নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনার বাংলাদেশ ব্লগে ঢোকা গেলনা। কি হল কে জানে। ব্লগটা কি বন্ধ হয়ে গেল ? অপরাধ কি ,তাও তো জানলাম না। রাজাকার বিরোধী কিছু পোস্টও স্টিকি হয়েছিল দেখেছিলাম। অবশ্য এদেশে কোনোকিছু ঘটতে কোনো উপলক্ষ লাগেনা। চিন্তার স্বাধীনতা,মত প্রকাশের স্বাধীনতা,ব্যক্তি স্বাধীনতা আরও কি সব জানি সংবিধানে লেখা আছে...। সাধারনত অবসর পাইনা,পেলে মাঝে মাঝে ব্লগে ঢুকতাম। ওখান থেকে অনেকগুলো পত্রিকার লিংক পাওয়া যেত। অনেকগুলো বাংলা পত্রিকার লিংক পেতে কোন পেইজে যেতে হবে,কেউ বলবেন কি ?
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
মিতক্ষরা বলেছেন: ব্লগ বন্ধ। প্রথম আলো নিউজ। কর্তৃপক্ষ কোন সংবাদ দিচ্ছে না।মনে হয় নূতন ডোমেইন ভাড়া করবে।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
মামুণ বলেছেন: নুনু ব্লগে যাও ।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
এস দেওয়ান বলেছেন: সোনারবাংলাদেশ ব্লগকে হ্যাক করা হয়েছে । আমিও কাল থেকে ঢুকতে পারছি না ।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।