![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমেরও পৃথিবী পাখি শোনাবে যে গান সুরে ভরে দেবে প্রাণ ফুল দেবে ছড়িয়ে সুরভি তুমি আমি হয়ে যাবো একাকার প্রেম ছাড়া রবে না কিছু আর তুমি সূর্য তুমি চন্দ্র আমার দুটি নয়নে .....
আকাশ ও মানুষ –
নির্মলেন্দু গুণ -
কবে থেকে আকাশ দাঁড়িয়ে আছে একা,
তার বুক থেকে খসে পড়েছে কত তারা।
বেঁচে থাকলে আরো কত তারাই খসবে,
তা নিয়ে আকাশ কি দুঃখ করতে বসবে?
না, বসবে না, আমি বলছি, লিখে নাও,
আকাশকে তো মহান মানি এ-কারণেই।
মনুষ্যবৎ হলে কি মানুষ তাকে মানতো?
প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়,
আকাশ নির্বিকার, আকাশ কখনও নয়।
তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও,
হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও।
২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৩
তামান্না তাম্মি বলেছেন: দুঃখ সে নয় শুধুই আমার একার,
তোমারও কিছু অংশ আছে তাতে ।
নিবিড়ঘন ব্যথার পাশাপাশি,
তুমিও মিশে আছো আমার সাথে ।
প্রিয় কবির কবিতা... কবিতা গুলোকে বড় বেশি আপন মনে হয় । তাঁর কবিতা গুলো বা কবিতার কিছু লাইন মনে হয় যেন শুধু আমার জন্যেই লেখা হয়েছে । আমি জানি এরকম অনেকেরই মনে হয় ।
২| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:০৬
স্বপ্নেরফেরীওয়ালা বলেছেন: ভাল লাগলো
২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২
তামান্না তাম্মি বলেছেন: প্রিয় কবির কবিতা।আমার কাছে ভাল লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
আমি মাঝে মাঝে অবসরমতো এসে
তোমার বিরহমূর্তি দেখে যাবো, শুনে যাবো
তোমার বিরতিহীন করুণ কান্নার শোঁ শোঁ ধ্বনি ।
আমি মাঝে মাঝে এসে তোমার সৈকতজুড়ে
লিখে যাবো নাম, যদিও পলকে তুমি--
ত্রস্ত হাতে সেই নাম মুহূর্তেই মুছে দেবে জানি !
----নির্মলেন্দু গুন
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৭
তুষার কাব্য বলেছেন: প্রিয় কবির কবিতা...