![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই শুরু, কত ঘটনার ঘনঘটা
স্বচ্ছ তুমি,আমি তো কিমাকার কিম্ভূত
ফেনীর রুপালি ব্যাংক চে' আমি অদ্ভুত
ছিলো সেথা কিছু,দিয়েছি ক্ষুদ্র ভাগটা।
স্বপ্নযান চালকের চোখে দে ঝাপটা
নির্বাক তুই! হতে চলেছি পরাভূত
দোষ নেই কারো,আমি অযত্নসম্ভূত
আহা! চালক আমি হয়ে আছি আটকা।
কিভাবে জ্বলবে চিরচেনা নীলবাতি?
তোমার আমার মাঝে বার্লিন দেয়াল
৯ মাত্রার ভূমিকম্প তোর স্বীকারোক্তি
ধ্বংস হয় ইমারত,সাধু বেখেয়াল।
সিধুরের মতো কিছু থাকনা এমন
কাপুরুষ করুক রিপু তার দমন।
২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৬
ফরিদ আহমাদ বলেছেন: পাবো কোথায় শীতল চাদর?
সবখানে অবহেলা অনাদর।।
পাঠে, মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক অনেক শুভকামনা...
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো, +++++++
২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৭
ফরিদ আহমাদ বলেছেন: অনুপ্রাণিত হলাম।
শুভকামনা ভাইয়া...
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৩
বিলিয়ার রহমান বলেছেন: ফরিদ আহমাদ
সুন্দর লিখেছেন!!
২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৯
ফরিদ আহমাদ বলেছেন: কষ্টের কথাও সুন্দর হয়?
অনেক ভালোলাগা রইলো
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতা ভালো লাগলো। লিখে যাও ফরিদ। লেখালেখি বন্ধ করো না।
২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯
ফরিদ আহমাদ বলেছেন: পোস্টে আপনার মন্তব্যের অনুভূতি বুঝানো যাবেনা, অনেক বেশি ভালো থাকবেন।
আর দেখা হচ্ছে অতিদ্রুত...
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৪
ধ্রুবক আলো বলেছেন: বাহ! খুব সুন্দর লিখেছেন..,,
২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০১
ফরিদ আহমাদ বলেছেন: আপনার মন্তব্য সুন্দর করে লিখতে অনুপ্রেরণা জোগাবে।
শুভকামনা জানবেন...
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭
চাঁদগাজী বলেছেন:
পরলে বুঝতে পারবেন কি লেখা আছে এই পদ্যে?
২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
ফরিদ আহমাদ বলেছেন: সনেটটা কেউ একজনের জন্য লিখা,তার সাথে ঘটা বিষয়গুলো উঠে এসেছে এখানে।ঘটনাগুলো শেয়ার করলে আপনিও হয়তো বুঝতে পারবেন। এছাড়া সনেট লিখার যোগ্যতা এখনো হয়নি। লিখাটা ব্লগে পোস্ট করা উচিত হয়নি,বড়জোর স্থান পেতে পারতো ডায়েররীর পাতায় বা ফেসবুকের টাইমলাইনে। সামনে থেকে সতর্ক হবো এবিষয়ে। কষ্ট করে পাঠ এবং মন্তব্যের জন্য কৃতজ্ঞ
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৬
কানিজ রিনা বলেছেন: সত্যি খুব হাস লাম,চাঁ দ গা জীর
কথা।
২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৭
ফরিদ আহমাদ বলেছেন: ধরে নেন এটা একটা রম্যপোস্ট।।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৬
রক্তিম ছায়াপথ বলেছেন: মনটাকে শীতল চাদর দিয়ে জড়িয়ে রাখ কষ্ট নিবার্য হবে।