![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোলকাতা ঘুরতে যাব। এই প্রথম বার যাওয়া তাই কলকাতার কোন কোন দর্শনিয় স্থান দেখা অবশ্যই উচিত এই বেপারে অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি। আমি এবং আমার এক বন্ধু যাব।
টোটাল বাজেট জনপ্রতি ১৫ হাজার টাকা। থাকব ৩/৪ দিন। তেমন কোন কেনাকাটা করব না। অবশ্য কলকাতাতে আমাদের থাকার জন্য জায়গা আছে, সুতরাং হোটেলে থাকতে হবে না। ৩/৪ দিনে কি কি দেখা যায় / কোন কোন জায়গা দেখা সম্ভব এবং কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এই বেপারে সাহায্য চাচ্ছি।
সকলকে অগ্রিম ধন্যবাদ।
২| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৭
লুৎফুল ইসলাম বলেছেন: আমিও যাব। একা সঙ্গী পাচ্ছি না।একা একা কি ভাল লাগে।
৩| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যান । তবে খোলা আকাশের নিচে প্রাকৃতিক কমর্ সারার অভিজ্ঞতা না থাকলে আপনার সমস্যা হবে । ১টা ডিম ৪০জনে ভাগ করে খাওয়ার পরও কিভাবে হাতে ডিমের ঘ্রান তিন দিন পযর্ন্ত রাখা যায় তাও রপ্তকরে যাবেন ।
৪| ২১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
দীপ্তিহীন সূর্য বলেছেন: হায় হায় কন কি, প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক কর্ম! ইহা তো এক জটিল জিনিস
৫| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই জটিল কর্মটাই ইন্ডিয়ার ৬০% লোক করে থাকে
৬| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৯
নিঃস্বার্থ ভালোবাসা বলেছেন: আামি আজ ভিসা পাইছি, আরো দু জনের ভিসা বাকি আছে। চাইলে আমাদের সাথে যেতে পারেন।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৬
একজন দুরন্ত পথিক বলেছেন: হুম পোষ্টে আমিও খেয়াল রাখলাম আমারো জানা দরকার