নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভ্রান্ত পথচারী

ভ্রান্ত পথচারী › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ যারা আমাকে ওয়াজ করতে দিলোনা তাদের করোনা ভাইরাস দিয়ে ধবংস করে দাও। আমির হামজা। অতঃপর জুতা নিক্ষেপ।

০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৫

মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, সমুদ্রের মধ্যে বহু শইতান বন্দী হয়ে আছে। সুলাইমান (আঃ) এগুলোকে বন্দী করেছিলেন। শীঘ্রই এগুলো সেখান থেকে বের হয়ে পড়বে এবং লোকদেরকে কুরআন পাঠ করে শোনাবে। সহীহ মুসলিম/ অধ্যায়ঃ ০। মুকাদ্দামাহ (ভূমিকা) (المقدمة)





মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র ও যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ শেষ যুগে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা তোমাদের এমন এমন হাদীস শোনাবে যা তোমরা কিংবা তোমাদের পূর্বপুরুষরা কেউ কখনো শোননি। অতএব, তোমরা তাদের সংসর্গ থেকে সাবধান থাকবে এবং তাদেরও তোমাদের থেকে দূরে রাখবে। সহীহ মুসলিম/ অধ্যায়ঃ ০। মুকাদ্দামাহ (ভূমিকা) (المقدمة)

হারমালাহ ইবনু ইয়াহইয়া আবদুল্লাহ ইবনু হারমালাহ ইবনু ইমরান আত তুজীবী (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ শেষ যুগে কিছু সংখ্যক প্রতারক ও মিথ্যাবাদী লোকের আবির্ভাব ঘটবে। তারা তোমাদের কাছে এমন সব হাদীস বর্ণনা করবে যা কখনো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা শোননি। সুতরাং তাদের থেকে সাবধান থাকবে এবং তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে। তারা যেন তোমাদের বিভ্রান্ত না করতে পারে এবং তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে। সহীহ মুসলিম/ অধ্যায়ঃ ০। মুকাদ্দামাহ (ভূমিকা) (المقدمة)

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:১৪

জাহিদ হাসান বলেছেন: এই সমস্ত বিবেকহীন ভাড়াটে ওয়াজীরা আমাদের ইসলামকে কলংকিত করছে।

৩| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:৫৮

ভ্রান্ত পথচারী বলেছেন: ঠিক

৪| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: এরা আলেম না জালেম?

০৬ ই মার্চ, ২০২০ রাত ২:০২

ভ্রান্ত পথচারী বলেছেন: ঠিক বলেছেন

৫| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৩

একাল-সেকাল বলেছেন:
আপনার হেডিং টা বিভ্রান্তকর।
হেডিঙয়ে উল্লেখিত বাক্যটি হামজার মোনাজাতের অংশ। মাহফিলে বাধা দেয়ার জন্য মোনাজাত করে আমির হামজা ষ্টেজ ত্যাগ করেন। ক্ষিপ্ত জনতা সভাপতি (বাঁধা দানকারী) কে উদ্দেশ্য করে জুতা নিক্ষেপ করে। কমিটি পুনরায় হামজা কে আলোচনায় নিয়ে আসলে পরিস্থিতি শান্ত হয়।

০৬ ই মার্চ, ২০২০ রাত ১:৫৯

ভ্রান্ত পথচারী বলেছেন: @ একাল- সেকালঃ মূল বিষয় জুতা নয়, মূল বিষয় করোনা দিয়ে হালাক করে দেওয়ার দোয়া করা। জুতা মারামারি হয়েছে এটা ঠিক, হামাজাকে উদ্দেশ্য করে মারে নাই এটা বলা আপনার উদ্দেশ্য। কারন হামজাকে জুতা মারছে বল্লে হামজার অপমান হয় যা আপনার জন্য সহ্য করা কষ্টকর। আমি চিন্তা করছি ঐ এলাকার মানুষগুলোর কথা যারা হামজার দোয়ায় করোনায় ধংস হয়ে যাবে।

৬| ০৫ ই মার্চ, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: জুতা যারা মেরেছে তাদের ধন্যবাদ।

৭| ০৬ ই মার্চ, ২০২০ রাত ১:৫৯

ভ্রান্ত পথচারী বলেছেন: @ একাল- সেকালঃ মূল বিষয় জুতা নয়, মূল বিষয় করোনা দিয়ে হালাক করে দেওয়ার দোয়া করা। জুতা মারামারি হয়েছে এটা ঠিক, হামাজাকে উদ্দেশ্য করে মারে নাই এটা বলা আপনার উদ্দেশ্য। কারন হামজাকে জুতা মারছে বল্লে হামজার অপমান হয় যা আপনার জন্য সহ্য করা কষ্টকর। আমি চিন্তা করছি ঐ এলাকার মানুষগুলোর কথা যারা হামজার দোয়ায় করোনায় ধংস হয়ে যাবে।

৮| ০৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৬

কৌতুহলী বয় বলেছেন: ওনার এভাবে দোয়া করা ঠিক হয়নি । আর যারা ওয়াজে বাধা দিয়েছে তারাও ঠিক করেনি

৯| ০৭ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৯

একাল-সেকাল বলেছেন:
হামজার সাথে আমার কখনও দেখা হয় নি। আমি তাকে চিনিনা। উনার দোয়া কবুল হবে কি হবেনা হামজা নিজেও জানেন না। আপনি আমি অযথাই উদ্বিগ্ন হচ্ছি।
হাদিসে অন্যায় প্রতিরোধে করনীয়ঃ
নবি (সা.) বলেন, ‘তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর।’ (বুখারি, হাদিস নং: ১৯৪)

১০| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১২:০৮

সুপারডুপার বলেছেন:




"হেদায়াত না থাকলে , তুমি তাদেরকে করোনা দ্বারা ধ্বংস করে দেও"

দোয়া কবুল হওয়া বা না হওয়ার প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে কি " কথা " বলেছে । কারণ কথা দ্বারা মানুষ চালিত হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুহীদি ধর্মের নেতারাও যদি এই ভাবে অভিশাপ মারতে থাকে, পৃথিবীতে মানুষের মধ্যে হানাহানি খুনাখুনি অশান্তি লেগেই থাকতো।

শান্তির জন্য আমির হামজা টাইপের সকল মোল্লা থেকে মানুষের দূরে থাকা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.