![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্যতা, সবকিছু ছাপিয়ে আজ আমার চারপাশ শুন্য। সেই শূন্যতাকে পূর্নতায় রূপ দিয়েছিলে তুমি। তোমার সাথে আমার সম্পর্ক যে কত গভীর তা আর নতুন করে বলার কিছু নেই। তবে কেন আজ এত কাছে থেকেও দূরে আমারা ? কেন সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে আমাদের মাঝের দূরত্ব? আমরা কি পারিনা আমাদের এই দূরত্বকে কমিয়ে সেই আগের দিনের মত কাটাতে? শুধুমাত্র তোমার একটি চাওয়াতেই সবকিছু আগের মত সম্ভব। তুমি যখন আমার কাছ থেকে দূরে থাকতে তখন প্রতিদিন আমাদের কত কথা হত, কত স্বপ্ন ছিল আমাদের। আমাদের স্বপ্নের মাঝে কোন ভুল ছিল না। আর আজ কত কাছে থেকেও দূরে আমরা।
গত প্রায় ৫ টা বছর প্রতিটা সময় আমার কিভাবে কেটেছে তা বোঝাতে পারব না। শুধু নিঃসঙ্গতা ছাড়া আর কিছুই পাইনি আমি। যখন সারাটা রাত কাটিয়েছি তোমার ফোনের আশায়......কিন্তু তুমি ফোন নিয়ে ব্যাস্ত ছিলে অন্য কারও সাথে। কিন্তু রাত পার হয়ে ভোর এসেছে কিন্তু আসেনি তোমার ফোন। বুঝলাম অনেক সমস্যা ছিল তাই বলে কি একটা মেসেজ দেয়া যেত না? একবারও ভাবলে না আমি কিভাবে আমার সময় পার করছি। তোমার কথা শোনার জন্য কতবার ফোন দিয়েছি কিন্তু তুমি কি করতে একবার ভেবে দেখেছ? অঝোর ধারায় শুধু কেঁদেছি আমি। মানসিক দিক দিয়ে আজ আমি কতটা ভেঙে পড়েছি তা কেবল আমিই জানি।
আমাদের তো সব ঠিক ছিল, তবে কেন এমন হল? কেন আমাদের মাঝে অন্য কেউ এসে আমাদের সম্পর্কটা এভাবে নষ্ট করল? তুমি তো আমার কোন কথা এখন বিশ্বাস করতে চাওনা। তবে বলি আমি আজ পর্যন্ত তোমার কোন খারাপ চাইনি আর চাইব না। আমার ভালবাসাটা এত সস্তা না। তুমি আমাদের এই ০৮ বছরের সম্পর্ককে এভাবে ছুঁড়ে ফেলতে পারলে? তোমার জন্য যে আমি আমার জীবনের সব কিছু শেষ করে দিলাম, আমার বড় হবার স্বপ্নকে, আমার মা-বাবার স্বপ্নকে ধূলায় মিশিয়ে দিলাম তার কি কোন দাম নেই? যে তোমার জন্য প্রতিদিন মরছে তার জন্য তোমার অন্তর কি একটি বারের জন্যও কাঁদে না? আমি আমার সব দোষ স্বীকার করছি। আমার যদি কোন ভুল থেকে থাকে মাফ করে দিও। আমি চাই তোমার ক্ষেত্রে আজ পর্জন্ত যা ঘটেছে আমিও সেটা মনে রাখব না, এবং সবকিছু ছেড়ে তুমি ফিরে আস। এতে আমাদের সবারই ভাল হবে। আল্লাহ আমাদেরকে এত দিন রক্ষা করেছেন, নিশ্চয় শেষ পর্জন্ত তিনিই রক্ষা করবেন।
আমি দু’হাত বাড়িয়ে আছি তোমারই প্রতীক্ষায়...... তুমি আসবে সব নির্জনতাকে ভেঙে ...... সব শুন্যতাকে পূর্ন করার জন্য।
২| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৯
পৃথিলা আফনান বলেছেন: কার প্রতীক্ষায়??
০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৫
দীপ্তিহীন সূর্য বলেছেন: আরে এ কে? এত দিন পর পৃথিলা আফনান! কোথায় হারিয়ে গিয়েছিলেন?
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪
বিজন রয় বলেছেন: খবর কি?
নতুন লেখা দিন।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৮
আমি পিন্টু বলেছেন: ভেঙ্গে পরবেন না আমি এসে গেছি বই নিয়ে।
মানবজাতির সব প্রবলেম তো সমাধান হয়েছে দেখুন কোন টেকনোলজি তে চলে সত্যিকারের পৃথিবী কিভাবে এই গ্রহকে বসবাসের উপযুগী করা হয়েছে |
বইটি ডাউনলোড করতে ও বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন