নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
বরাবর:
জনাব, কাল্পনিক ভালোবাসা / জাদিদ সাহেব
চিফ এক্সিকিউটিভ এডমিন
সামহোয়্যারইন ব্লগ
তারিখ: ১১-১১-২০২৪ইং
বিষয়: ব্লগার সোনাগাজী নিকের ব্লগিং ব্যানমুক্ত করার জন্য অনুরোধ।
জনাব, কাল্পনিক ভালোবাসা / জাদিদ সাহেব,
আপনাকে ও সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগারদের প্রতি সালাম রইলো। আপনার প্রতি সোনাগাজী নিকের জন্য আমার বিশেষ দুইটি অনুরোধ: -
১। সোনাগাজী কে ব্যানমুক্ত করুন।
২। সোনাগাজী কে ফ্রন্টপেজ এক্সেস দিন।
ভিন্ন পোস্টে মন্তব্য করার সুযোগ বন্ধ থাকুক, যেহেতু ব্লগারগণ তাঁর মন্তব্যে সমস্যা মনে করেন / বিরক্ত হোন / রাগ হোন / ভিন্ন কিছু / অথবা অনেক কিছু - এই বিষয়ে আমি বিশেষ আলোচনা করতে চাচ্ছি না।
বিষয়টি সোনাগাজী প্রসঙ্গে আমার বিশেষ অনুরোধ অথবা আমার বিশেষ মতামত। আশা করি আপনি আমার অনুরোধ / মতামত বিবেচনায় নিয়ে সোনাগাজী’র বিষয়ে ভালো একটি পদক্ষেপ নিবেন। আপনার বিশেষ পদক্ষেপ সোনাগাজী কে লিখতে সহযোগিতা করবে। আমি এও আশা করছি আমার এই দরখাস্ত সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগার ভালোবাসার দৃষ্টিতে দেখবেন। কোনো প্রকার ভুল তথ্য বা তথ্য বিভ্রাট হিসেবে নয়। সোনাগাজী’র বিষয়ে আপনি জনাব, কাল্পনিক ভালোবাসা / জাদিদ সাহেব সহ সকল ব্লগারদের বিশেষ বিবেচনা কামনা করছি।
আপনাকে ও ব্লগের সকল ব্লগারদের অশেষ অশেষ ধন্যবাদ।
বিনিত,
ঠাকুরমাহমুদ
সামহোয়্যারইন ব্লগ
১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
২| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১:১৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উনি আবারো ব্যানে আছেন!!!
এইজন্যেই তো বলি, আমার পোস্টে তাঁর কমেন্ট আসছে না কেন!!!
১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
এটি আমার মতামত, সোনাগাজী ফ্রন্ট পেজে লেখালেখি করুন। তিনি ব্যানমুক্ত থাকুন। তবে ভিন্ন পোস্টে তাঁর মন্তব্য ব্যবস্থা বন্ধ থাকুক। বাদবাকি ব্লগ কর্তৃপক্ষের বিবেচনা।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
৩| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৩৩
চারাগাছ বলেছেন:
অনেকেই সোনাগাজীকে খুঁজে পড়েন। তবে লেখা ফ্রটে আসা উচিত। অন্যের পোষ্টে কমেন্ট ব্যান হওয়াটা প্রাপ্যই ছিল।
১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
ধন্যবাদ। আপনি সঠিক বলেছেন।
৪| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার মনে হয়, উনাকে ফ্রন্ট পেজে না আনলেও উনার ক্ষতি নেই। সবাই খুঁজে নিয়ে তাঁর লেখা পড়েন।
আমি উনার খোঁচা মারা মন্তব্য পছন্দ করি। এতে করে আমার ব্রেনে বাড়তি রক্তপ্রবাহ নিশ্চিত হয়। উনার মন্তব্যের সাথে ফাইট করেই আমি প্রতি মন্তব্য করা শিখেছি।
তাই, উনাকে ফ্রন্ট একসেস দিলে মন্তব্য করার সুবিধাসহ দেওয়া হোক। এটা আমার ব্যক্তিগত মতামত।
ধন্যবাদ নিরন্তর, ভাইয়া।
১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
সোনাগাজীকে নিয়ে ব্লগে মূল সমস্যা ভিন্ন পোস্টে তাঁর মন্তব্য। কে কি পোস্ট করেছেন সেই পোস্টে তাঁর মন্তব্য। ভিন্ন পোস্টে মন্তব্য করা বন্ধ থাকলে ব্লগে সমস্যা থাকবে না। সোনাগাজী ফ্রন্ট পেজে এক্সেস থাকুক এবং তিনি যেনো নিয়মিত লেখালেখি করতে পারেন। এই যথেষ্ট। বাদবাকি ব্লগ কর্তৃপক্ষের বিবেচনা।
৫| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:১২
আহরণ বলেছেন: সোনাগাজী দাদার উপর ব্যান তুলে নেয়া হোক। ব্লগের প্রাণ চাঞ্চল্য ফিরে আসুক। ধন্যবাদ ঠাকুর ভাইয়া।
১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
৬| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভাইয়া, প্রয়োজন শেষে উনাকে আবার যেন ছুঁড়ে ফেলে দেওয়া না হয়।
সামু ব্লগ ব্লগারদের জন্যে। ব্লগাররাই এর প্রাণ। সোনাগাজী ভাইয়া এই ব্লগের অন্যতম একজন কন্ট্রিবিউটর। তাঁকে অপমান করলে বুকে বাজে।
১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
৭| ১২ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:০৫
নান্দাইলের ইউনুছ বলেছেন:
গাজী সাহেব একজন শিক্ষিত ও ভদ্রলোক।
১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
৮| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:৫০
কামাল১৮ বলেছেন: তাকে অনেকেই ভুল বোঝে।এটা তাদের সমস্যা।ভিন্ন চিন্তা ও মত থাকবে সেটা যুক্তি দিয়ে খন্ডন করতে হবে।গালাগাল দিয়ে নয়।
১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
৯| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:০৯
হাইজেনবার্গ ০৬ বলেছেন: উচিত কাজ করছেন মডু স্যার।এই পেইনমার্কা ব্লগটা নিয়মিত ইদার কমেন্ট ব্যান অর পোস্ট ব্যান করে রাখাই বেস্ট ডিসিসান হবে।অন্য একজন ব্লগার বলেছিলেন কুত্তার লেজ কখনো সোজা হয় না। বেহায়া টা কখনো ডিসিপ্লিন্ড হবে না। আপনার এ্যপ্লিকেশান করাই ঠিক হয় নাই। পোস্টে মাইনাস।
১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভালো কথা বলেছেন। আসলে সোনাগাজী ব্লগে যেই পরিমাণ অপমানিত হয়েছেন, ব্যান হয়েছেন অন্য কেউ এমনটি হলে হয়তো অনেক অনেক আগে ব্লগ ছেড়ে চলে যেতো। সমস্যা হচ্ছে সোনাগাজী যাচ্ছেন না। দিনের পর দিন অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য গালাগালি সহ অপমানের মাঝেও তিনি এই ব্লগে থাকতে চাইছেন। এই থাকতে চাওয়ার জন্য তাঁকে নূন্যতম ছাড় বা নূন্যতম সুবিধা দেওয়া যেতে পারে। - আমি এই বিষয়ে আলাদা পোস্ট লিখবো। আশাকরি তখন আপনি লেখাটি পড়বেন।
সবচেয়ে ভালো অপশনটি আমি লিখে দিয়েছি, আর তা হচ্ছে ভিন্ন পোস্টে সোনাগাজী মন্তব্য করতে পারবেন না। তাহলে আর মন্তব্য নিয়ে আর কোনো সমস্যা থাকলো না। এবং এই ব্যবস্থাটি হবে সোনাগাজী’র ফুল ব্লগিং সুবিধার একটি। তিনি নিজের পোস্টে মন্তব্য করতে পারবেন। নিজের পোস্ট লিখতে পারবেন। ফ্রন্টপেজে লেখা আসবে। কিন্তু ভিন্ন পোস্টে মন্তব্য করতে পারবেন না।
আমার পোস্টে আমি তেমন লাইক পাই না। আমার পোস্টে আপনার মাইনাস - আমার জন্য অনুপ্রেরণা হয়ে রইলো।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
১০| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
উনি মুক্ত হবে, লিখবে। পোস্টের জন্য ধন্যবাদ।
১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকেও অশেষ অশেষ ধন্যবাদ।
১১| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫৬
আমি নই বলেছেন: ব্লগের নিয়মের মধ্যে থাকলেতো কাউকে ব্যান করার কথা নয়। আবার নিয়ম ভংগের কারনে কাউকে ব্যান করলে তাকে আনব্যান করার দাবী করাটা কেমন জানি দৃষ্টিকটু মনে হয়।
গাজী ভাইয়ের পোষ্ট আমি খুব পড়তাম, এখন পড়িনা কারন উনি মনে যা আসে তাই লেখেন। প্রমান বা সোর্স চাইলে উল্টা-পাল্টা বলেন। ব্যক্তি আক্রমন করাতো ওনার বৈষিষ্ঠই ছিল যদিও এখন ব্যক্তি আক্রমনটা কম করেন। এর পরেও চাই উনি ফ্রন্টপেজে আসুক। প্রপাগান্ডামুলক পোষ্ট না দিক।
১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১০
ঠাকুরমাহমুদ বলেছেন:
রাজনৈতিক বিষয়ে আমার আগ্রহ নেই। সোনাগাজী ভিন্ন পোস্টে মন্তব্য অপশনটি যদি বন্ধ থাকে, তাহলে মনে হয় আর সমস্যা থাকার কথা না। আমি ব্লগ এডমিন বা এডমিন টিমের কেউ নই। আমি একটি অনুরোধ পত্র বা দরখাস্ত করতে পারি এই যা। বিচার বিবেচনা এডমিন করবেন।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
১২| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৩
ক্লোন রাফা বলেছেন: আমি সমর্থন করলাম আপনার আবেদনের পক্ষে।আমি মনে করি ঊনার জন্য ব্লগ নিঃসঙ্গতা কাটানোর একটি মাধ্যম । অনুগ্রহ করে কতৃপক্ষ বিশেষ বিবেচনা করবেন ।
ধন্যবাদ॥
১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকেও অশেষ অশেষ ধন্যবাদ।
১৩| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩০
রাজীব নুর বলেছেন: মানী লোককে সম্মান করতে হয়।
সামু ব্লগে সবচেয়ে বুদ্ধিমান এবং মানবিক ব্লগার চাঁদগাজী।
মহৎ একটি পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি যেমন শাহেদ জামাল’কে নিয়ে গল্প লিখেন। আমি গল্প লিখতে চাচ্ছি গল্পের মূল চরিত্রের নাম রাজীব নুর। - যদি আপনার কোনো আপত্তি না থাকে।
মন্তব্যের জন্য অশেষ অশেষ ধন্যবাদ।
১৪| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৭
নান্দাইলের ইউনুছ বলেছেন:
রাজীব নুর বলেছেন: মানী লোককে সম্মান করতে হয়।
সামু ব্লগে সবচেয়ে বুদ্ধিমান এবং মানবিক ব্লগার চাঁদগাজী।
মহৎ একটি পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
রাজিব ভাতিজা পুলাপান য়ৈলেও মাগার কতা ভি খাটি আর ছাচাই কৈছে।
১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
১৫| ১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমিও চাই উনি মুক্ত হোক।
১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
১৬| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১
এম ডি মুসা বলেছেন: গুরু আপনার যত দোষ ধরে। একটি টার্গেট হয়ে গেছে। অনেকবার ব্যান করছ এটা দেখতে খুব বিরক্ত হয়ে গেছি।
১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
১৭| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৩
এম ডি মুসা বলেছেন: আপনার মত মেধাবী গুরু আছে বিধায় ব্লগে জাগ্রত থাকে। না হয় ব্লগ ঘুমিয়ে পড়তে।
১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
১৮| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৫
আঁধারের যুবরাজ বলেছেন: সহমত , আপনাকে ধন্যবাদ।
১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকেও অশেষ অশেষ ধন্যবাদ।
১৯| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
জনাব, কাল্পনিক ভালোবাসা / জাদিদ সাহেব,
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১:০৭
সৈয়দ কুতুব বলেছেন: সহমত