| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৌফিক কামাল
I am Technical Analyst for Dhaka stock exchange. I completed my course from filanta. I am self made man and did all from zero taka।
ফরেক্স ট্রেডিং নাকি শেয়ার বাজার ?
কোনটা বেছে নিবেন ?
অনলাইন ইনকাম অনেকের কাছেই এখনো চাকরির মতই সোনার হরিণ। অনেকে ব্লগ এর পর ব্লগ কমেন্ট এস ই ও আফিলিয়েট মারকেটিং করেও তেমন একটা সুবিধা করতে না পেরে শেষ এ দারস্থ হন অনলাইন ফরেক্স ট্রেডিং এর। বিনিয়োগ করলেই মুহূর্তেই কিছু পিপ্স বাড়া কমার মধ্যেই লাভ দেখলেই আর ধরে রাখতে পারে না কেউ নিজেকে। তাছাড়া যারা শেয়ার মার্কেট থেকে এসেছেন অনেক উত্থান পতন থেকে তাদের কাছে ফরেক্স মার্কেট যেন আশীর্বাদ। তারা এমন ভাবে বিভিন্ন সেমিনার এ গিয়ে হুর মুড়ি খেয়ে পরেন যেন আজকে ২০০০ ডলার ঢুকালে ৫ মিন পর থেকেই শূরু হয়ে যাবে তার উপার্জন। আসলে দোষ শেয়ার ব্যবসায়ীদের নয়। দোষ এইসব সেমিনার আয়োজকদের। তারা ফরেক্স এর কিছু ভালো দিক শেয়ার ব্যবসায়ীদের কাছে তুলে ধরে । যেমন তারা বলে ১ সেকেন্ডেই ফরেক্সর শেয়ার ম্যাচুয়ার এবং বাই করেও লাভ সেল করেও লাভ। মার্কেট বাড়লেও লাভ পরলেও লাভ।
এইসব সেমিনার আয়োজক দের মূল টারগেট থাকে মানুষকে এফিলিয়েট বানিয়ে ব্রোকারেজ পারটনার কমিশন খাওয়া । এটা অনেকটা এম এল এম এর মতন যা রিতিমত অসহনীয় মাত্রাই দেখা যাচ্ছে। অনেক মানুষতো ৩দিনে ফরেক্স শিখুন মাত্র ১০০-২০০ টাকায় এভাবে মিরপুরে ব্যানার ফেস্টুন খুলে বসছে।
আমি একজন টেকনিকাল এনালিস্ট। আমি ফান্ডামেন্টাল নিয়েও পড়াশুনা করি। আমি আন্তরজাতিক মুদ্রা বাজার বা ফরেক্স ট্রেডিং করি এবং দেশের শেয়ার বাজার বুঝি।
আমি এই ফিল্ডে অনেক পুরাতন।
যে কোন বিষয়ে সাকসেস পেতে হলে পরযাপ্ত প্রশিক্ষণ অভিজ্ঞতা এবং প্রচুর পড়ালিখার প্রয়োজন। কালকে মারকেট এ এসে যেমন আজকেই শেয়ার মার্কেট এর বাপ হওয়া যায়না। ঠিক তেমনি তুরি মেরে কেউ ফরেক্স মাস্টার হতে পারে না।
আমার অনেক দিনের ইচ্ছে ছিল মানুষকে এ নিয়ে কিছু গাইড লাইন এবং ট্রেনিং দেয়ার। তাই আমি অনেক পরিশ্রম করে শেয়ার মার্কেট ও ফরেক্স মার্কেট নিয়ে দুইটি বাংলা ট্রেনিং ডিভিডি প্রকাশ করি। ডিভিডি দুইটি আমি আমার স্ত্রী সাজেদা ফেরদৌস এর অনুপ্রেরনায় অ সহযোগিতায় করি। আল্লাহর রহমতে শেয়ার এর ডিভিডি প্রায় দুইশো লোক এর ধারনা পালটে দেয়। আর নতুন রিলিজ ফরেক্স বাংলা ডিভিডি ও অনেকের ধারনা পালটে দিবে।
আমি মনে করি ডিভিডি দুইটি ট্রেনিং সেন্টার সেমিনার এ গিয়ে এফিলিয়েট এম এল এম হওয়ার চেয়ে আপনাকে উন্নত ট্রেডার বা ইনভেস্টর হতে সাহায্য করবে।
আমার দুটি ডিভিডি
সম্বন্ধে জানতে হলে নিচের ওয়েবসাইট দুটি ভিসিট করুন
http://taniafx.biz/forex-dvd/
http://www.amibrokerbd.com/
আমি মনে করি শিক্ষার কোন শেষ নেই এবং এই ডিভিডি আপনার মধ্যে একজন টেকনিকাল ও ফান্ডামেন্টাল এনালিস্ট এর জন্ম দিবে। আশাকরি সবার উপকারে আসবে।
শেষ কথা । টাকার পিছনে না ঘুরে শিক্ষা ও প্রশিক্ষন এর পিছে ঘুরুন। নিজেকে উপযুক্ত করুন টাকা আপনাকে খুজবে। ![]()
২|
২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:২৩
ইউসুফ কামাল বলেছেন: দুইটার একটাতেও না।
দরকার হয় পান বেঁচে খাবো।
৩|
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৮
ব্লগার সাখাওয়াত মুন্না বলেছেন: ইউটিউব থেকে আপনার একটা ভিডিও দেখেছিলাম। ভালই ছিল। এটাও প্রিয়তে রাখলাম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৩ রাত ৩:২২
তৌফিক কামাল বলেছেন: bangla typing er jonno sorry.. i am not good in writing bangla