নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মাহ্দী। ইমেইল অ্যাড্রেসঃ [email protected]

নিভৃত নিঃশব্দ

hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies.

নিভৃত নিঃশব্দ › বিস্তারিত পোস্টঃ

বসন্তবিলাস (কবিতা)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭



তোমার কি মনে আছে-

এরকমই কোনো এক বসন্তের

কোনো এক কৃষ্ণচূড়াঝরা বিকেলে,

আমাদের প্রথম দেখা।

যখন আমাদের নিরবতায় ঢেকে গিয়েছিল

প্রথম মুহূর্তগুলো;

আর বৃষ্টি হয়ে ছুয়ে যাওয়া তোমার সেই দৃষ্টিতে,

শুরু হয়েছিল নতুন একটি কাব্য লেখার;

যে কাব্যের প্রতি স্তবকে ছিল

তোমার সেই মিষ্টি হাসির প্রেরণা।।





তোমার কি মনে আছে -

এরকমই কোন এক বসন্তের

কোন এক পড়ন্ত বিকেলে,

আমাদের দৃষ্টি ছাড়িয়ে গিয়েছিল

বহুদূরের নীলিমা পর্যন্ত।

তুমি আনমনে হাসছিলে;

আর আমি তখন তোমার বিমুগ্ধতায়

চলে গিয়েছিলাম দূরের কল্পরাজ্যে।

হঠাৎ তুমি বললে-

"তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে?

এভাবে আমাকে ভালবাসবে?"

আমি কিছুক্ষণ নির্বাক ছিলাম।

তারপর বলেছিলাম-

"জীবনের আনন্দ বেদনা ঘেরা প্রতি বসন্তে

আমার হাতে লাল কৃষ্ণচূড়া থাকবে,

শুধু্ তোমার জন্য"

তুমি খুব অবাক হয়েছিলে।

আর আমার হাতটি জড়িয়ে ধরেছিলে

পরম নির্ভরতায়।।







কিন্তু তারপর-

তারপর কেটে গেছে অনেকগুলো বসন্ত।

ঝরে গেছে কত কৃষ্ণচূড়া।

কত ভালবাসা হারিয়ে গেছে গোলাপের পাপড়িতে;

আর আমার সেই কাব্যকে অসমাপ্ত রেখে

তুমিও হারিয়ে গেলে অজানায়,

আর সাথে নিয়ে গেলে আমার বসন্তগুলো।

তুমি বুঝলে না।।







আমার সেই রঙিন কাব্যের শুরুটাও

ঝরে পড়া কৃষ্ণচূড়ার মতই

হারিয়ে গেছে স্মৃতির ধূলোমাখা পাতায়।

তবু জেনে রেখো-

যখন আমার কৃষ্ণচূড়া

তোমার হাসিতে একাকার হয়ে যেত,

সেই প্রথম বসন্তের মতোই

আজো তোমায় ভালোবাসি।

আজো এচোখে শুধু তোমারি স্বপ্ন আঁকা আছে।

শুধু তুমি নেই পাশে ।।





------------------





পাদটীকা : কবিতাটি ২৮/০১/০৯ তারিখে লিখেছিলাম। যতদূর মনে পড়ে, একাদশ শ্রেণীতে থাকার সময় সম্ভবত কোন এক ফিজিক্স ক্লাসে এটি লিখেছিলাম। যাই হোক, আজ বসন্তের প্রথম দিনে কবিতাটি বসন্তবিলাসীদেরকে উৎসর্গ করলাম। :)

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: শুভবসন্ত
শুভকামনা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

নিভৃত নিঃশব্দ বলেছেন: ধন্যবাদ। আপনাকেও বসন্তের শুভেচ্ছা।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

shfikul বলেছেন: +++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

নিভৃত নিঃশব্দ বলেছেন: ধন্যবাদ।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

এক অচেনা মানব বলেছেন: মেডিকেলসব্লগে লিখুন।

৪| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৮

নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: :P

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

নিভৃত নিঃশব্দ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.