নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনাদের জন্য ছোট একটি ধাঁধা। উপরে যে খুলি দেখতে পাচ্ছেন, বলতে হবে এটি কোন প্রানি? কি দাঁত গুলি নিশ্চয়ই আপনার নজর কেড়েছে, তাহলে দাঁত গুলির ছবি একটু বড় করে দেখে নেওয়া যাক।
কি দাঁত দেখার স্বাদ কি মিটেছে এখন ব্রেন খাটান আর চিন্তা করুন এরকম ভয়ানক দাঁত কোন প্রানির হতে পারে। নিশ্চই কোন ভয়ংকর প্রানীর দাঁত? তা না হলে এরকম দাঁত কেন হবে? এক কামড়েই যাতে কর্ম সাবার হয়ে যায় তাই নিশ্চই এরকম দাঁত?
না জানি এই রকম ভয়ংকর দাঁতওয়ালা প্রানী কেমন ভয়ংকর দেখতে হবে?
কি পেলেন কিছু? কোন আন্দাজ করতে পারলেন এটি কোন প্রানীর খুলি। আরে একটু চিন্তা করে দেখুন। কি এখনও পারলেন না?
.
.
.
.
.
.
.
.
.
.
আর নিচে গেলেতো উত্তর দেখে ফেলবেন একবার চেষ্টা করে দেখুন, পারেন কিনা
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
আচ্ছা আপনার আর কষ্টো করা লাগবে না। আমিই বলেই দিচ্ছি এটি কোন প্রানীর খুলি। তার আগে নিচের ছবিটি দেখে নেই।
উপরে এই প্রানীর নাম Crabeater Seal, কি নিজেকে কি বোকা বোকা লাগছে? আসলে আমরা এই পৃথিবীর অনেক কিছুই জানি না। আর সব কিছু জানা আমাদের পক্ষে সম্ভব বলে মনে হয় না। তবে হ্যাঁ জানার ইচ্ছা কিন্তু থাকা চাই।
প্রথম প্রকাশিতঃ বৃহষ্পতিবার, ৮ আগস্ট, ২০১৩
২১ শে মে, ২০১৪ রাত ১১:২৯
নহে মিথ্যা বলেছেন:
২| ২১ শে মে, ২০১৪ রাত ১১:২৩
নতুন বলেছেন: গুগুল ইমেজ সাচ দিলে সহজেই পাওয়া যাইতো...
কিন্তু এইটা যে সীলের তা চিন্তা করিনাই..
২১ শে মে, ২০১৪ রাত ১১:৩০
নহে মিথ্যা বলেছেন:
৩| ২১ শে মে, ২০১৪ রাত ১১:৪২
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দারুন !!
২২ শে মে, ২০১৪ রাত ১২:০৯
নহে মিথ্যা বলেছেন: মন খারাপ কেন??
৪| ২৩ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৬
শুঁটকি মাছ বলেছেন: এত সুন্দর একটা প্রানীর দাতগুলা এমন কেন?
২৩ শে মে, ২০১৪ দুপুর ২:৫১
নহে মিথ্যা বলেছেন: আল্লাহর সৃষ্টি... আসলে এই দাঁত গুলি এদের শীকার ধরতে খুব সহায়তা করে...
৫| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:০৪
ড. জেকিল বলেছেন: কামড়াইলে তো জান বাইর হয়ে যাবে !!!!!!!!!!! ভয় পাইছি
২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
নহে মিথ্যা বলেছেন: কামড় দিলে রক্ষা নাই
৬| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:১১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রথমে ভয় পেয়েছিলাম কিন্তু!
২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
নহে মিথ্যা বলেছেন: ভাই এই দাঁত শিকার ধরার জন্য খুবই দরকারি ওদের জন্য...
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৪ রাত ১১:১৮
দালাল০০৭০০৭ বলেছেন: প্রথমে ত বুঝতেই পারি নি