![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নষ্ট সমাজ, নষ্ট দেশ আর নষ্ট তার মানুষ। আমার কিছুই বলার নেই। নেই কোনো অভিযোগ। "আলহামদুলিল্লাহ" প্রানে বেঁচে আছি হাজার হাজার শুকরিয়া আল্লাহ্র দরবারে। গত ০৩।০৮।১৫ রাত ৯টায় ডাকাত নামি কিছু নর পশুর দ্বারা আক্রান্ত আমরা কজন অফিস ফেরত নিরীহ প্রানী। ইস্তেমা রোডে কামার পাড়ার আগে। প্রচন্ড জ্যাম সমস্ত রাস্তা ব্লক। অল্প কয়েক মিনিটের তান্ডব। বড় বড় রামদা ছেনি নিয়ে মুখ বাঁধা কিছু নরপশুর দল। এলোপাথাড়ি কুপিয়ে চলেছে জ্যামে আটকে থাকা প্রাইভেট কার আর মাইক্রো। গিভেন্সি গ্রুপের মাইক্রো সহ আমাদের গড়িও কুপিয়ে তছনছ করে দেয়। গাড়ি থেকে নামিয়ে কুপিয়েছে, পথচারীকে কুপিয়েছে। টাকাকড়ি আর মোবাইল চায়। মুহুর্তের তান্ডবে সবাই কিংকর্তব্য বিমুড়। অল্পের জন্য তিনটি কোপের আঘাত লাগেনি আমাদের তিনজনের। আল্লাহ রক্ষা করেছেন গাড়ির কাঁচ গুলো কুপিয়ে গুড়িয়ে দিলেও চেষ্টা করেও গাড়ির দরজা খুলতে পারেনি। কাঁচের আঘাতে ক্ষতবিক্ষত দেহ তার চাইতে ক্ষত বিক্ষত মন। সারা শরীরে চিক চিক করছে কাঁচের গুড়ো। কান, হাত এবং পা কেটে রক্ত ঝরেছে আর বাসায় এসে স্ত্রীর কান্নায় হ্রদয়ের রক্ত ঝরলো। আমি নির্বাক আমার আসলেই কিছু বলার নেই............।
"আশ্চর্য এক সাফারি পার্ক আমার এই সোনার বাংলা"
২| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৬
বোকামানুষ বলেছেন: কিছুই বলার নেই
আপনি সুস্থ আছেন জেনে ভাল লাগছে আল্লাহ আমাদের সবাই কে সুস্থ রাখুন
৩| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বোকামানুষ বলেছেন: | কিছুই বলার নেই
আপনি সুস্থ আছেন জেনে ভাল লাগছে আল্লাহ আমাদের সবাই কে সুস্থ রাখুন
৪| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২০
ভ্রান্ত পথচারী বলেছেন: আমাদের সরকার বাহাদুর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগনের নিরাপত্তা দিবে এই আশা ছড়ে দিছি বহু বছর আগে। আল্লাহর নামে বাসা থেকে বের হই। আল্লাহই আমাদের ভরসা। জানের মালিকের কাছে ছেড়ে দিছি জানের হেফাজত। দেশ যেন এক আশ্চর্য সাফারি পার্ক।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০০
সুমন কর বলেছেন: প্রচন্ড জ্যামের মধ্যেও করে গেল......

সত্যি বিচিত্র আমাদের এ বাংলাদেশ।