গতবার চিটাগাং কিংস কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলায় সুস্থ থাকা সত্ত্বেও তাঁকে খেলানো হয়নি।
ভারতীয় টিভির স্টিং অপারেশনে তামিম 'হুন্ডি' করে বিদেশে টাকা নিয়ে যান বলে জানিয়েছিলেন তাঁর এজেন্ট।
তামিমের এমন আরো অনেক কুকীর্তি আছে যা খবরের শিরোনাম হয়েছে ।
আকরাম খান,আমিনুল ইসলাম বুলবুলরাও সুপারস্টার।কোনদিন শুনেছেন কোন নেতিবাচক খবরের শিরোনাম হতে ?আকরাম,বুলবুলরা কি তারকা ক্রিকেটার না?
অনেকেই তামিমকে সেভ করতে গিয়ে বলছে যে দর্শকরা তামিমের সাথে খারাপ আচরণ করেছে ।
একটা প্রশ্ন করি ।আপনি টিকেট কেটে কোন কনসার্টে গেলেন।ঘাটের টাকা খরচ করে গিয়ে দেখলেন শিল্পীর গান আর কাকের কা কা একইরকম।তখন আপনি কি করবেন?টমোটো পঁচা ডিম পানির বোতল কি ছুঁড়ে মারবেন না?যদি না মারেন তাহলে আপনার ভাই অনেক টাকা।
কিন্তু যে দেশে আমার মত কোটি কোটি আমজনতা অনেক কষ্টের মাঝে একটু বিনোদনের জন্য ঘাটের পয়সা খরচ করি তখন যদি দেখি কাকের মত কা কা করছে শিল্পী তখন আমি টমেটো,ডিম হাতের কাছে থাকলে ছুঁড়ে মারবই ।
কনসার্টের ব্যাপারটা দিয়ে উদাহরণ দিয়েছি সহজ করে বুঝানোর জন্য।কারণ,কনসার্টে দর্শক আশানুরূপ বিনোদন না পেলে এমন কান্ড দর্শক প্রায় ঘটায়।ঠিক তেমনি মাঠে গিয়ে দর্শক প্রিয় খেলোয়াড়ের কাছ থেকে আশানুরূপ পারফর্মেন্স না পেলে ভূয়া,ধুয়োধ্বনি দিতে পারে।বলতেই পারে `তামিম ভাই আপনি আরো সময় ধরে ব্যাটিং করলে ম্যাচটি দুরন্ত রাজশাহী জিততে পারত' ।এমনটা বলার জন্য মাদার*দ গালি দেওয়া কোন ভাবেই মেনে নেওয়া যায় না।কোন যুক্তি দিয়েই গালিটাকে সমর্থন করাটা কি আদৌ বুদ্ধিমানের কাজ?
শেষকথা।
বাংলাদেশের একজন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়ের নামের আগে বেয়াদব শব্দটি লিখতে হবে এমনটা ভাবিনি ।কিন্তু তামিমের একের পর এক আচরণের কারণে না লিখেও পারা গেল না।ভারতীয় ,পাকিদের আচরণের কারণে আমরা যদি ওদের বেয়াদব বলতে পারি তাহলে আমাদের দেশের ক্রিকেটারদের আচরণের কারণে বেয়াদব লিখলে সেটা মেনে নেবার মানসিকতাও আমাদের থাকা উচিত।
সূত্র:আমার দেশ,কালের কন্ঠ,প্রথম আলো
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৯
টেরাকোটা বলেছেন: আপনার সাথে একমত।
দুরন্ত রাজশাহীর মালিক মুশফিকুর রহমান বলেছেন , 'খুলনা স্টেডিয়ামে তামিম যে ঘটনা ঘটিয়েছে, সে জন্য প্রচণ্ড ঘৃণা প্রকাশ করছি। এটি চরম দুঃখজনক একটি ব্যাপার। বিশেষ করে খেলোয়াড়দের মাথায় রাখা উচিত, ভক্ত-দর্শকদের ভালোবাসাই তাঁদের তারকা বানিয়েছে। কাজেই দর্শকদের নানারকম আবদারে তাঁদের আরো বেশি সহিষ্ণু হওয়া প্রয়োজন।'
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২
নিশ্চুপ শরিফ বলেছেন: আবিরে রাঙ্গানো@ আপনি মনে হয় মস্তফা কামাল টাইপ ভক্ত ক্রিকেটের। সালাম না দিলে মাইন্ড করে অধিনায়ক কে ছুরে ফেলে দেন।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮
টেরাকোটা বলেছেন: উনি কিন্তু বলেননি সাকিব বেয়াদব।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১
দি সুফি বলেছেন: আশা করি ভবিষ্যতে তামিমের খেলা দেখা থেকে বিরত থাকবেন।
আরেকটা প্রস্তাব আছেঃ এক কাজ করা যায়। তামিমকে ঝেটিয়ে দল থেকে বের করে দিয়ে, আপনাকে নিয়ে নেয়া। কি বলেন কেমন হয়???
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪
টেরাকোটা বলেছেন: তামিমের আচরনের বাজে দিকটা স্বীকার করতে আপনার কি কষ্ট হচ্ছে ?একবারতো অন্যায় করেনি ? নাকি তামিম সেলিব্রেটি তাই তাঁর অন্যায় নিয়ে কিছু বলা যাবেনা?
দুরন্ত রাজশাহীর মালিক মুশফিকুর রহমান বলেছেন ,খুলনা স্টেডিয়ামে তামিম যে ঘটনা ঘটিয়েছে, সে জন্য প্রচণ্ড ঘৃণা প্রকাশ করছি। এটি চরম দুঃখজনক একটি ব্যাপার।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫
নাইট রিডার বলেছেন: এইখানে দেখুন
আর দর্শকরা খেলোয়ারদের এবং অনেক ক্ষেত্রেই তাদের বাপ মা তুলে কি মধুর কমেন্ট গুলো করে সেটা স্টেডিয়ামে বসে খেলা দেখলেই বুঝবেন, এইসব দর্শকরুপী কুলাংগারের জন্য গালি দরকার মাইর, তামিম তো অনেক কম করেছে। আর এদেরকে গালি দিলে গালি কোন ক্রিকেটের দর্শকের গায়ে লাগেনা, লাগে যারা প্লেয়ারদের গালি গালাজ করাকে নিজের দায়িত্ব মনে করে
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১২
টেরাকোটা বলেছেন: আপনি হয়ত আমার পোষ্ট পড়েননি অথবা আপনি মুখস্থ বিদ্যা টাইপের একটি কমেন্ট করে ফেলেছেন।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭
ধৈঞ্চা বলেছেন: তামিমের মত এতটা বেয়াদব কৃকেটার বাংলাদেশ দলে আর দ্বিতীয়টা নাই। ক্যারিয়ারে সামান্য কিছু ভাল ইনিংস আছে বলে সবাই বেশ সমীহ করে, আমি মনে করি না এই বেয়াদবটাকে এতটা সমীহ কারার দরকার আছে।
শেনওয়ার্ণ পরবর্তী সময় আষ্ট্রেলিয়া দলে ম্যাকগিল নামে একজন ভাল স্পিনার দলে এসেছিল। খুবই ভাল স্পিনার ছিল সে, অনেকে শেনওয়ার্ণের বিকল্প ভাবতেও শুরু করেছিল, শুধুমাত্র বেয়াদবীর করনে ক্যারিয়ার থেকে ছিটকে পড়ল। সাইমনেরও অনেকটা এরকম অবস্থা হয়েছিল।
তামীম মানের এখন নতুন বেশ কিছু ব্যাটসম্যান এবারের বিপিএল-এ দেখা যাচ্ছে যাদের দিয়ে তামীমকে ভাল ভাবে রিপ্লেস করা যাবে।
বিপিএলে রাজশাহীর অবস্থা সবচেয়ে খারাপ, শুরুর আগে সবাই রংপুরকে বলছিল খারাপ দল, আসলে রাজশাহীই সবচেয়ে খারাপ এবং তা তামীমের জন্য।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩
টেরাকোটা বলেছেন: ভাল ভাল প্লেয়ার উঠে আসলে ক্রিকেটেরই লাভ।দলে জায়গা পাওয়া প্রতিযোগিতা যত বাড়বে ততবেশী ক্রিকেটারদের অহংকার কমবে ।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১০
িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: চাঁদেরও কলঙ্ক আছে, সুতারাং তামিমের কলঙ্ক থাকা স্বাভাবিক । ক্রিকেট খুঁটিনাটি নিজে খেলছি তাই বুঝি খেলার মাঠে নিজাকে স্থির রাখা অনেক হার্ড । আপনার শিরোনাম আপত্তিকর, তামিম অন্যায় করলে তার বিচার করার লোক আছে কিন্তু তাকে বেয়াদব বলে আপনি যে অন্যায় করেছেন তার বিচার কে করবে?????????
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪
টেরাকোটা বলেছেন: আমি শুধু একটি অন্যায় নিয়ে কোন সিদ্ধান্তে পৌছায় নি ।বেয়াদবী মার্কা অনেক আচরণের প্রমাণ আছে পোষ্টে ।
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১২
লিউনেল মেসি বলেছেন: আমাদের ব্লগারও ওর মত এরোগেন্ট কিছু হলেই গালাগালী শুরু করে। ভাই, মানুষের দোষ না ধরে নিজেরটাই ধরা উচিত।
আর একটা ফেসবুক পেইজ থেকে নিচের পোস্ট টি পেলামঃ
"ভিডিওটা দেখলাম, খুব সহজভাবেই বুঝলাম ক্যামেরা যার হাতে ছিল তার থেকে খানিকটা নিচে গ্যালারী থেকে একদল মানুষ তামিম, তামিম, ভুয়া ভুয়া বলে চিৎকার করতেছিল।
সে সময়ই তামিম ইকবাল সিড়ি দিয়ে উপরে উঠা আরম্ভ করে। তখন ক্যামেরাওয়ালা'র পাশে থেকে একটা মেয়ে অটোগ্রাফ চায়।
তামিম তখন, ঐ নিচের ভুয়া গ্রুপটার পার হইতেছিল, এবং তখনই গালিটা দেয়।
মেয়েটাকে না, ও গালি দেয় ওকে উত্যক্ত করা পোলাপানগুলারে। এমনকি ভিডিওতে পরিষ্কার দেখা যায়, ও যখন ক্যামেরার পাশে থাকা মেয়েটাকে ক্রস করে তখন তার দিকে একটু তাকায়ও।
কিন্তু যেই ভিডিওটা আপলোড করছে, মানুষের ইমোশনে হিট করার জন্য অটোগ্রাফ প্রত্যাশী মেয়েকে গালি দেয়ার কাহিনী বানাইছে।
এবং পুরোপুরি ফ্যাসাদবাজি করছে ।"
তামিমের জায়গাই আমাদের এই ব্লগাররা থাকলে এর চেয়ে বেশি করত।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬
টেরাকোটা বলেছেন: তামিম, তামিম, ভুয়া ভুয়া বলে চিৎকার করলে একজন প্লেয়ার মাদার*দ গালি দেবে ? আর সেটাকে সমর্থন করবেন?কি আজব ব্যাপার স্যাপার!!!!!
ক্রিকেট মাঠে ভুয়া এটা ডালভাতের ব্যাপার।জীবনে কি কখনো ক্রিকেট খেলেননি ?কিংবা মাঠে গিয়েও দেখেননি?
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫
নিশ্চুপ শরিফ বলেছেন: ধৈঞ্চা @ কি টাইপ নিউজ আপনি পড়েন বুঝে আসেনা। মাকগিল তার আচরনের জন্য দল থেকে বাদ পড়েনি। তার ক্ষেত্রে জেতা হইছে শেনওয়ার্ণের সময় ক্রিকেট এ আসছে। এই জন্য চান্স পায়নি যে আচরন খারাপ
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬
আবিরে রাঙ্গানো বলেছেন: @ নিশ্চুপ শরিফ : আপনি কি বলতে চান?? নিজের মাঝে অহংবোধ থাকার দরকার আছে, সেটি মনরে মাঝেই রাখতে হয়। সেই অহংবোধের কারণে অন্য সবাইকে ছোট্র করে দেখাটা প্রকাশ করাটা বোকামী। তাছাড়া সবকিছু দেখেশুনেও যদি আপনি এড়িয়ে যান যেখানে আমার তো দায় ঠেকেনি আপনাকে দেখানোর। যটি সত্য সেটি বলেছি। আপনি যেটি বললেন মেনে নিলাম, সেখান থেকেই প্রতিত্তোর দিচ্ছি। আপনার কি মনে হয় যারা সিনিয়রদের সালাম দেয়া না তারা ভাল ছেলে? তারা অনুকরনীয়? তারা কি কারো রোল মডেল হওয়ার যোগ্য? ভাল খেলে বলে দলে বেয়াদপদের দরকার নেই। কারণ বাংলাদেশে অনেক উদিয়মান খেলোয়াড় আছে যারা সুযোগ পেলেই ভাল খেলে। নাসির, এনামুল কিম্বা জিয়াউর তার প্রমান।
@ দি সুফি কে বলছি: একজন খেলোয়ার যার ওডিআইতে এভারেজ ৩০ স্ট্রাইকরেট ৮০, তাকে নিয়ে এমন কথা মানায় না। তাকে বাদ দিয়ে দলে নেয়ার মত অনেক প্লেয়ার আছে।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮
টেরাকোটা বলেছেন: আমি একটু যোগ করি ।নিজের মধ্যে অহংকার বোধ থাকা ভাল।তবে সে অহংকার বোধের প্রকাশটা বিনয়ী হতে হয়।
১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২১
ধৈঞ্চা বলেছেন: @নিশ্চুপ শরিফ, আমি নিউজ ঠিকই পড়ি, ২/১ লিন্ক দিতে পাড়তাম তবে এই মুহুর্তে হাতের কাছে নাই।
সে শেনওয়ার্ণের সময়ে এসেছিল ঠিক আছে, শেনওয়ার্ন মাঝে মাঝে দলে না থাকলে তাকে নেওয়া হতো, তবে শেণওয়ার্নের রিটারম্যান্টের পর দলে বেশ কিছুদিন স্থায়ী ছিল।
১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩
লিউনেল মেসি বলেছেন: যে এরোগেন্ট তাকে আউট হওয়ার মুহুর্তে খেপানো অবশ্যই দোষের।
আমি বলছিনা সে গালী দিয়ে ভাল কাজ করছে, আমি বলছি যে, আপনি আমি বা আমরা যারা তাকে ক্ষেপিয়েছি তা ওই গালী দেওয়ার চেয়ে দোষের এবং গালী খাওয়ার মতই কাজ।
না বুইঝা হুদাই লাফালাফি পছন্দ করি না।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬
টেরাকোটা বলেছেন: ক্রিকেট মাঠে ভুয়া ভুয়া ধ্বনি এটা ডালভাতের ব্যাপার। এটার জন্য বাংলাদেশের আর কোন ক্রিকেটারকে দর্শকদের মাদার*দ গালি দিতে শুনেছেন?
আশরাফুলের দিকে যে তেড়ে গিয়েছে
বিজনেস ক্লাস না পেয়ে টিকেটে ছিঁড়ে ফেলা
এসব বিষয়কে আপনি কি বেয়াদবীর পর্যায়ে ফেলবেন না?
১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪
লিউনেল মেসি বলেছেন: কেউ যদি না করে থাকে তবে অনেক ধর্য্যের পরিচয় দিয়েছে কিন্তু এই আচরন অস্বাভাবিক নয়।
যারা মাঠে এইধরনের আচরন করে তাদের পিটানোই উচিত। যারা পিটাতে যায় না তারা মহৎ কিন্তু সবাই যে মহৎ হবে এমন কি কোন কথা আছে?
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
টেরাকোটা বলেছেন: ঠিক আছে ভুয়া ইসুৎতে তালগাছ আপনাকে দিয়ে দিলাম।
আশরাফুলের দিকে যে তেড়ে গিয়েছে
বিজনেস ক্লাস না পেয়ে টিকেটে ছিঁড়ে ফেলা
এসব বিষয়কে আপনি কি বেয়াদবীর পর্যায়ে ফেলবেন না?আমি জানি আপনি আবার পোস্টে আসবেন।যদি এড়িয়ে যান তাহলে আপনার দূর্বলতাই রেখে যাবেন।
১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০
পাগলমন২০১১ বলেছেন: এখনই উচিৎ কতৃপক্ষকে উপযুক্ত সিদ্ধান্ত নেবার।
না হয় পরে ফাকিদের মত হয়ে যাবে আমাদের ক্রিকেট টীম।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
টেরাকোটা বলেছেন: একমত
১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
সবখানে সবাই আছে বলেছেন: ভাই সভ্য দেশগুলোতে নজর দিন। তারা খেলোয়াড় দের সমালোচনা করে। কিন্তু পরে আবার বলে বেটার লাক নেক্সট টাইম। কখনো আমাদের দর্শকদের মত কানের কাছে ভুয়া ভুয়া বলে চেচামেচি করতে থাকে না। এটা গাল দেয়ার থেকেও খারাপ। আপনি আপনার নিজের লাইফে মোটামুটি তামিমের তুলোনায় ৯০ পার্সেন্ট ব্যার্থ। আপনার এই ব্যার্থতা নিয়ে রাস্তায় যদি ১০০ জন মানুষ কানের কাছে বান্দরের মত লাফাতে লাফাতে তালি বাজাতে বাজাতে সুর করে ধুয়া তুলে তখন দেখব আপনার মেজাজ কৈ থাকে!!!!
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬
টেরাকোটা বলেছেন: ভাই যারা ভুয়া বলে চিৎকার করে তারাই আবার চার চক্কা মারলে হাততালি দেয়।প্লেকার্ড হাতে উৎসাহ দেয়।
ঠিক আছে এই ইসুৎতে আপনাকেও তালগাছ দিয়ে দিলাম ।
আশরাফুলের দিকে যে তেড়ে গিয়েছে
বিজনেস ক্লাস না পেয়ে টিকেটে ছিঁড়ে ফেলা
এসব বিষয়কে আপনি কি বেয়াদবীর পর্যায়ে ফেলবেন না?
১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
ইথান মাহমুদ বলেছেন: আমাগো হগল বাঙালীর দোষ হলো যারে আমরা সাপোর্ট করি হের ভালা হইলে তো আরো তেল দিয়া ভালা কই আর খারাপের প্রমাণ পেলেও বলে এটা খারাপ না,ও একটু এই রকমই, এগুলা কিছু না, ঠিক হয়ে যাবে।
আপনারদের সাপোর্টারের ভালো কে ভালো বলতে পারেন আর খারাপকে খারপ বলতে গেলে এ ই শুরু হয়ে যায় ! সমস্যা কি?
মাথার বিবেকে কি গুনেপোকা ধরছে নাকি??
আমাদের দেশের কুলাংগার বাঙালী সাপোর্টরের (রাজনৈতিক, খেলার , এইদল,সেই দল....) জন্য দেশের এই অবস্থা।
১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
দি সুফি বলেছেন: আবিরে রাঙ্গানো বলেছেন: একজন খেলোয়ার যার ওডিআইতে এভারেজ ৩০ স্ট্রাইকরেট ৮০, তাকে নিয়ে এমন কথা মানায় না। তাকে বাদ দিয়ে দলে নেয়ার মত অনেক প্লেয়ার আছে।
এক কাজ করেন। লোটারে ফিরাইয়া আনেন, অথবা আপনারা একটা মানব বন্ধন করেন তামিমের অপসারনের দাবিতে। এরপর নিজেও নেমে পরতে পারেন। আশা করি আপনার এভারেজ ৫০ এর উপরেই থাকবে।
তার আগে একবার চোখখুলে দেখুনতো তামিমের চেয়ে বেশি এভারেজ বাংলাদেশে কয়জনের আছে!
@লেখকঃ তামিমের আচরনের বাজে দিকটা প্রথম দিনই স্বীকার করে নিয়েছিলাম। তার উচিত হয়নি এরকম আচরন করার। কিন্তু আমাদেরও কি উচিত হচ্ছে এই ব্যাপারটা নিয়ে এত জ্বল ঘোলা করা? কয়েকজনতো এই ব্লগেই পোষ্ট দিলেন তামিমকে দল থেকে তাড়িয়ে দেয়ার জন্য!
২৩-২৪ বছরের একটা মানুষের জন্য খেলার মাঠে এত বিশাল চাপ সামলে, মাঠের দর্শকদের গালাগালির চাপ সামলে এখনও যে পাগল হয়ে যায়নি এটাইতো অনেক কিছু। একবার নিজেকে তামিমের আসনে বসিয়ে চিন্তা করুন। চিন্তা করুন যখন আপনি ব্যাট করছেন ১৫ কোটি মানুষ আপনার দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। তাদের একটাই চাওয়া, আপনার ব্যাটে রান এবং বাংলাদেশের আরেকটু ভালো খেলা, আরেকটা বিজয়। এই প্রচন্ড চাপ সামলে, এত দুঃখ-কষ্টের মাঝেও ঐ ১১ জন আমাদের কিছু সময়ের জন্য হলেও আনন্দের উপলক্ষ্য এনে দিচ্ছে। এটা কি যথেষ্ট নয় ওদের এরকম আচরনগত ভুলত্রুটিগুলো ক্ষমা করে দেয়ার জন্য? দিন শেষে ওরাও আমাদেরই মত রক্ত-মাংশে গড়া মানুষ!
১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১
নামহীন যুবক বলেছেন: ভাইরে,এক হাতে তালি বাজে না। বুঝলাম তামিম খারাপ,তাই বলে ঐ পোলা যে সাধু,তা কিনতু না। এই বেপারটা নিয়ে তামিম তার ফেসবুক এ কিসু কথা লিখেসে,ফেসবুক থেকে কপি পেসট করলাম-
Tamim Iqbal
"A recent video on Facebook has caught my attention. In the video it has been shown that I abused a GIRL who was looking for my autograph which is totally wrong and misleading!
It is true that I got aggressive and abused but it was never the girl rather one of the person standing near the stair case.
I am being criticised for my act but first one needs to understand what made me react on such extent. At that moment, I came back to the dug-out getting dismissed in a match which we could have ended winning. I had no control on my nerves and that all I had in my mind was the frustration of things going wrong.
While going up to the dressing-room, this guy standing near was literally abusing my parents which made me feel offended thus react.
It is true that as a national figure I should be more careful with my public acts but I want to remind all of you that at the end of the day, I am also a human being who has emotion like any other. It is usual for one to react in the worst possible way when frustrated and that exactly happened with me that day. It was not the first instance that I or any other cricketer that was abused in the worst way possible from a FAN from the gallery but this time things just went wrong. We, the sports person, try to give our best to entertain and perform for the FANS, however if this is how a FAN should behave, I think it is better not to have one!
At the end, all I want to say is you all cheer and celebrate when we do well or perform as per your expectation. But when things go wrong, all the love literally turns into hatred and ABUSIVE! Is that the right thing to do? I don’t think so, I will never call that a TRUE FAN.
P.S – This is my explanation on the whole thing which happened that day and still if anyone thinks that what I did was intentional and I am guilty, I ask for apology, but not from the GUY who flared the whole situation." - Tamim Iqbal.
তামিম এর ফেসবুক পেজ
১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হ, তামিম বেয়াদব।
তামিম বাদ।
আপনি ই পরের ম্যাচ খেইলা দেন।
১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
নামহীন যুবক বলেছেন: মা বাপ তুইলা গালি দিলে তো আমি পিডায়া মাইরালাইতাম
,তামিম তো সেই দিক দিয়া কিসুই করে নাই ।
খেয়াল কৈরা - "While going up to the dressing-room, this guy standing near was literally abusing my parents which made me feel offended thus react."
আপনার বাপ মা রে গালি দিলে আপনে কি করতেন টেরাকোটা ?? বাপ মা রে যে গালি দিলো,তারে টাইট দিয়া যদি বেয়াদপ হৈতে হ্য়,তাহলে সব ছেলে মেয়ের ই এই
রকম বেয়াদপ হওয়া উচিত।
২০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
রবিনহুড বলেছেন:
দর্শকদে মনে হয় প্লেয়ারদের গালি দেবার লাইসেন্স দেয়া আছে?
এই ধরনের কয়টা লাইসেন্স আপনার আছে? আমিও একটা লাইসেন্স নিতে চাই... আর সেটা নিয়ে গ্যালারিতে বসে প্লেয়ারদের গালি দিতে চাই.... প্লিজ আমাকে একটা গালির লাইসেন্স পেতে সাহায্য করুন।
অভদ্রতা কে আগে করেছিল? দর্শক না তামিম?
২১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ফেইসবুকে তামিমের বক্তব্য........
২২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৯
আবিরে রাঙ্গানো বলেছেন: দি সুফি বলেছেন: তার আগে একবার চোখখুলে দেখুনতো তামিমের চেয়ে বেশি এভারেজ বাংলাদেশে কয়জনের আছে!
আমি কখনো বলিনি তামিম খারাপ খেলে। তারপরেও সর্বশেষ কোন ওডিআইতে তামিম জিতিয়েছে মনে আছে? দলে এখন অনেকেই তামিমের চেয়ে ভাল পারফর্ম করে, কিন্তু তামিমকে আমরা বেশি ভাল মনে করি ওর এ্যাটাকিং মেজাজের কারণে। ওডিআইতে ওর চেয়ে ভাল এভারেজ নিয়ে দলে আছে কমপক্ষে ৫ জন। শাহারিয়ার নাফিস, নাসির, সাকিব, এনামুল হক বিজয়, মাহামুদুল্লাহ রিয়াদ। এদের একজনও কি তামিমের মত আচরণ করেছে কারো সাথে? একটি দলে একজন শুধু-ব্যাটসম্যানের এ্যাভারেজ যদি অলরাউন্ডারদের চেয়ে খারাপ থাকে তার এমন আচরণের পরেও কেন তাকে প্রশ্রয় দিতে হবে? আশরাফুল কিম্বা মুশফিকের নামে এমন কোন অপবাদ শুনেছেন কখনো? ওরাও কিন্তু গালি খায়। পার্থক্যটা কোথায়? তারপরেও আমি তামিমকে বাদ দিতে বলিনি, বলেছি ওকে ছাড়া আমাদের চলবে না এই মানসিকতা ঠিক না।
২৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৭
নাইট রিডার বলেছেন: খুলনার ঘটনায় তামিমের অনুতাপ...
খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাট হাতে এক দর্শকের দিকে তেড়ে যাওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনুতপ্ত তামিম ইকবাল।
সোমবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বরিশাল বার্নার্সের বিপক্ষে খেলা শেষে সংবাদ সম্মেলনে দুরন্ত রাজশাহীর উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, “ফেসবুকে আমার একটা ফ্যান পেইজ আছে। তাতে আমি একটা বক্তব্য দিয়েছি। তারপরও বলছি, একজন ‘আইকন’ ক্রিকেটার হিসেবে আমার কাছ থেকে এমন আচরণ কেউ আশা করে না।”
“কিন্তু আমি তো একজন মানুষ। নিজের বাবা-মাকে নিয়ে বাজে মন্তব্য শুনলে কে নিজেকে ধরে রাখতে পারে? আমিও পারিনি,” যোগ করেন তিনি।
ভক্তদের কাছে ক্ষমা চাইলেও ঐ বিশেষ ধরণের ‘ভক্তে’র প্রতি ক্ষোভ প্রকাশ করে তামিম বলেন, “ভক্তরা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরও আমি বলতে চাই, এমন ভক্ত আমার দরকার নেই।”
তিনি আরো বলেন, “নিরাপত্তা বাহিনীও ভালো মতোই জানে, ঐ ঘটনায় আমার কোনো দোষ নেই। তারা তো ছেলেটিকে আটক করেছিল। ছেলেটিকে নিয়ে কী করবে আমার কাছে তা জানতেও চেয়েছিল তারা। আমি তাকে ছেড়ে দিতে বলি। আমি মনে করি ঘটনাটার এখানেই সমাপ্তি।
তারপরেও আমি বলতে চাই, "এমন ভক্ত আমার দরকার নেই।”
সহমত
২৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫
নষ্ট ছেলে বলেছেন: গ্যালারী থেকে দুনিয়ার সব দর্শকই গালাগালি করে, কটুক্তি করে। তাই বলে কি সব প্লেয়াররাই তেড়ে আসে? তামিমের অন্ধ বক্তদের কাছে প্রশ্ন।
২৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১০
জেনারেশন সুপারস্টার বলেছেন: অশ্লীল গালাগালি করাটা ঠিক হয়নি।কথার অর্থ ভূল বুঝে আক্রমণ করা বাঙ্গালীর পুরনো কমন রোগগুলোর মধ্যে অন্যতম।তবে মাঠের হাজার হাজার দর্শকের মাঝে বিশেষ করে ম্যাচের ঐরকম পরিস্হিতিতে যেখানে তামিমের মত খেলোয়াড়ের মনে কোটিভক্তের তৃষ্ণার্ত চোখ ফুটে ওঠে ফলে হাজারটা চাপ মাথায় সে পরিস্হিতিতে কারও এমনটা বলা উচিৎ নয় যে ওমন খেললে তেমন হত,এতটা চার মারলে ঐরকম রেজাল্ট আসত.......এটাও মাথায় রাখতে হবে যে সে তামিম বলেই ঐ মুহুর্তে সে মাঠের এগারো জনের একজন আর ঐ তরুণ নিজের ক্ষমতার কারণে দর্শকের সারিতে।আপনার পোস্টে মনে হল আপনি তামিমের বিরুদ্ধে আদাজল খাইয়া নামছেন।বললেন যে কোনদিন শুনেছেন কোন নেতিবাচক খবরের শিরোনাম হতে ?আকরাম,বুলবুলরা কি তারকা ক্রিকেটার না?তামিম এমন কিছু করে ফেলেনাই যে এখনই এমনটা বলতে হবে।তাকে তার ট্যাম্পার নিয়া থাকতে দেন।এসব ফালতু লেখা তামিমের মনে লাইগা যদি তার ফর্ম বা প্রতিভার বারোটা বাজে তার জন্যে কিন্তু আপনাদের এসব প্রচারণাও দায়ী থাকবে।
২৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭
কামরুল ইসলাম রুবেল বলেছেন: বালপুষ্টে কইস্যা মাইনাচ
২৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭
কামরুল ইসলাম রুবেল বলেছেন: বালপুষ্টে কইস্যা মাইনাচ
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৬
আবিরে রাঙ্গানো বলেছেন: ব্লগে আমার মত ক্রিকেট ভক্ত কমই আছে। আমার ব্লগে গেলেই বুঝতে পারবেন। আমি অনেক আগে থেকেই তার এ্যটিচিউড দেখেছি। তামিম অনেক বেশি এ্যারোগেন্ট। আশরাফুলের মত সিনিয়র খেলোয়াড়ের সাথে চোখ রাঙ্গাতে দেখেলেই বোঝা যায় সে একটা বেয়াদপ। সাকিবও ঐদিকে যাচ্ছিলো ঠিক তখনই তাকে অধিনায়কের আসন থেকে ছুড়ে ফেলা হয়। যেটি ভাল সিদ্ধান্তই হয়েছিল বলে আমার মনে হয়।