নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ব্যানগাজী

১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১২:১০



খনিজ সম্পদের দেশ লিবিয়ার পপুলার একটি শহরের নাম বেনগাজি। একটি দেশের জনগণের কাছে ও দেশের সরকারের কাছে কি পরিমাণ টাকা থাকতে পারে তাঁর জ্বলন্ত উদাহরণ ছিলো লিবিয়া। ছিলো; - অর্থাৎ এখন আর নেই! যাদের বাসা বাড়ির গ্যারেজে তিন চারটি করে আধুনিক মার্সিডিজ, ফোর্ড, ভলভো সেডান এসইউভি পারে থাকতে দেখা যেতো, আজ তাঁরা ভর দুপুরে ঝলসানো রোদে এক প্যাকেট রুটি, এক প্যাকেট আটার জন্য ভিক্ষুকের মতো রিলিফের ট্রাকের জন্য অপেক্ষা করেন - আরব বসন্তের স্বাধীনতা বলে কথা! আজ আমার লিখার বিষয়বস্তু বেনগাজি শহর নয়। কোনো একদিন সময় ও সুযোগ করে হয়তো লিখবো বেনগাজি শহরের কথা। আজ লিখছি ব্লগের গাজী সাহেবকে নিয়ে যিনি নিয়মিত ব্যান হতে থাকেন। যারপরনাই, পোস্টের শিরোনাম ব্যানগাজী।

গাজী সাহেবের ব্যানের কারণ হয়তো তিনি নিজেও জানেন না। আর তাই, তিনি একই কাজ বারংবার করে যাচ্ছেন। গাজী সাহেবের এহেন অবস্থার জন্য খুব সম্ভব ব্লগের এডমিন চুরান্ত বিরক্ত! তাই গাজী সাহেবের ব্যানের অন্যতম দুইটি কারণ উল্লেখ করছি: -

১। গাজী সাহেবকে সেই সকল পোস্টে মন্তব্য করতে দেখা যায় - যেই সকল পোস্ট কোনো গুরুত্ব বহন করে না। তিনি সেই সকল পোস্টে কম করে হলেও পাঁচ দশটি মন্তব্য করেন এবং চুরান্ত অপমানিত হোন।
ফলাফল = ব্যান।

২। গাজী সাহেবকে অপ্রয়োজনীয় কারণে ব্লগারদের নাম নিতে দেখা যায়, যাদের নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি এই সকল ব্লগারদের নাম না লিখলে, হয়তো ব্লগে এই ব্লগারদের কেউ চিনতো ও না। তিনি তাদের সাথে চুরান্ত প্রকার কথা কাটাকাটি করে চুরান্ত অপমানিত হোন। এবং এই অপমান তার প্রাপ্য বলেই মনে করি।
ফলাফল = ব্যান।


সমাধান:
১। গাজী সাহেব অন্যে ব্লগার’দের পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকবেন।

২। চিহ্নিত মাত্র চার থেকে পাঁচ জন ব্লগারের সাথে কোনো প্রকার মন্তব্য প্রতিমন্তব্য ও কথা চালাচালি করা থেকে তিনি বিরত থাকবেন। এবং তাদের নাম করে কোথাও কিছু লিখবেন না।

মাত্র এই দুইটি শর্ত যদি তিনি মেনে নিতে পারেন তাহলে স্বয়ং শনি দেবতা যদি মর্ত্যলোকে আগমন করেন, আমি বিশ্বাস করি গাজী সাহেব আর ব্যান হবেন না। তারপরও কথা থেকে যায়, তিনি আমার কথা মেনে নিবেন এমন সম্ভাবনা .০% আর তাই ব্যানগাজী শিরোনাম যথার্থ।



বিশেষ দ্রষ্টব্য: যারা গাজী সাহেবের সাথে নিয়মিত ঝগড়া বিবাদ করে থাকেন, তারা সঠিক আছেন। এটি পূর্ব বাংলা ও পশ্চিম বাংলার সমাজের চিত্র।






মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: সামুর ভিতর গাজির আইডি কেমনে আসে যায় ? আমি ধরতে পারলে ..। :)

১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

২| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৫৫

নতুন মেসাইয়া বলেছেন:




আপনাকে ধন্যবাদ।

আপনার অভিজ্ঞতাকে অনুরসরণ করা উচিত।

১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



খুবই নিম্ন শ্রেণীর একটি প্রতারণার নাম - আরব বসন্ত। আরব বসন্ত আরবদের স্বাধীনতা দেয়নি, আরবদের রাস্তার ফকির করে দিয়েছে। প্রতারণা প্ররোচনা বুঝার জন্য নূন্যতম যেই জ্ঞান থাকা প্রয়োজন তা আমাদের অধিকাংশ বাংলাদেশী জনগণের মাঝে নেই।

৩| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১:০০

সৈয়দ কুতুব বলেছেন: নতুন মেসাইয়া @ আপনি পারবেন বলে মনে হয় না । আজকেই শুরু করে দিয়েছেন। দিন যত যাবে এটা বাড়বে । আগাম শুভকামনা ।

১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৪| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১:৫১

নতুন মেসাইয়া বলেছেন:



@সৈয়দ কুতুব,

মানুষ পরিবেশ ও কালচারের সাথে বসবাস করেন; বাংলাদেশের সোস্যাল মিডিয়ার পরিবেশ বিশ্বের তুলনায় অপরাধ লেভেলে আছে।

১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি ফেসবুকে গ্রুপ / পেজ খুলে ব্লগিং শুরু করে দিন। ইউটিউবে ভিডিও ব্লগিং করুন। আপনার জন্য ওপেন প্লাটফর্ম।

৫| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ২:২৩

কামাল১৮ বলেছেন: যারা পশ্চিমাদের সাথে সুর মিলেয়ে চলেছে সেই সব আরব দেশের কিছু হয় নি।পশ্চিমারা প্রথমে সেভিয়েতক্ টুকরো করেছে তার পর আরবদের ধরেছে।সোভিয়েত থাকলে এটা সম্ভব হতো না।

১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:



মার্কিন আইন প্রশাসন ও সরকার গিলে খেয়েছে ইসরায়েলি ও ইসরায়েলি বংশোদ্ভূত ইহুদি। এই বিষের জ্বালা মার্কিন নাগরিকদের নিতে হবে। আপনি নোট করে রাখুন - এই বিষের জ্বালা মার্কিন নাগরিকদের অবশ্যই নিতে হবে।


৬| ১৪ ই আগস্ট, ২০২৫ ভোর ৪:৫০

ক্লোন রাফা বলেছেন: ঐ যে, কথায় আছে সুখে থাকলে ভুতে কিলায় । লিবিয়ার মানুষের এত নিশ্চিন্ত জীবন ছিলো যে তারা নিজেদের ধ্বংস করার কাজে লিপ্ত হয়েছিলো। সাথে সম্রাজ‍্যবাদী অপশক্তির চক্রান্ত। তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে আর রক্ষা নেই। এই অপশক্তি সব কিছু ভুলে গেলেও নিজেদের পরাজয় আর স্বার্থের জন্য সবকিছু করতে পারে।

চাদগাজী কে নিয়ে আপনার গবেষণা সঠিক ✅

ধন্যবাদ॥

১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি লিখবো লিবিয়ার কথা। লিবিয়া কেমন ছিলো, কেমন ছিলো লিবিয়ার মানুষের জীবন যাপন আমি লিখবো তাঁদের কথা। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৭| ১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:১৫

কিরকুট বলেছেন: গাজী ভদ্রলোকের লেখা যতটুকু আমি পড়েছি তাতে ওনার চিন্তাভাবনা বেশ পরিষ্কার মনে হয়েছে কিন্তু ওনার মন্তব্য বেশ কিছু সময় আপত্তিকর। যা অন্য মেজাজের লেখকদের আহাত করে।

যাই হোক ওনার উচিৎ এই খোচাখুচি অভ্যাস ত্যাগ করে নিজের মতো লেখা লিখে যাওয়া। যদিও তা সম্ভাবত হবার নয়।

৮| ১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:১৫

কিরকুট বলেছেন: আরব বসন্ত হলো মার্কিনীদের দেয়া সব থেকে বড় এপ্রিল ফুল।

৯| ১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: হ্যালো স্যার, আমি আপনার সাথে একমত নই।

চাঁদগাজীর সাথে অন্যায় হচ্ছে। অন্যায়।
ব্লগে কাউটাল নামে এক ছাগল সারাক্ষন যা তা বলে যাচ্ছে- সামু তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু চাঁদগাজীকে বারবার ব্যান করেই চলেছে।

আমি সামুকে অনুরোধ করতে চাই- তারা চাঁদগাজীর সব গুলো নিক সসম্মানে ফিরিয়ে দিক। এবং দুঃখ প্রকাশ করুক।

এমন অবস্থা দাঁড়িয়েছে, চাঁদগাজীকে নিয়ে কিছু লিখব, তাও পারি না। লিখতে গেলে মডারেটর বলবেন- এরকম পোষ্টে আমরা উৎসাহ দেই না। অথবা আমাকে ব্যান করে রাখবে তিন থেকে ছয় মাস।

১০| ১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উহা আসলে মস্তিস্কবিকৃত টাইপের লোক; লোক হিবেবে খারাপ না কিন্তু মস্তিস্কের কারনে উহা উল্টাপাল্টা বলে। উহাকে স্থায়ী ব্যন করার পক্ষে আমিা না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.