নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জননী ও জন্মভূমি আমার অহংকার

তিথীডোর

Busy working mother with two child, work as an Architect. Love reading, painting, involved in designing interior, gardening and most of all, love to having quality time with family. Have strong connection with desh and family in back home..beleive in future bangladesh with beautiful infrastucture, low cost housing for street people and lot more improvements..I have a dream on this that Me and my kids will be part of that improvement!

তিথীডোর › বিস্তারিত পোস্টঃ

আজ সকালে..

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩১

খুব ভোরে আমার মেয়ের স্কুল বাস আসে। আজ বেশ ঠান্ডা পরেছে হঠাৎ করে, সুনসান নিরব চারিদিকে। দু একটা গাড়ির হেড লাইট জ্বলে উঠছে..

পরিপাটি আর সযত্নে ছাটা প্রতিটি বাড়ীর সামনের লনের সবুজ ঘাস ভোরের আলোয় ঝিকমিক করছে, গাছের পাতায় কমলা আভা আসি আসি করছে, অদ্ভূত সুন্দর এই সকাল আর তার চেয়েও সুন্দর এই ছোট্ট শহরতলীর পাড়াটি! মেয়ে আমার পাশাপাশি হেটে চলছে বাস স্টপের দিকে আর গুনগুন করে গাইছে--কবে যাব ফিরে..গানটি। হঠাৎ গান থামিয়ে বলে উঠল ও--কি boring না আম্মু এই দেশ টা?!..আমি মাথা নাড়ি, --না তাহবে কেন? কি সুন্দর সবকিছু!, কত গোছানো সব!

মেয়ে হতাস হয়, সেই একঐ অনুযোগ--বাংলাদেশের চাইতে কিছুই সুন্দর না! বাস চলে এলো, ও চলে গেলো, বাসের হলুদ আভা কোণের রাস্তার বাকে হারিয়ে গেলো..মেয়ে আমার কোলাহল, গাড়ীর ভেপু, আমড়া বিক্রেতার ডাক, রান্না ঘরের দীদার তরকারির ঝাঁঝালো গন্ধ, তাতানো দুপুরে আমায় না বলে মাঠ পেরিয়ে কোথায় কোথায় পাগলের মতো ঘুরে বেড়ানো, কি আনন্দ! কি আনন্দ! এই সব প্রচন্ড ভালোবাসে..

অতো ভাবার সময় নেই, ঝাপিয়ে পরতে হবে কাজে! বড় ছকে বাধা এই জীবন, যান্ত্রিক সময়! জোরে জোরে পা ফেলে বাসার পোরচের দিকে আগাই, কত কাজ পরে আছে! গলার মাঝে ব্যাথা অনূভব হয়--হয়তো আমার মেয়েই ঠিক! সবাইকে নিয়ে ধুলোবালির মধ্যেও বেচে থাকার মজা আছে! ওর কথা মতো---সব সাজানো আম্মু, but lifeless!.

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দেশকে দারুন অনুভব করছেন মা মেয়ে বুঝা যাচ্ছে।
প্রবাসে ভালো থাকুন, দেশের প্রতি অনুভব বেঁচে থাকুক।
শুভকামনা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০১

তিথীডোর বলেছেন: চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত, মেয়ে আমার বড়ই অদ্ভূত!..এরকম ফ্যানাটিক বাংলাদেশ পাগল বিদেশে জন্যান টীন এজার কখনো দেখিনি, ওর কথা লেখা শুরু করব একসময়। দোয়া রাখবেন..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.