নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বাংলাদেশি হিসেবে প্রতিটি বাংলাদেশি সহ বিশ্বের সব ক'টি দেশে ঐ দেশের কোন নর বা নারী চাইলেই তার পছন্দের জীবন সঙ্গীকে নির্বাচিত করতে পারে, তা সে যে অন্য যে কোন দেশের নাগরিক হোক না কেন।
অবশ্য কিছু কিছু ক্ষেত্রে লিগাল কাগজের কিছু ঝামেলা থাকে, কিন্তু তা কোন ভাবেই নিষিদ্ধ হয়নি।
কিন্তু বাংলাদেশে বর্তমানে এই নিয়মের পরিবর্তন তথা একজন বাংলাদেশি হিসেবে আপনার আমার মৌলিক অধিকার গুলির মধ্যে এখন আপনার বা আমার এই অধিকারটি আর নেই।
বর্তমান সরকার এই মৌলিক অধিকারটি আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। যা যে কোন বাংলাদেশির কাম্য নয় বলে আমার ধারনা।
বিশ্বাস হচ্ছে না তাই না?! তাহলে BBC Bangla এর এই প্রতিবেদনটি শুনুন। তাহলেই বুঝে যাবেন।
BBC Bangla সংবাদটির লিংকঃ Click This Link
জানি না বাকশাল আমল কেমন ছিল, যা ধারনা পেয়েছি তার বেশির ভাগ অনেকের অনেক লেখা পড়ে। কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে আমরা আবার সেই বাকশাল আমলেই ফিরে যাচ্ছি, যেখানে মানুষের মৌলিক অধিকার বলে কিছুই ছিল না।
এতো কেবল শুরু, এরপরে আরো যে কত মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত হত তা আল্লাহ জানেন। আর সময় আমাদের তা বলে দিবে।
১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
নহে মিথ্যা বলেছেন:
২| ১১ ই জুলাই, ২০১৪ ভোর ৫:১৪
কামের কথা কন!! বলেছেন: এখানে মৌলিক অধিকার এর কি দেখলেন এটা হচ্ছে অভিবাসি আইনের এর একটি অংশ। অন্য দেশে গিয়ে দেখেন অভিবাসি আইন কত কড়াকড়ি ফলো করা হয়। মানে না বুইজা বাঙালি জাতির সমালোচনা করা একটা বড়ই কু অভ্যাস হয়ে গেছে। এই বাল সরকার খারাপ কিন্তু সব কিছুই যে খারাপ তা তো না কিছু কিছু ভাল ও কাজ ও তো আছে।
৩| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৭
হাসান মাহবুব বলেছেন: ২ নং মন্তব্যে যৌক্তিকতা আছে।
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
নীলতিমি বলেছেন: