নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Zunaid Ahmed বাংলাদেশের সব থেকে কম বয়সের মন্ত্রী। সম্প্রতি Google Store এ তার সাথে যোগাযোগের জন্য একটা মোবাইল এপ্লিকেশন এসেছে।
আমিও ডাউনলোড করি এবং যে কম্পানি এই মোবাইল এপ্লিকেশন বানিছে তাদের কাছে একটা ম্যাসেজ পাঠাই এই ভেবে যে আমিও আমার নিজের হাতে বানানো ব্লগ সাইট এর জন্য একটা এপ্লিকেশন বানাবো।
ভাবলাম... ডিজিটাল সরকারের আমলে জয় এর মত কম্পিউটার প্রযুক্তিবীদের মন্ত্রী যেখান থেকে এপ্লিকেশন বানাইছে আর যেহেতু দেশি কম্পানি তাই খরচ কিছুটা হলেও সাধ্যের মধ্যে থাকবে।
কিন্তু তারা একটা মোবাইল এপ্লিকেশন বানাতে চাইল ৳৫০,০০০ থেকে ৳৬০,০০০ টাকা...
যেখানে আমি $২০ থেকে $২৫ আমেরিকান ডলার দিয়ে বিশ্বমানের এক নম্বর মোবাইল এপ্লিকেশন বানাতে পারব এরকম অনেক প্রতিষ্ঠান গুগলে সার্চ দিলেই গাদি গাদি পাওয়া যাবে।
আর চাইলে ফ্রি-ও বানানো যাবে। তবে সেখানে কিছু এড থাকবে তবে একটা সাইট ফ্রি এপ্লিকেশনে এডও দেয় না।
এই হল আমাদের ডিজিটাল দেশ...
০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৫৪
নহে মিথ্যা বলেছেন: আমারো ছোট বেলার শায়িত স্বপ্ন...
২| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:০২
চড়ুই বলেছেন: হা হা
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৫৯
নহে মিথ্যা বলেছেন:
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: স্বাগতম।
অনেক দিন পরে ফিরে আসলেন।
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৫০
আবু শাকিল বলেছেন: সেলফি মন্ত্রী র কিছু কাজ কাম দেখলে।মুঞ্ছায় আমিও মন্ত্রী হই।