নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইচ্ছা অনলাইন পত্রিকা আমার লেখা কপি মারল ভালা কথা, আমার নাম দেয় নাই তাও ভালা কথা... কিন্তু লেখার টেকা কি দিব????
এই সব ফালতু পত্রিকার লাইসেন্স দেয় কোন ফালতু ব্যাডা...
মূল লেখা...
ফটোকপি করা লেখা...
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২১
নহে মিথ্যা বলেছেন: ঠিক...
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০
ইমাম হাসান রনি বলেছেন:
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২২
নহে মিথ্যা বলেছেন:
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৬
হেডস্যার বলেছেন:
লাইসেন্স !! খিক খিক খিক.....
কিসের লাইসেন্স....??
আপনে চাইলে ও একটা ডোমেইন আর হোষ্টিং কিনে সাংবাদিক হইয়া যাইতে পারেন। যা ইচ্ছা লেখবেন...কপি করবেন, পেষ্ট করবেন....
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২২
নহে মিথ্যা বলেছেন: ভাবতেছি নিজেই পত্রিকা খুলমু
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮
রি হোসাইন বলেছেন: ভাই আমি একটি নতুন অনলাইন ম্যগাজিন চালু করেছি। আমি আপনাদের মত কিছু লেখকদের খুজছি। কিন্তু সমস্যা হলো আমার সাইট টি এখনো নতুন হওয়ায় আমার ম্যাগাজিনের আয় নেই বল্লে-ই চলে। তাই শুরুতেই আমি আমার লেখকদের সন্মানী দিতে পারছি না। কিন্তু আপনাদের মতো লেখকরা যদি এগিয়ে এসে আমার ম্যাগাজিনে নিয়মিত কিছু ভালো লেখা দিতে থাকে তাহলে ম্যাগাজিন টা দ্রুত সমৃদ্ধ হতে পারে এবং এতে ভালো আয়ো হতে পারে। ভালো আয় হলে আমি অবশ্যই লেখকদের যথাযথ সন্মানী দেবার চেষ্টা করবো।
আমার অনলাইন ম্যাগাজিন টা একটু দেখুন। ভালো লাগলে ও ভালো মনে হলে কিছু মৌলিক লেখা দিয়ে সাহায্য করবেন। আমাকে নিয়মিত ফেসবুকের রি হোসাইন আইডি তে পাবেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪
নহে মিথ্যা বলেছেন: আপনি এই ব্লগ (http://hybridknowledge.blogspot.com/) থেকে যে সব লেখার লেখক "জানা অজানার পথিক" সেগুলি নির্দিধায় কপি মাইরা দিতে পারেন। শুধু লেখকের নাম ব্যাবহার করলে টাকা লাগবে না
আর ভাই বর্তমানে MBBS এর পরে FCPS নিয়ে দৌড় ঝাপে আছি তাই সময়ও দিতে পারব না...
তা না হলে আপনাকে সহায়তা করতাম
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৯
প্রবাসী পাঠক বলেছেন: অনলাইন পত্রিকাগুলোর অধিকাংশেরই সম্বল , একটি ডোমেইন, হোস্টিং আর কিছু দক্ষ কপি পেস্টিয়ান । তাঁদের কাছ থেকে এর চেয়ে ভাল আর কি আশা করা যায়।