নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
আমরা ইন্টারনেটে সাধারণত যা ব্রাউজিং করি, সার্চ করি, ইউটিউব দেখা সহ নানান ওয়েবসাইট ধরে যা দেখি তাই ফেসবুক এবং যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইউটিউবে এমনকি সামহোয়্যারইন ব্লগেও সাজেশান হিসেবে দেখাতে থাকবে। বিষয়টি নির্ভর করছে আমি আমার কম্পিউটার কিভাবে ব্যবহার করছি।
আমি লক্ষ্য করেছি আমি ইন্টারনেটে ক্রেডিট কার্ডে যে কোনো পণ্য ক্রয় করি পরবর্তী সময়ে সামহোয়্যারইন ব্লগে তার বিজ্ঞাপণ দেখতে পেয়েছি এবং পাচ্ছি। পোস্টের ছবিতে তার জ্বলন্ত প্রমাণ। একবার বেশ কিছু থালাবাসন হাড়ি পাতিল আমি ইন্টারনেটের মাধ্যমে সার্চ করি পরবর্তীতে সামহোয়্যারইন ব্লগে লগইন হলেই বাংলাদেশের ব্রান্ডেড প্রতিষ্ঠানের থালাবাসন হাড়ি পাতিল সহ সুদূর ইরান ও চীনের থালাবাসন হাড়ি পাতিল সামহোয়্যারইন ব্লগ আমাকে সাজেশান দেখিয়েছে প্রায় এক মাস!
বিজ্ঞাপন অপশনে সামহোয়্যারইন ব্লগের কোনো হাত নেই। হাত আছে সার্চ ইঞ্জিনের। অর্থাৎ আমি আমার কম্পিউটার দিয়ে কি করছি না করছি তার ডাটা কম্পিউটারে ব্যবহৃত ইন্টারনেট সার্চ ইঞ্জিন সংরক্ষণ করে রাখে এবং পরবর্তীতে তাই সাজেশান হিসেবে ফিরে ফিরে আসে। এবার তা গুগল হোক ইয়াহু হোক আর এমএসএন অথবা যে কোনো সার্চ ইঞ্জিন। Why you're seeing an ad - বিস্তারিত জানতে ভিজিট করুন। এর বাইরে কিছুই নেই। এর বাইরে কিছু সম্ভবও না।
তারপরও আমাদের যদি কোনো প্রকার দ্বিমত থাকে তাহলে সরাসরি ব্লগ মডারেটর টিমের সাথে যোগাযোগ করে নিলে সদুত্তর পাওয়া যাবে বলে বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।
ছবি: ডেস্কটপ কম্পিউটার স্ক্রিনশট।
কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইন ব্লগ।
১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
গুগুল কিছুদিন পরে আমাদের ফোনের মাইক্রফোনে থেকে কথা বার্তা শুনে জিনিস পত্র সাজেসন দেবে। আপনি সঠিক বলেছেন। আমারও তাই ধারণা। আপনার কি মনে আছে একবার এক ভদ্রলোক “নিক নাম” মনে নেই। ব্লগে পোস্ট দিয়ে কি যন্ত্রনা! - তার কম্পিউটারে সামহোয়্যারইন ব্লগ ওপেন করলেই কি সব আজে বাজে ছবি দেখেন! - তারপর ব্লগার’রা গেলো রেগে - সে এক বিশাল ইতিহাস!
আপনার ভ্রমণ কাহিনী পড়ছি। লাউ আর লাউ শাক সত্যি সত্যি মজাদার খাবার। মধ্যপ্রাচ্যে মাঝে মাঝে কিছু লাউ পাওয়া যায় যার স্বাদ বিচিত্র কারণে তিতা হয়! আপনি এমন লাউ পেয়েছেন কিনা জানা নেই।
হাইওয়ে পেট্রোল পাম্পগুলোতে নামাজ পড়ার জন্য চমৎকার মসজিদ ও বেশ ভালো রেস্টুরেন্ট আছে। আপনার ভ্রমণ কাহিনী পড়ে বেশ ভালো লেগেছে।
২| ১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৪
খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিক বলেছেন। ব্রাউজিং এর সময় যে যেটা দেখে, সে সেটারই বা সেই ধরণের অটো সাজেশন পায়।
১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
খায়রুল আহসান ভাই, আমি ঢাকার ব্যস্ততা সহ গ্রামের বাড়িতে জমি আর ফসল নিয়ে বেশ ব্যস্ত আছি তাই ব্লগে সময় দিতে পারিনি, আমার পুরাতন পোস্টে আপনার মন্তব্য উত্তরও সঠিক সময়ে দিতে পারিনি, প্লিজ মনোকষ্ট নিবেন না।
ভাইজান, আপনি কেমন আছেন? আমার বেহেস্তবাসী দাদীজান একটি কথা বলতেন “ভয়ে ক্ষয় আর সাহসে জয়” আপনি আমি ইউনিফর্মড ডেকোরেটেড মানুষ। আমাদের সাহস হচ্ছে আমাদের জীবন।
আপনার জন্য দোয়া রইলো, আমার জন্যও দোয়া করবেন। ফি আমানিল্লাহ।
৩| ১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
চাঁদগাজীর সমর্থকগোষ্ঠী বলেছেন:
দুষ্টু সাইটগুলো মেলওয়্যারের সমস্যার কারণে প্রকাশ ঘটে।
১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি কেমন আছেন? আমি আমার পোস্টে বিস্তারিত লেখার চেষ্টা করেছি। বাদবাকী ইনফোটেক যারা তারা ভালো জানার কথা।
৪| ১০ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০৪
চাঁদগাজীর সমর্থকগোষ্ঠী বলেছেন:
লেখক বলেছেন:
আপনি কেমন আছেন? আমি আমার পোস্টে বিস্তারিত লেখার চেষ্টা করেছি। বাদবাকী ইনফোটেক যারা তারা ভালো জানার কথা।
বেশ ভালো আছি। ধন্যবাদ।
১০ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভালো থাকতে পারা এবং ভালো থাকার চেষ্টা করাই এখন সবচেয়ে ভালো কাজ। সামনে মজাদার একটি পোস্ট লিখছি পড়ে আনন্দ পাবেন। আপনার জন্য দাওয়াত রইলো।
৫| ১০ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৭
ইসিয়াক বলেছেন:
আপনি ঠিক বলেছেন প্রিয় মাহমুদ ভাই।
অঃ টঃ ব্লগে এত কম আসেন কেন? ইদানীং আপনার পোস্ট পাই না আপনাকেও পাই না। খুব মিস করি। আশা করি আবার নিয়মিত হবেন।
১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০২
ঠাকুরমাহমুদ বলেছেন:
ইসিয়াক ভাই, আমি ঢাকার ব্যস্ততা সহ গ্রামের বাড়িতে জমি আর ফসল নিয়ে বেশ ব্যস্ত আছি তাই ব্লগে সময় দিতে পারছিনা, আশা করছি আগামীতে কিছু প্রয়োজনীয় ও মজাদার লেখা নিয়ে ফিরে আসবো।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৬| ১০ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদে সকল তথ্য বিক্রয়যোগ্য
১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদে সকল তথ্য বিক্রয়যোগ্য! ভয়াবহ বিষয়! সুপার শপের এসএমএস সহ কার্ড দিয়ে যে দোকান থেকে যা কিনবো শুরু হবে তাদের প্রমোশন এসএমএস অত্যাচার। এই কারণে প্রয়োজনীয় এসএমএস খোঁজে পাই না।
৭| ১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৪
প্রতিদিন বাংলা বলেছেন: মুক্তির উপায় - পে বা ফ্রি এডব্লক ব্যবহার ওসপ্তাহে কুকি পরিষ্কার। তবে তথ্য সবই ফ্রিতে নিলাম হয়ে যায়
১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
সম্ভবত এটিও একটি মুক্তির পথ হতে পারে। বাংলাদেশে এক সময় ক্রিশ্চিয়ান মিশনারিজ থেকে ফ্রিতে বই বিতরণ হতো। ‘মুক্তির পথ, আলোর পথ, উন্নতির পথ, আরোও কতো কি, এখন তারা এভাবে বই বিতরণ করে কিনা জানা নেই।
আপনাকে অশেষ ধন্যবাদ।
৮| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৫
কলাবাগান১ বলেছেন: দায়মুক্তির জন্য নানা কথাই বলা যায়
১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
দায়মুক্তির জন্য নানা কথাই বলা যায়। সত্যি সত্যি তাই হয়। তবে দায় এড়ানো কঠিন। একটি বিশেষ প্রাণী নিয়ে প্রচুর গবেষণা হয়েছে! আমরা দিন দিন দর্শকে রূপান্তর হচ্ছি। একদিন অন্ধত্ব ঘিরে ধরবে। তখন দর্শকও থাকবো না। হয়তো শুধু শুনতে পারবো। তারপর বধির - - - - -
আপনাকে অশেষ ধন্যবাদ।
৯| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৭
গরল বলেছেন: প্রত্যেকটা ওয়েব পেজ আলাদা আলাদা Incognito বা InPrivate Window ব্যাবহার করে ওপেন করবেন, ব্রাউজার ট্যাব ব্যাবহার করা বন্ধ করে দিন। তাহলে এধরণের সমস্যা থেকে কিছহুটা হলেও মুক্তি পাবেন। আর একটু বেশি সতর্ক হতে চাইলে TOR ব্রাউজার ব্যাবহার করতে পারেন তবে একই ভাবে ভিন্ন ভিন্ন পেজ ভিন্ন ভিন্ন উইন্ডোতে ওপেন করবেন।
১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার ছবিটি খুবই ঝকঝকে ও প্রাণবন্ত, দেখে ভালো লাগছে। আমি গুগল ক্রোম ও মজিলা ব্যবহার করি। মজিলা’তে বাংলা হরফে টাইপ করতে সুবিধা হয়। ইন্টারনেট নিয়ে আমার কোনো সমস্যা নেই।
খুবই প্রয়োজনীয় তথ্য দিয়েছেন। আপনাকে অশেষ ধন্যবাদ।
১০| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভয়ঙ্কর বিষয় হলো, ঘরে আমরা কী কথা বলি তা থেকেও বিজ্ঞাপন আসে। এখন ইউরোপ গুগুল এবং ফেইসবুকে মহা বাঁশ দিয়েছে। অদ্য আর আগের মত এড আসে না।
১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদের দেশে হয়েছে ভিন্ন সমস্যা। আপনি সুপারশপে মার্কেট করতে প্রিভিলেজ কার্ড করেছেন এর অর্থ তাদের যতো প্রমোশন অফার আপনার সেলফোনে এসে জ্যাম করে দিবে। কোথাও কার্ড দিয়ে কিছু কিনেছেন সই সহ সেলফোন নাম্বার দিয়েছেন - আপনার কাছে পিজ্জা বার্গার হোম ডেলিভারী সকল এসএমএস এসে এমন অবস্থা হবে যে, সেলফোনে প্রয়োজনীয় এসএমএস আর খোঁজে পাবেন না।
১১| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৩০
হাসান কালবৈশাখী বলেছেন:
ফোনের মাইক্রফোনে থেকে কথা বার্তা শুনে জিনিস পত্র সাজেসন দিতে দেখেছি অনেকের ফোনে।
তবে আমি বিরক্তি এড়াতে এডব্লকার ব্যাবহার করি।
১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
দেশে বেড়াতে আসুন। প্রতিদিন পত্রিকার সাথে দুই তিনটি করে লিফলেট। খাঁটি সরিষার তৈল, খাঁটি ঘি, আসল ঘি, গাওয়া ঘি, দেশী ঘি, খেজুরের গুড়, চিড়া, মুড়ি, খই সহ আমের সিজনে আম! (বাংলাদেশে কতো ধরনের আম আছে সব হোম ডেলিভারী লিফলেটে নাম লেখা থাকবে) আস্ত কাঁঠাল হাফ কাঁঠালের হোম ডেলিভারী লিফলেট।
আর সড়ক মহা সড়ক আল্লাহর ওয়াস্তে পোস্টার সাইনবোর্ড বিলবোর্ড - দোয়া চাই। মাদ্রাসা স্কুল কিন্ডার গার্টেন হাসপাতাল ক্লিনিক রেষ্টুরেন্ট পোস্টারের দেশ বাংলাদেশ।
হাসান কালবৈশাখী ভাই আপনাকে অশেষ ধন্যবাদ।
১২| ১১ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৪৫
নেওয়াজ আলি বলেছেন: অনেক দিন পর পোষ্ট দিলেন। সব মন্তব্য পড়লাম এবং জানলাম গ্রামে গিয়েছেন ফসল উঠাতে। যাক ভালোই আছেন।
১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
ফসল নিয়ে বেশ মজাদার একটি পোস্ট লিখবো অবসরে। পড়ার জন্য আপনার দাওয়াত রইলো।
১৩| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৭
বিটপি বলেছেন: আপনারা কেউ কি আছেন, যারা মেয়েটার পাছাওয়ালা বিজ্ঞাপন দেখেননি? যদি থেকে থাকেন, তাহলে বুঝব আমার ক্যারেক্টারে সমস্যা আছে, তাই গুগল আমাকে ঐ বিজ্ঞাপন দেখাচ্ছে।
১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩০
ঠাকুরমাহমুদ বলেছেন:
পাঠে ও মন্তব্যে ধন্যবাদ নিরন্তর। ফসল নিয়ে বেশ মজাদার একটি পোস্ট লিখবো অবসরে। পড়ার জন্য আপনার দাওয়াত রইলো।
১৪| ১১ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩৮
কাছের-মানুষ বলেছেন: আমার কাছে ব্যাপারটা সহনশীল পর্যায়ে আছে। সামু অলাভজনক প্রতিষ্ঠান, এড আমাদের একটু সহ্য করা উচিত ব্লগের স্বার্থে।
১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
সামহোয়্যারইন ব্লগের বিজ্ঞাপনে আমার কোনো সমস্যা নেই। আমরা যারা দেশে আছি আমরা আছি লিফলেট পোস্টার বিলবোর্ড দেয়াল লিখনের অত্যাচারে জর্জরিত অবস্থায়। ফসল নিয়ে বেশ মজাদার একটি পোস্ট লিখবো অবসরে। পড়ার জন্য আপনার দাওয়াত রইলো।
ধন্যবাদ।
১৫| ১১ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৫
নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: আপ্নি তো মডুর কাজ কমিয়ে দিলেন।
১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
খুব সম্ভব কিছুটা। আপনি কেমন আছেন? বই মেলায় কি কোনো বই প্রকাশ করছেন? ফসল নিয়ে বেশ মজাদার একটি পোস্ট লিখবো অবসরে। পড়ার জন্য আপনার দাওয়াত রইলো।
ধন্যবাদ।
১৬| ১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী বিরক্তিকর লাগে। যেতা দেখি না ইতাও তো আইয়া পড়ে
বিজ্ঞাপন খুবই বিরক্তি ধরায় দিচ্ছে ভাইয়া
১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
সামহোয়্যারইন ব্লগের বিজ্ঞাপনে আমার কোনো সমস্যা নেই। আমরা যারা দেশে আছি আমরা আছি লিফলেট পোস্টার বিলবোর্ড দেয়াল লিখনের অত্যাচারে জর্জরিত অবস্থায়। ফসল নিয়ে বেশ মজাদার একটি পোস্ট লিখবো অবসরে। পড়ার জন্য আপনার দাওয়াত রইলো।
ধন্যবাদ।
১৭| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওইদিন এক কলিগ সামুতে উকি দিচ্ছিলো।
আমি পেছন থেকে দেখতে পেলাম মজার সেই কার্টুন ছবিগুলো।
১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
সামহোয়্যারইন ব্লগের বিজ্ঞাপনে আমার কোনো সমস্যা নেই। আমরা যারা দেশে আছি আমরা আছি লিফলেট পোস্টার বিলবোর্ড দেয়াল লিখনের অত্যাচারে জর্জরিত অবস্থায়। ফসল নিয়ে বেশ মজাদার একটি পোস্ট লিখবো অবসরে। পড়ার জন্য আপনার দাওয়াত রইলো।
ধন্যবাদ।
১৮| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন: ফসল নিয়ে বেশ মজাদার একটি পোস্ট লিখবো অবসরে। পড়ার জন্য আপনার দাওয়াত রইলো।
অবশ্যই পড়বো! আপনার দাওয়াত কবুল করলাম। ধন্যবাদ নিরন্তর।
১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
দাওয়াত দেয়া যেমন তেমন তবে দাওয়াত কবুল করার মানুষ বড় মনের মানুষ হয়ে থাকেন। আপনার মন্তব্য পড়ে খুব ভালো লেগেছে। আপনার পোস্টে আমি বিস্তারিত মন্তব্য করেছি আশা করি বেশ কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
১৯| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৭
রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লাম।
১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি পোস্ট ও মন্তব্য পড়তে পছন্দ করেন এটি আমি জানি। আপনাকে অশেষ ধন্যবাদ পোস্ট ও মন্তব্য প্রতিমন্তব্য পড়ার জন্য।
২০| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৪৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: যে বিজ্ঞাপনটি নিয়ে আলোচনা হচ্ছে, ঐ বিজ্ঞাপনটির সাথে ব্রাউজিং হিস্ট্রির কোন সম্পর্ক নাই!
বিস্তারিত পড়তে পারেন এখানেঃ ব্লগে বিজ্ঞাপন, দোষ কার? দর্শকের? নাকি ব্লগ কর্তৃপক্ষের? নাকি বিজ্ঞাপন দাতার?
১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ ধন্যবাদ।
২১| ১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৫
নতুন বলেছেন: আরেকটা জিনিস উল্লেখ করুন, সবাই যেন সামুর বিজ্ঞাপনে ক্লিক করেন। তাকে ব্লগের উপকার হবে। বিজ্ঞাপনে আয় বাড়বে।
এবং এড ব্লক ব্যবহার করে সামু ভিজিট যেন না করে।
১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
নতুন ভাই, আমি আজ বিজ্ঞাপন দেখছি বাংলাদেশ বিমানের। বিজ্ঞাপন ও বিজ্ঞাপন প্রচার নিয়ে আমি মোটামোটি জানি তাই আর কিছু বলতে চাচ্ছি না। আজ আমি নতুন পোস্ট করেছি। নতুন পোস্ট পড়ে দেখার জন্য অনুরোধ রইলো।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৮
নতুন বলেছেন: কথা সত্য।
গুগুল কিছুদিন পরে আমাদের ফোনের মাইক্রফোনে থেকে কথা বার্তা শুনে জিনিস পত্র সাজেসন দেবে।